সে সকল গান যা বন্ধু দিবসে বন্ধুকে উৎসর্গ করতে পারেন

বন্ধু, পরিবারের মতই বন্ধুও গুরুত্বপূর্ণ।
কখন কাকে যে কোন প্রয়োজনে লাগে কে বলতে পারে? ভালো বন্ধু আসলেই খুবই গুরুত্বপূর্ণ।
ভালো বন্ধু হয়ে উঠতে পারে আপনার সহপাঠি, প্রতিবেশি, ভাই, বোন, মা, বাবা।

ভালো বন্ধু ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, যদিও এতে অনেকের ভিন্ন মত রয়েছে।

বন্ধুকে বন্ধু দিবসে দিতে পারেন লকেট, রিষ্টব্যান্ড (যেটা দুটা কিন্তু দুটাই এক রকম) ইত্যাদি। ফুলও দিতে পারেন।

তবে বন্ধু দিবসের অনুষ্ঠানে যেসব গান আপনি সকলকে শোনাতে পারেন, (নিজ গলায় গান কিংবা স্পীকারে বাজান)
এরকম এযুগের ৩ টি গান আপনাকে দিচ্ছি,

বন্ধু - তপু
Bondhu - Topu

ডাউনলোড করুন



পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক,
সবাই বলে করছ ভুল আর, তোরা বলিস ঠিক ।
তোরা ছিলি ।
তোরা আছিস ।
জানি তোরাই থাকবি ।
বন্ধু...........বোজে আমাকে
বন্ধু আছে হে.... হে....  আর কি লাগে ।

সুসম্পর্ক, দূরসম্পর্ক , আত্নিয়, অনাত্নিয়
শত্রু, মিত্রু, রক্তে সম্পর্কে , কেউবা দ্বিতীয় ।
শত শত দূরে কাছে, বৈধ অবৈধ,
হাজারো এসব সম্পর্ক ভাঙ্গে , থাকে বন্ধুত্ব ।
তোরা ছিলি ।
তোরা আছিস ।
জানি তোরাই থাকবি ।
বন্ধু.........বোঝে আমাকে
বন্ধু আছে হে..... হে.....  আর কি লাগে ।

কিছু কথা যা, যায় না বলা কাওকে ,
কিছু কাজ যা, যায় না করা সহজে ,
কিছু আচরণ, মানে না কেউ সামনে ,
কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই ।
সবি হয়   যদি তোরা   থাকিস সেখানে  ।
বন্ধু..........বোঝে আমাকে
বন্ধু আছে হে.... হে.... / আর কি লাগে ।
বন্ধু..........বোঝে আমাকে
বন্ধু আছে হে.... হে....  আর কি লাগে ।


বন্ধু - মিনার

Bondhu - Minar

ডাউনলোড করুন


বন্ধু তোকে মনে পড়ে
এই শহরে এই বিকেলের একলা কোন পথে
বন্ধু তোকে মনে পড়ে
ব্যস্ত শহরের ব্যস্ত রেস্তোরাঁর ব্যস্ত চায়ের কাপে

তোকে কি কখনও ভুলা যায়
তবুও দিন কেটে যায় !

বন্ধু তোকে মনে পড়ে খেলার মাঠে ক্রিকেট ব্যাটে
আর প্রাণহীন আড্ডায়
বন্ধু তোকে মনে পড়ে
কলেজ ক্যাম্পাসের ধূসর প্রাঙ্গণের অসীম শূন্যতায়
বন্ধু তোকে মনে পড়ে
সবুজ ঘাসের ঠোঁটের কোণে তপ্ত রোদের আভায়
বন্ধু তোকে মনে পড়ে
রাতের রাজপথে সোডিয়াম আলো আর এক পশলা বর্ষায়


দেখা হবে বন্ধু - পার্থ মজুমদার
Dekha Hobe Bondhu - Partho Majumdar

ডাউনলোড করুন
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত