সবাইকে আমাদের মহান বিজয়ের মাসের শুভেচ্চা জানিয়ে শুরু করছি আজকের লেখা। গত কয়েকদিন আগে ফ্রান্সে আইএস হামলার পর দেখলাম ফেসবুকে অনেকেই ফ্রান্সের জাতীয় পতাকা সম্বলীত পোফাইল পিকচার এড করেছিল। এই একই কাজ করতে পারেন এই মহান বিজয়ের মাসে। আমাদের বিজয়কে বিশ্বের কাছে পরিচিত করুন । তবে যাদের এটা পছন্দ না তাদের দরকার নাই। যাদের পছন্দ তারা এই লিংকে ক্লিক করুন ও প্রোফাইল পিকচার পরিবর্তন করুন নামে একটা বাটন পাবেন এখান থেকে যুক্ত করে ফেলুন।
সংগৃহীত
সোশ্যাল মিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোশ্যাল মিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডিজলাইক নয়, সরি বাটন
আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনার সকলে?
আল্লাহর রহমতে যেন সকলে সুস্থ থাকেন।
খবর হয়তো শুনেছেন...
ফেসবুকে কোনো পোস্ট পছন্দ না হলে 'ডিসলাইক' বাটন আসতে চলেছে।
মার্ক দাদা সেটাই সকলকে বলে দিয়েছেন।
এই খবরের পুরোটা সত্যতা নেই।
কারণ কারো মৃত্যু, প্রাকৃতিক বিপর্যয়, বা শরণার্থি সমস্যা নিয়ে যা চলছে সেই বিষয়ে কোনো পোস্ট হলে তাতে ডিসলাইক দেয়া হলে ব্যাপরটা বেশ বিব্রতকর মনে হবে। ধরুন কেউ মারা গেল। আপনি তাতে 'ডিসলাইক' করলেন। কিন্তু সেই ডিসলাইকটা কিসের জন্য! মানুষের মৃত্যুতে!
কারো প্রিয়জন মারা গেলেও অনেকে স্ট্যাটাস দেন।
সেই স্ট্যাটাসে লাইক দিলেও সেটা সকলের কাছেই বিব্রতকর মনে হয়।
তাই আমিও এখন এরকম পোস্টে লাইক দেই না। কমেন্ট করি কেবল সমবেদনা জানানর জন্য।
আমার মতামত ছিল ক্যাটাগরি করে পোস্ট করার ব্যাবস্থা করার জন্য। যেমন, মৃত্যুর খবর, দুর্ঘটনার খবর, সমবেদনার খবর ,আনন্দের খবর ইত্তাদি ইত্তাদি ইত্তাদি।
তাহলে মানুশ তাদের ক্যাটাগরি মতো পোস্টে লাইক, দিজলাইক, সরি, বুউউ (!) ইত্যাদি এক্সপ্রেশন দিতে পারবেন।
ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ বলছেন, "আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কোনো ফোরাম নয় যে মানুষ 'লাইক', 'ডিসলাইক' অপশন ব্যবহার করে ভোটিং করবে।"
তাহলে? ফেসবুক কি করবে?
ফেসবুক আনতে চলেছে সরি বাটন। যা ব্যবহার করে কারো মৃত্যু বা দুর্ভাগ্যজনক কোনো ঘটনাতে আপনি 'সরি' বাটন টিপে আপনার প্রতিক্রিয়া জানালেন।
ফেসবুক 'ডিসলাইক' বাটন নিয়ে কাজ করছে। খুব শিগগির এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
আমিও অধির আগ্রহে অপেক্ষা করছি।
বিভাগঃ
কিছু টুকরো খবর
সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন
#দেয়ার খুশি - চাপাবাজি কাকে বলে?

উজ ফিড

Tawsif Torabi Arif Sikder এর ছবি ভাগ করেছেন।
8 ঘণ্টা ·
গ্রামিনফোনের নতুন বিজ্ঞাপন টা দেখতেছি কিছুদিন ধরেই। বাহারি এক বিজ্ঞাপন, নাম দিয়েছে 'দেয়ার খুশি'।
তো বিজ্ঞাপনের মুলকথা হইল আপনি আপনার ফেলে রাখা স্মার্টফোন টি আমাদের দিন। আমরা আরো ৫০০ টি ( সং্খ্যাটা মনে রাখুন, পরে হিসাবে লাগবে) সহ সেগুলো সুবিধাবঞ্চিত সম্ভাবনাময় এন্টারপ্রেনারদের কাছে পৌছে দেব।
অতি উত্তম প্রস্তাব। কিন্তু এইখানে আমার দুইখান প্রশ্ন আছে.....
১. বাংলাদেশের কয়জন লোকের কাছে দিয়ে দেয়ার মত সম্পূর্ণ সচল ভাল অবস্থায় অতিরিক্ত স্মার্টফোন আছে?
২. যাদের আছে, ( ইয়ে মানে, আমাদের মত আমজনতা না আরকি) তাদের কয়জন আসলে বাংলা চ্যানেল দেখে? আই মিন কয়জনের কাছে মেসেজটা পৌছাচ্ছে?
এইবার আসি শুভংকরের আসল ফাকিতে....
টিভিসি টার সময় হইল ১মিনিট ৩সেকেন্ড, কেটেকুটে ধরলাম ৫০ সেকেন্ড কমসেকম দেখায়।
বাংলাদেশেরর সব টিভি চ্যানেলে বিজ্ঞাপনের হার মোটামুটি এক ই। ( বিটিভি নামক উচুতলার চ্যানেলের রেট বেশি, তাই হিসাব থেইকা সে কাটা)।
অফ পিক সময়ে ১০ সেকেন্ড ৪ হাজার।তো অফ পিক সময়ে প্রতিবার বিজ্ঞাপন দেখাতে গ্রামিনফোন গুনছে ২০,০০০ টাকা। ( পিক আওয়ার আর নিউজ টাইম বাদ ই দিলাম, সেই হিসাব শুনলে মাথা ঘুরে যেতে পারে)
সারাদিন এই বিজ্ঞাপন কোন চ্যানেলে ১০০ বারের কম দেখায় না। (এক্টু আগে রাতে খেতে বসেই চ্যানেল আই তে ৩বার দেইখা ফেলছি, তাও নিউজ এর মধ্যে)
তো চ্যানেলপ্রতি এই বিজ্ঞাপন দেখাতে প্রতিদিন গ্রামিনফোনের খরচ দাড়ায়....
২০০০০X১০০---- ২০,০০,০০০ (বিশ লক্ষ টাকা)
আর ১০ চ্যানেলে দেখালে আরেকটা শুন্য বাড়িয়ে নিন। জী, ২,০০,০০,০০০/-, মাত্র দুই কোটি টাকা (এইটাই সবচে কম, পিক আর নিউজটাইম ধরলে ৩কোটির কম হবে না)
খুব ভাল কথা।
তো আমার কথা হইল......
১. দুই মাসে এই বিজ্ঞাপনের পেছনে গ্রামিনফোনের যে ১২০ কোটি টাকা খরচ হইল( মেকিং বাদে, শুধু প্রচারে) তাহা কাহাদের টাকা মহাশয়?
২. আমজনতার ১২০ কোটি টাকা খরচ করিয়া কয়খানা পুরাতন স্মার্টফোন পাওয়া গেল তাহা কিভাবে জানা যাইবে?
৩. প্রতিটি মোটামুটি মানের যাহা দিয়া আমার মত গরিবের ইন্টারনেট সহ অন্যান্য কাজ, অকাজ ভালভাবেই চলিয়া যায় তাহার গড় দাম যদি ১৫০০০ ধরি ( গ্যাজেট ফ্রিকরা দুরে যান, তানিয়াগো কেউ আইফোন সিক্স দিব না দেওনের খুশির লইগা) তাইলে ১২০ কুটি টেকায় কয়টা স্মার্টফোন কেনা সম্ভব?
১২০,০০,০০,০০০/১৫,০০০----- ৮০,০০০( আ আ শি হাজার)
জী, আপনি ভুল শোনেননি, আশি হাজার জনকে স্মার্টফোন দেয়া যায় খালি দুই মাস এই বিজ্ঞাপনের টাকায়। আর শালারা দিবে ৫০০ ।
আর তাই এমুন মাইকিং করতাছে ভাবখানামনে হয় কি না জানি কি....
আসলে কর্পোরেট দুনিয়াডাই এইরকম
"কাজের কাজে নাই
আসেন চাপা পিটাই"
হাজার বছর সোজ নল এর মধ্যে রাখলেও কর্পোরেট দুনিয়ার লেজ কোন দিন সোজা হবেনা
যেমন মিডিয়া ডেকে দান করা smile emoticon
বিভাগঃ
আমার দৃষ্টিতে
সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)