ফটোশপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফটোশপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Photoshop দিয়েই Professional CD Cover ডিজাইন করুন (সম্পূর্ণ নতুন ৩০ মিনিট টিউটোরিয়াল)

Photoshop দিয়েই Professional CD Cover ডিজাইন করুন (সম্পূর্ণ নতুন ৩০ মিনিট টিউটোরিয়াল)
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আমি ফটোশপে ওস্তাদ নই। তবুও যা পারি, টিউটোরিয়াল আকারে শেয়ার করি। 
এছাড়া ফটোশপে আমি নিজে নিজে বেশ কিছু জিনিশ এবং ইফেক্ট তৈরি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আমি ধিরে ধিরে সেগুলো আপনাদের সামনে আনব। 

আজ আমার নিজের মতো করে কিভাবে ২০ মিনিটেই একটা সফটওয়্যারের এনিমেশন করা সিডি কাভার তৈরি করা যায় তা দেখাব। এজন্যে আমি ডিজিটাল রিজিওনাল ডিকশনারির কাভার তৈরি করবো। এর কভার মুলত এর আগে আমিই ডিজাইন করে দিয়েছিলাম।
এখানে আমি সম্পূর্ণ নিজের পদ্ধতিতে কাজ করবো। পুরোটা দেখার পর কাজের ধারনা এসে গেলে প্রত্যেকের নিজের পদ্ধতি তৈরি হয়ে যাবে আমার বিশ্বাস।





এখানে আমাদের একটা ফাইলেই সব কাজ হবে না। একেক ফাইলে একেক কাজ হবে।
এখানে আমি ৪টি ফাইলে (পিএসডি) তে কাজ করবো,

  1. Mainbody.psd
  2. Sidebody.psd
  3. CD.psd
  4. MainFile.psd

প্রথমে আমাদের কাজই শুরু হবে Mainbody.psd দিয়ে।
এখানে আমরা কভারের সামনের বড় অংশ বানাবো। 
এখন 744x1080 সাইজে ৩০০ রেজুলেশনে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে একটা ইমেজ তৈরি করতে হবে।



বার আমরা ইমেজের মধ্যে ডিজাইন করবো। 
প্রথমে ব্যাকগ্রাউন্ড গ্র্যাডিয়েন্ট করে দেই।


এবার হেডার এবং ফুটার তৈরি করি। এজন্যে আমাদের আরেকটা ইমেজ করা লাগবে। এটা হবে 20x20. এবার এই ছোট স্কয়ার সাইজ ইমেজে ফুটার কালার বা কোনো স্টাইল দিয়ে .png ফরম্যাট দিয়ে সেইভ করি।



এবার ঐ .png ফাইলকে আমাদের Mainbody.psd এর ভেতরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি এবং ফুটার অথবা হেডারে রেখে রিসাইজ করে বসিয়ে দেই।




এবার মাঝে লোগো, টেক্সট ইত্যাদি ডিজাইন করে বসিয়ে দেই।


এবার এটাকে একটা .png ফাইলে সেইভ করি। যেমন Mainbody.png


এবার সাইডের কাজ করতে sidebody.psd ফাইল তৈরি করি।
 সেখানে 300x1080 সাইজের 300 রেজুলেশনের একটা ইমেজ তৈরি করি। 
সেখানেও ইচ্ছেমত ডিজাইন করি।
mainbody এবং sidebody এর হেডার এবং ফুটারে মিল রাখতে আমাদের এখানেও স্কয়ার ইমেজটা আনতে হবে এবং হেডার - ফুটার এর উচ্চতা 20px এর মাঝে রাখতে হবে ঐ স্কয়ার ইমেজটার মাধ্যমে।



এবার ডিজাইন করি, ডিজাইনের পর পিএনজি ফরম্যাটে সেইভ করি।sidebody.png




এবার cd.psd এর কাজ করবো। মানে সিডি তৈরি করবো।

1000x1000 সাইজে 300 রেজুলেশনে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখতে হবে।




এবার সিডি ডিজাইন করি,
প্রথমে কাস্টম শেইপ টুল সিলেক্ট করি।
তারপর রাউন্ড থিন ফ্রেইম সিলেক্ট করে নিই।

 


এবার পুরো স্কয়ার ইমেজ ফুল করে একটা রাউন্ড ফিগার আঁকি।



এবার এই লেয়ার সিলেক্ট করে Ctrl + J চাপ দেই, এতে এর ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে। এই ডুপ্লিকেট লেয়ার আমরা সিডি এর মাঝের স্ট্যাকিং রিং আর প্লাস্টিক হাব তৈরি করবো। মানে সিডির মাঝের ছিদ্রটা। ডুপ্লিকেট করার পর Alt + Left Shift চেপে ধরে লেয়ারের নিচের দিকের কোনের রিসাইজার লেফট ক্লিক দিয়ে চেপে ভেতরের দিকে নিয়ে যাই, এতে লেয়ারের সাইজ সব্দিক থেকে ছোট হবে।




এবার লেয়ার দুটি মারজ করে নিই। Ctrl চেপে লেয়ার দুটি সিলেক্ট করে রাইট ক্লিক করে "মারজ লেয়ারস" এ  ক্লিক করে দিতে হবে।




এবার ইমেজে কালার ফিল দিতে হবে বা কোনো স্টাইল এপ্লাই করতে হবে।অথবা কালার এপ্লাই এবং ডিজাইন শেষ করার পর কোন ফিল্টার দিয়ে দেওয়া যেতে পারে। এবার এটাকে cd.png ফাইলে সেইভ করে নিতে হবে।




এবার শুরু হবে ফাইনাল কাজ।

এবার mainFile.psd তৈরি করে নিই। 
সেখানে ইমেজ সাইজ হবে 900x768 
(এই রেশিও ভালো, তার মানে এই নয় এইটিই ব্যাবহার করতে হবে। ইচ্ছেমত ব্যাবহার করা যেতে পারে।)

এখানে প্রথমে mainbody.png ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনতে হবে। এবং Move Tool সিলেক্ট করে Show Transform Control দিয়ে পাশের রিসাইজার গুলো দিয়ে ছবি ঠিক মাপে আনতে হবে।


 একই ভাবে sidebody.png কে এনে রিসাইজ করে ঠিক ঠাক করে বসাতে হবে। বসাতে অসুবিধা হলে নিচে এর জিপ ফাইল ডাউনলোড লিঙ্ক আছে, সেখান থেকে ইমেজ রিপ্লেস করে নিজের ইমেজ বসিয়ে নিলেই কাজ হবে।



এবার সিডিটা বসাই।আগের মত করে রিসাইজ করে নিই।
ব্যাস! কাজ শেষ! আরও স্টাইল যোগ করা যেতে পারে।
তবে আমি আর দেখাব না। কেবল সিডি কাভারের কাজ সেশে অন্য ইমেজে কিভাবে ফ্লোর রিফ্লেকশন দেওয়া যায় সেটা দেখিয়ে আজকের পোস্ট শেষ করবো।


এবার নতুন একটা ইমেজ তৈরি করতে হবে। এইচডি হলে (৭২০পি) হলে ভালো হয়। সেখানে ব্যাকগ্রাউন্ড সাদা করে এই সিডি কাভারের ইমেজ রাখতে হবে। 

এবার CD Cover এর লেয়ার এর উপর সিলেকশন রেখে Ctrl + J চাপো। এতে ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে। এবার ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট করে Ctrl + T চাপো। এতে Free Transform করা যাবে। এবার Ctrl + T চাপার পর ইমেজের উপর রাইট ক্লিক করে Flip Vertical ক্লিক করো।

এবার লেয়ারের অপাসিটি কমিয়ে দাও (13%) বা ঝাপসা করে দাও এবং ফ্রি ট্রাস্ফরম ইউজ করে ইমেজের সাথে রিফ্লেকশন বানিয়ে নাও।


ব্যাস! আজ এই পর্যন্ত! সমস্যা হলে বোলো। 
এর এই ধরনের ডিজাইন করিয়ে নিতে চাইলে আমাদের পেইজে কন্টাক্ট করতে পার।*চার্জ প্রযোজ্য






ফাইল পাসওয়ার্ডঃ  cdcoverspsdbytawsiftorabi

আরও পড়ুন

199.95$ +150$ মূল্যের ২ টি photoshop Plugin - Google Nik এবং Portraiture

199.95$ +150$ মূল্যের ২ টি photoshop Plugin - Google Nik এবং Portraiture
আসসালামু আলাইকুম,
টেক টিউনে গাজী রাফসান ভাইয়ের পোস্ট দেখেই লেখা। ভাই রাগ করলে ক্ষমা করবেন।



ভিডিও টিউটোরিয়াল:



DOWNLOAD : google nik collection



Overview


  1. Analog Efex Pro --------- Applies film-era camera, lens, and film simulation to digital images.
  2. Dfine --------- Noise reduction
  3. HDR Efex Pro --------- Specialized program for processing HDR pictures
  4. Sharpener Pro --------- Image sharpening
  5. Silver Efex Pro --------- Black & White conversion
  6. Viveza --------- Color control with advanced functions to change contrast and saturation



ভিডিও টিউটোরিয়াল:


DOWNLOAD :Imagenomic portraiture




Portraiture is a Photoshop, Lightroom and Aperture plugin that eliminates the tedious manual labor of selective masking and pixel-by-pixel treatments to help you achieve excellence in portrait retouching. It intelligently smoothens and removes imperfections while preserving skin texture and other important portrait details such as hair, eyebrows, eyelashes etc.

কোন সমস্যা বা প্রোয়োজনে ফেসবুকে আমি FACEBOOK
এটি অবশ্যই আপনাদের কাজে লাগবে।
সকলকে আল্লাহ হাফেজ।
সোর্স লিঙ্কঃ https://gazirafsan.blogspot.com/2016/05/199.html

আরও পড়ুন

ফটোশপে মুখের দাগ তোলার ম্যাগী ২ মিনিট নুডুলস (ফটোশপ) টিউটোরিয়াল!

ফটোশপে মুখের দাগ তোলার ম্যাগী ২ মিনিট নুডুলস (ফটোশপ) টিউটোরিয়াল!
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সকলে?

এবার আমি আপনাদের দুই মিনিটেই কিভাবে ছবির মাঝে নিজের মুখ বা অন্য কোন স্থান থেকে স্পট তোলার পদ্দতি

নমুনা | মডেলঃ অভ্রনীল তৈয়ব


বেশ সোজা!

আপনারা এই টিউটোরিয়াল ফলো করলেই কাজটি বুঝে যাবেন।

১. ইমেজ লোড করুন




২. ক্লোন ষ্ট্যাম্প টুল সিলেক্ট করুন


৩. ছবির দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ (দাগের কাছাকাছি স্থান হলে ভালো হয়) এর উপর কার্সর রেখে Alt চেপে ধরে ক্লিক করুন, এতে ঐ স্থান কপি হয়ে যাবে। তবে এক স্থান সব যায়গায় প্লেস নাও হতে পারে। তখন যে স্থান হচ্ছে না, তার পাশ থেকে স্ট্যাম্প কপি করে নিতে হবে।




৪. এবার প্রয়োজন মতো দাগ ঢেকে ছবি সেভ করে নিন

(c) Tawsif's Editing

আরও পড়ুন

এখন ফটোশপে One Blur One Real ইফেক্ট দিন

এখন ফটোশপে One Blur One Real ইফেক্ট দিন
আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
আজকে আপনাদের ফটোশপে ছবিতে One Blur One Real ইফেক্ট দিতে শেখাবো। এটা মূলত অ্যাপ দিয়ে দেয়। তবুই ফটোশপে প্রফেশনালদের মতো করতে অন্য রকম মজা আছে।

তাহলে, এবার ফটোশপ চালু করে ছবি নিয়ে তৈরি হয়ে যান!

নমুনা ফলাফল


প্রথমে কাঙ্খিত ইমেজ ফটোশপে ওপেন করুন



লেয়ার ডুপ্লিকেট করে নিন



একটি লেয়ার হাইড করে দিন "চোখ" ক্লিক করে



এবার ব্লার (Blur) টুল সিলেক্ট করে নিন




এবার ইমেজের মাঝে রাইট ক্লিক করুন এবং এডজাস্ট করে নিন,
সাইজঃ 228 পিক্সেল
হার্ডনেসঃ 100% 


এবার পুরো ইমেজের ওপর ব্রাশ করে ব্লার করে দিন




এবার উপরের হাইড করা লেয়ারটি ভিজিবল করে দিন এবং রিসাইজ টুল সিলেক্ট করে নিন (ধাপ ১,২) এবং  Show Transform Control অস্পশনে টিক দিয়ে 
Left Alt + Left Shift চেপে ধরে মাউস দিয়ে ইমেজ রিসাইজ করলে ছবি ছোট বড় হবে। তারপর বুঝতেই পারবেন।

ধাপ ১
ধাপ ২


এবার Left Shift + S চাপলেই ইমেজ সেভ করতে পারবেন


আরও পড়ুন

ফটোশপ সিএস৫ এবং ৬ -এ অভ্র কীবোর্ড দিয়ে অনায়সে লিখুন ANSI বাংলা ফন্টে!

ফটোশপ সিএস৫ এবং ৬ -এ অভ্র কীবোর্ড দিয়ে অনায়সে লিখুন ANSI বাংলা ফন্টে!
আসসালামু আলাইকুম,কেমন আছেন?

অনেকদিন পর পর ফটোশপ নিয়ে পোস্ট করি।
তো বাবা ফটোশপ, তুমি কি রাগ করেছো? :ভি

আচ্ছা, আপনারা যারা ফটোশপ ব্যাবহার করেন তারা নিশ্চয়ই বর্তমানে সিএস৫ বা ৬ ভার্সনে আছেন। আসলে মডার্ন পোলাপান এই দুইটাই এখন চালায়, বেশিরভাগ বুড়োরাই পুরনো ভার্সন গুলো চালান। আর কিছু বলবো না, হাজার হোক তাদের নাড়ির টান :P



ফটোশপে আমাদের যে জিনিসটায় এখন সবচেয়ে বেশি ঝামেলায় পরতে হয় তা হল বাংলা লেখা। সেখানে সব লেখা অভ্র দিয়ে ইউনিকোডে লিখতে ফন্ট ভেঙ্গে যায়।

ভাঙ্গা বাংলা ইউনিকোড

এখন আগে আপনাকে অভ্র কীবোর্ড সেটআপ করতে হবে।
এখান থেকে ডাউনলোড করে নিন, অফিসিয়াল সাইট

এবং আপনার কিছু বিজয় ফন্ট লাগবে। সেটা গুগলে পেতে পারেন আমি এই টিউটোরিয়ালে chandrabotiMJ ব্যাবহার করেছি। এই ফন্ট এখানে পাবেন।
Jump To Tutorial Video
এছাড়া সিয়াম রূপালী ও কালপুরুষ ফন্টের এএনএসআই ভার্সন অভ্র কীবোর্ডের সাথেই আছে। মানে সেটআপের সাথেই পাবেন।

এখন ফটোশপ খুলুন।


এবং যেকোনো ইমেজ খুলুন বা নতুন তৈরি করুন। এবং সেখানে টেক্সট টুল সিলেক্ট করে একটি টেক্সট এরিয়া তৈরি করুন।




এখন স্টার্ট মেনুর ডান পাশের নোটিফিকেশন আইকন এরিয়া থেকে অভ্র কীবোর্ডে রাইট ক্লিক করে Tools তারপর Unicode to Bijoy Text Converter সিলেক্ট করুন। এরপরের কাজ কি বুঝতেই পারছেন! আপনার পছন্দের লেখা অভ্র দিয়ে লিখে বিজয়ে কনভার্ট করুন।



এখন আপনার বিজয়ে কনভার্ট করা লেখা কপি করে নিন Ctrl + C চেপে।





এবং সেই কনভার্ট করা লেখা ফটোশপের মাঝে খোলা টেক্সট এরিয়ায় পেস্ট করে দিন। ঠিকমতো ফন্ট সিলেক্ট না করা থাকলে হিজিবিজি কোড দেখাবে।





এখন কোনও বিজয় ফন্ট সিলেক্ট করে দিলেই হবে, তবে তার আগে পুরো টেক্সটটা সিলেক্ট করে রাখবেন। নাহলে কাজ হবে না!




এখন ইচ্ছে মতো স্টাইল দিন বা মডিফাই করুন!



দেখুন ভিডিও টিউটোরিয়াল!



আরও পড়ুন

ফটোশপে নিজের স্কেচ নিজেই বানান

ফটোশপে নিজের স্কেচ নিজেই বানান
আসসালামু আলাইকুম,

কেমন আছেন? আজ আপনাদের সিম্পল একটি ফটোশপ টিউটোরিয়াল দেবো।

আজ আপনাদের শিখিয়ে দেবো কিভাবে ফটোশপ দিয়ে ছবিকে স্কেচ বানিয়ে ফেলবেন।




দরকারি ছবি ওপেন করুন।



Ctrl+J চাপুন ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট করতে,



তারপর Ctrl+ Shift+U চেপে কালার রিমুভ করে দিন, এতে ছবি সাদা কালো হবে।



আবার Ctrl+J চাপুন এবং আরেকটি লেয়ার বানান, তারপর Ctrl+I দিয়ে কালার উল্টে দিন বা ইনভারট করে দিন।



ব্লেন্ড মোড বদলে Color Dodge করে দিন।




এই অপশন সিলেক্ট করে দিন Filter>Blur> Gaussian Blur এবং Radius 8px করে ওকে ক্লিক করুন।





Ctrl+Shift+Alt+E দিয়ে নতুন একটি লেয়ার মারজ করুন, এবং Ctrl+J দিয়ে কপি করুন।

 ব্লেন্ড মোড মাল্টিপ্লাই করে দিন,এখন Ctrl + J দিয়ে লেয়ার বারবার কপি করতে পারেন স্কেচের লাইন স্ট্রং করতে।

 সবচেয়ে উপরের লেয়ার হাইলাইট করুন, Shift চেপে ধরে background লেয়ারের আগের লেয়ারে ক্লিক করে সব লেয়ার সিলেক্ট করুন এবং Ctrl+E দিয়ে মারজ করে নিন। 


এখন Shift+Ctrl+S চেপে ইমেজ সেভ করে দিন





আরও পড়ুন

মোট পাতাদর্শিত