সফটওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সফটওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মনিটরের eye strain কমানোর সফটওয়্যার f.lux

মনিটরের eye strain কমানোর সফটওয়্যার f.lux
আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
আমরা হয়তো এই ব্যাপারটা ফেইস করি সবচেয়ে বেশি। অনেকে যেমন কেবল মুভি বা গেইম দেখে বা খেলে সময় পাস করে, আমাদের মতো ব্লগার বা প্রোগ্রামারদের লম্বা সময় কম্পিউটারের মনিটরের সামনে বসে থাকতে হয়।


তাই আমাদের অনেকেরই চশমা নেওয়া দরকার হয়ে পড়ে।
এজন্যে যেমন আমাদের চোখ ক্লান্ত হয়ে পড়ে, তেমনি চোখে নানা সমস্যা দেখা দিতে থাকে। এছাড়া আমাদের মতো মানুষদের অনেক সময় ঘুম বেশি লাগে। সবই মনিটরে লম্বা সময় কাজ করার জন্য।   
এখন সবারই এই সমস্যা দেখা যাচ্ছে।

এজন্যে মনিটরের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং গামা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আমাদের মনিটরের হ্যালোজেন ইফেক্ট ব্যাবহার করা যেতে পারে। এই সম্পর্কে আমি একটা পোস্ট লিখেছিলাম, এখানে পাবেন। 

এজন্যে আপনি মনিটরের লাইটিং কন্ট্রোলের জন্য এই অ্যাপ ইউজ করে দেখতে পারেন।



ফ্লাক্স দিয়ে আপনি খুব সহজেই মনিটরের আলো কন্ট্রোল করতে পারবেন।এটা মনিটোরের ব্লু বা নীল আলোর পরিমান কমিয়ে দিয়ে থাকে।
এই সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি।
ফ্লাক্স আপনার বর্তমান লোকেশন জানতে চাইবে। আপনি যদি লিখে দেন ঢাকা, বাংলাদেশ। সে খুজে দেখবে ঢাকায় সূর্যগ্রহণ ও সূর্যাস্ত কখন। সেই অনুযায়ী সে মনিটরের আলো কমিয়ে দেবে। আপনি আবার কতটুকু কমাতে বা বাড়াতে হবে তা নিরধারন করে দিতে পারবেন। ব্যাবহার খুবই সহজ। এছাড়া ট্রাঞ্জিশন অন করে রাখলে আপনি টের পাবেন না কখন আলো কমে গেলো বা বেরে গেলো। বেশ কাজের সফটওয়্যারটি।

ডাউনলোড করে নিন।
আরও পড়ুন

সহজেই Windows bat file থেকে exe ফাইলে কনভার্ট করুন | Bat to EXE Converter

সহজেই Windows bat file থেকে exe ফাইলে কনভার্ট করুন | Bat to EXE Converter
আসসালামু আলাইকুম,

আমরা অনেকে নানা কাজে ব্যাট কম্যান্ড বা উইন্ডোজ ব্যাচ কম্যান্ড ব্যাবহার করি। এই ব্যাট ফাইল কিন্তু আমরা খুব সহজেই এক্সিকিউটেবল অ্যাপলিকেশন হিসেবে কম্পাইল করা যেতে পারে। 
এরকমই একটি অ্যাপলিকেশন bat to exe converter



এর গুই (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস) দিয়ে আপনি খুব সহজেই ব্যাট ফাইল লোড করে ইএক্সই কনভার্ট করতে পারবেন। এছাড়া ভেতরে এডিটর দিয়ে ব্যাট কম্যান্ড লিখেও নিতে পারবেন। পারবেন আইকন আড করতে। 
ব্যাট কম্যান্ড যেহেতু কালো স্ক্রিন বা টার্মিনাল দিয়ে ওপেন হয়, সেটাকেও ইনভিজিবল করে দিতে পারবেন। এছাড়া অ্যাপ এনক্রিপ্ট করে রাখতে পারবেন। ভেতরে কোন অতিরিক্ত ফাইল অ্যাড করতে পারবেন, মানে আনুসঙ্গিক ডাটা ফাইল। যেটা তাকে রান করতে সাহায্য করতে পারে। এছাড়া ইএক্সই ফাইলের ভারসন ইনফরমেশন বা মেটা ইনফরমেশন আপনি ইনক্লুড করতে পারবেন। যেমন, ডেসক্রিপশন, ভার্সন, নাম, কপিরাইট ডাটা ইত্যাদি। অ্যাপলিকেশনটি সম্পূর্ণই ফ্রি, Download করে নিন।
আরও পড়ুন

notepad ++ | ফ্রি জিএনইউ সোর্স কোড এডিটর

notepad ++  |  ফ্রি জিএনইউ সোর্স কোড এডিটর
আসসালামু আলাইকুম,
না, উইন্ডোজের নোটপ্যাডের মতো এই নোটপ্যাড না। 
যথেষ্ট উন্নত এটি।
মজার ব্যাপার হল, এটা দিয়ে প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা যায়। এবং প্রয়োজনে প্লাগিন যোগ করে কম্পাইল করা যায়। এটা বাংলাও সাপোর্ট করে, সাবালাইমের মতো ভেঙ্গে যায় না। ফলে বাঙ্গালী ওয়েবসাইট ডিজাইন করা সহজ হবে।
এছাড়া এতে ইচ্ছামতো থিম পরিবরতন করা যায়। এমনকি ফন্টও পছন্দমতো নেওয়া যায়।




এছাড়া বিভিন্ন এনকোডিং থেকে ডিকোডিং করার অপ্সন রয়েছে এতে। এতে আপনি এঙ্ক্রিপ্টেড কোন কোড ভাংতে পারবেন।
কোন ডাটা ভুলে সেভ না করলেও সমস্যা নেই, প্রতি মুহুরতেই এটি অটোসেভ করতে থাকে।
ওয়েবডিজাইন বা প্রোগ্রামারেরা বিশেষ সুবিধা পাবেন যে, কোন ফাংশান বা ট্যাগ লেখার আগেই চলে আসে, টেক্সট সাজেশানের মতো। 




আরও পড়ুন

Digital Regional Dictionary of Bangladesh | Open Source

Digital Regional Dictionary of Bangladesh | Open Source


আসসালামু আলাইকুম,

আমার ওয়েব ডেভেলপার ফার্ম হলেও এই ডেস্কটপ অ্যাপলিকেশনকে ওয়েব অ্যাপ বললে ভুল হবে না, কারণ এটা এইচটিএমএল দিয়ে লেখা।



বাংলাদেশের প্রথম আঞ্চলিক ভাষার অভিধানের ডিজিটাল সংস্করণ, সম্পূর্ণ ওপেন সোর্সে এবং সহজ প্রোগ্রামিং-এ ডেভেলাপ করা এইচটিএমএল ৫ কম্পিউটার প্রোগ্রাম।

ফিচার হিসেবে মূলেই আছে ভয়েস! মানে টকিং ডিকশনারি। এছাড়া শব্দ সার্চ ফিচার এখন আসেনি।




ডেভেলাপ করেছে জিআর+ বাংলাদেশ গ্রুপের তাওসিফ তুরাবি, মাহমুদুজ্জামান কমল এবং আব্দুল্লাহ আল জিম। কণ্ঠ দিয়েছে তালহা।





সিস্টেম কনফিগারেশন

  • প্রসেসরঃ 1.0 Ghz
  • র‍্যামঃ 1 GB (80 MB ফ্রি থাকা লাগবে)
  • হার্ড ড্রাইভঃ 18.6 MB
  • অপারেটিং সিস্টেমঃ Windows 7, 8, 8.1, 10
  • flash Player সর্বশেষ আপডেট
  • ইন্টারনেট এক্সপ্লোরার ১১ বা, তার ওপর আপডেট থাকা লাগবে


লাইসেন্স


Digital Regional Dictionary of Bangladesh by GR+ Bangladesh is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.


এই প্রোগ্রাম ওপেন সোর্স, এর কোনও কপি বিক্রয় আইনত দণ্ডনীয়। এর ক্রেডিট অংশ বাদে সকল অংশ সম্পাদনাযোগ্য এবং বিনামুল্যে প্রকাশযোগ্য।

প্রোগ্রামিং


যেসকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, SDK এবং কনভার্টার ব্যাবহার হয়েছে,

  • Adobe Photoshop™ CS5
  • Javascript
  • CSS3
  • HTML5
  • JQuerry
  • Microsoft™ Command Line to Executable Application interpreter
  • Notepad++™ GNU Source Editor
  • Sublime™ text 5
  • Adobe Flash™
ট্রেইলার এবং ইন্সটাল করার টিউটোরিয়াল দেখুন এখানে



গ্যালারী

আমাদের প্রোজেক্ট ও তার কিছু ছবি














আরও পড়ুন

সুপার স্পীডে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন : Youtube Downloader HD

সুপার স্পীডে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন : Youtube Downloader HD
আসসালামু আলাইকুম,কেমন আছেন সকলে?
ইউটিউব যে দুই বেলা ভাত খাওয়ার মতো সেটা বলা লাগে না। তবে পছন্দের কন্টেন্ট, মুভি ডাউনলোড করে রাখতে পারলে আর ভালো লাগে, তাই না?

ডাউনলোড স্পিড কেমন? কম হলেও সমস্যা নেই।
এই সফটওয়্যার দিয়ে ৫০০ কেবিপিএস বা তারও বেশি গতিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন। সিম্পল ডাউনলোড আর সেটআপ ফাংশন।



এখনি ডাউনলোড করে নিন,

http://www.youtubedownloaderhd.com/
আরও পড়ুন

আসুন এবার মেসেজে স্প্যাম করি, Easy Spamming দিয়ে!

আসুন এবার মেসেজে স্প্যাম করি, Easy Spamming দিয়ে!
আসসালামু আলাইকুম,

লিখি তো লিখি না, কিছু মনে করবেন না। এখন থেকে ঠিক করেছি প্রতিদিন একটা ব্লগ পোস্ট করবো, একাধিক নয়। সময় পেলে অবশ্যই একাধিক করবো। এসএসসি- এর প্রস্তুতি আগে থেকেই নেওয়া লাগবে। এছাড়া স্কুলের পরীক্ষার চাপে আছি।



এখন আজকে আর কিছু সিরিয়াসলি নেবো না। বন্ধুদের সাথে একটু মজাই করি, কি বলেন?

আসুন আজকে বন্ধুদের স্প্যামিং করি। না, কোনও স্ক্রিপ্ট নয়।
তবে একটা কথা বলতে হচ্ছে আপনাদের, ফেসবুকের সিকিউরিটি আরও উন্নত করা হয়েছে।
আরও উন্নত লগিন এপ্রুভালের সাথে ইন্সপেকশন টুল এবং ডেভেলপার টূল থেকে এক্সটারনাল জাভা স্ক্রিপ্ট আর চালান যাবে না।

এর মানে আমরা আর একসাথে ফ্রেন্ড ইনভাইট, ফ্রেন্ড রিকুয়েস্ট এই জাভা স্ক্রিপ্ট গুলো ব্যাবহার করতে পারব না। দুঃখের কথা :'(

এবার আমরা ডেস্কটপ দিয়ে কোনও মেসেঞ্জার বা ফেসবুকে যেকোনো বন্ধুকে স্প্যাম করতে পারবেন। তবে বলে রাখি, কোনও মেয়েকে স্প্যাম করে ডিস্টার্ব করবেন না, সেক্ষেত্রে আমি দায়ি না। কারও ক্ষতি করবেন না।

ডাউনলোড লিঙ্ক পোস্টের শেষে আছে। ডাউনলোড করে ওপেন করুন। এবার একটা ইন্টারফেস পাবেন এরকম।
এবার স্টেপগুলো মনোযোগ দিয়ে অনুসরন করুন,
  1. Enter Your Message বক্সে যে মেসেজ স্প্যাম করবেন তা লিখুন
  2. এবার স্টার্ট (Start) লেখা বাটনে চাপ দিন।
  3. এবার যেই মেসেজে স্প্যাম করবেন তাতে ক্লিক করুন, মানে ধরুন ফেসবুকে যেখানে মেসেজ লিখবেন ওখানে খালি মাউস কার্সর দিয়ে ক্লিক করুন।
  4. এবার দেখুন মজা!
  5. বন্ধ করতে চাইলে স্টপ (Stop) বাটনে চাপ দিন।




আরও পড়ুন

দ্রুত ফাইল শেয়ার করুন ল্যান বা রাউটার দিয়েঃ D LAN

দ্রুত ফাইল শেয়ার করুন ল্যান বা রাউটার দিয়েঃ D LAN
আসসালামু আলাইকুম,
অনেকদিন বড় পোস্ট করি না।ভাববেন না যে আর করবো না, আসলে ক্লাস টেনের ভার সামলাতে একটু কষ্ট হচ্ছে।

যাই হোক, আজ আরেকটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
এটা হল ডি ল্যান (D Lan)



এটা একটা মজার সফটওয়্যার, প্রয়োজনীয় বটে!

এর মাধ্যমে দুইটা কম্পিউটার যদি ল্যান পোর্ট ক্যাবল বা রাউটার কানেক্টেড থাকলে ৫০ এমবিপিএস বা আরও দ্রুত ফাইল ট্র্যান্সফার ও চ্যাট করা যায়।
এছাড়া পুরো পৃথিবীর অন্য প্রোগ্রামের সাথে চ্যাটের সুবিধা আছে।
এবং ওপেন সোর্স!!!
কোনও গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছাড়া চলতে পারে, এবং দুই রকম গুই আছে এতে।

এটি পুরোপুরি ফ্রি!

ডাউনলোড করুন

আরও পড়ুন

আপনার হার্ডডিস্ক রাখুন স্বাস্থ্যবানঃ Wise Disk Cleaner

আপনার হার্ডডিস্ক রাখুন স্বাস্থ্যবানঃ Wise Disk Cleaner
আসসালামু আলাইকুম,কেমন আছেন?
আপনাদের যাদের পিসি স্লো হয় তবে এটা একটা সমাধান হতে পারে।



ওয়াইজ ক্লিনার গ্রুপ তাদের রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যারটি কিছুদিন আগে আপডেট করেছে।
আমি যখন ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনারের রিভিউ লিখছিলাম তখন এর ৮তম সংস্করণ চলছিলো।

কিছুদিন আগে এর ৯ম সংস্করণ রিলিজ পেয়েছে।

এখন আপনাদের পরিচয় করিয়ে দেবো ওয়াইজ ডিস্ক ক্লিনারের সাথে।

এই সফটওয়্যারটি সহজেই আপনার হার্ড ডিস্ক থেকে জাঙ্ক ফাইল, টেম্প ফাইল, ক্যাশে ডাটা, আন ইউজড ডাটা ইত্যাদি খুঁজে বের করে আপনাকে নটিফাই করে এবং রিমুভ করে দেয়।

এছাড়া এটি আপনার ডিস্ক ক্লিনাপ আর ডি - ফ্রাগ্মেন্টের কাজ করে।

ডি ফ্রাগ্মেন্ট করলে আপনার হার্ড ডিস্কের ফাইলগুলো একটা সহজ অ্যালগরিদমে সাজানো থাকে, এতে হার্ড ড্রাইভ হ্যাং করে কম এবং পিসি চলে আরও গতিতে।

ডাউনলোড করে নিন 
আরও পড়ুন

সেরা কমপ্রেসর সফটওয়্যারঃ 7-Zip

সেরা কমপ্রেসর সফটওয়্যারঃ 7-Zip
সেভেন জিপ হল বর্তমানে উইনরারের চেয়ে বেশি জনপ্রিয় এবং ফ্রি একটি প্রোগ্রাম।
আমি নিজেই এর কম্প্রেশন মেথড দেখে মুগ্ধ হয়েছি। এতে উইনরারের সকল সুবিধাই পাবেন।
দাম মাত্র ৳০!



হুম! আর এর কম্প্রেশন অত্যন্ত শক্তিশালী! আমি ২ গিগাবাইটের একটি গেইম ফাইল ৯৯৮ মেগাবাইটে নিয়ে এসেছি কেবল
সেভেন জিপ ব্যাবহার করে। সেভেন জিপে আছে সাতটি আর্কাইভ কমপ্রেশন ফরম্যাট!
  • 7z
  • zip
  • xz
  • wim
  • gzip
  • tar
  • bzip2


এদের মধ্যে 7z এবং tar ফরম্যাটের কমপ্রেস সবচেয়ে বেশি শক্তিশালী। এর ফলে ফাইলের সাইজ অনেক কমে আসে এবং ইন্টারনেট ও সিডি শেয়ারে সুবিধা পাওয়া যায়।



রয়েছে দুটি এনক্রিপশন মেথড। এতে আপনি আপনার ফাইলে বা জিপ করা ফাইলে পাসওয়ার্ড দিতে পারবেন।
দুটি মেথড হল ZipCrypto এবং AES-256

এছাড়া আছে ডিকশনারি ও ওয়ার্ড কম্প্রেশন মেথড!

এছাড়া আছে ফাইল স্প্লিটার সুবিধা! মানে আপনার ফাইল আপনি অনেকগুলো আলাদা ফাইলে ভেঙ্গে বিভিন্ন জায়গায় আপলোড করতে পারেন। এবং আবার সেই ফাইল গুলো একই ডিরেক্টরিতে পেস্ট করে আবার একত্র করতে পারবেন।

তবে ডাউনলোড করে নিন! (অফিসিয়াল ওয়েবসাইট)






আরও পড়ুন

অসাধারণ একটি ব্রেডবোর্ড সার্কিট ডিজাইন করার ফ্রি সফটওয়্যারঃ fritzing

অসাধারণ একটি ব্রেডবোর্ড সার্কিট ডিজাইন করার ফ্রি সফটওয়্যারঃ fritzing
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আমি অনেক আগেই বলেছি এখানে ইলেক্ট্রনিকস বিভাগে কেউ লিখতে চাইলে তাকে সাদরে গ্রহন করে নেওয়া হবে। তবে সেই পোস্ট গুলো হতে হবে মান সম্পন্ন এবং বোধগম্য।


যাইহোক, যারা লিখতে চান তারা এই ঠিকানায় মেসেজ দিয়ে ইনভাইট নিতে পারেন facebook.com/grplusbd
তো আমার এই পোস্ট কি ইলেক্ট্রনিকস বিভাগে দেবো না সফটওয়্যার বিভাগে দেবো তা নিয়ে আমি নিজেই প্রশ্নবিদ্ধ। তাই কোনও কনফিউশন না রেখে দুই বিভাগেই দিলাম।



আপনারা যারা ইলেক্ট্রনিকস স্টুডেন্ট, প্রফেশনাল, হবিস্ট বা ব্লগার, সকলেই আশা করি স্কিমেটিক বা ডায়াগ্রাম আঁকেন, আঁকার চেস্টা করেন বা আঁকবেন ভাবছেন। অনেকে সফটওয়্যারের ঝামেলায় না যেয়ে সরাসরি কাগজে একে স্ক্যান করিয়ে নেন। তবে কম্পিউটারে আঁকলে ভুল হবে কম, হলেও শোধরানো যাবে, এবং দেখতে আকর্ষণীয় লাগে।



এর জন্য ভালো একটি সফটওয়্যার হল ফ্রিটজিং!
ফ্রিটজিং একটি ফ্রি সফটওয়্যার। এখনো এর বেটা সংস্করণ চলছে। মানে বাগিং – ডিবাগিংএর প্যাঁচাল।
যাই হোক, প্রটিয়াস বা সার্কিট উইজার্ড থেকে আমার এটিই বেশি পছন্দ। প্রটিয়াস কিনতে আপনাকে ২৯৯ ডলার (৩০০ বললে পাবলিক বেশি দামি মনে করে, আমরা অনেক বোকা) আমার মতো এই সাধারন বাংলাদেশি ছেলের হয়তো ২৯৯ ডলার যোগাড় করা সম্ভব নয়। তাই ফ্রিই আমাদের ভরসা।



ফ্রিটযিং নানা ভাষায় ব্যাবহার করা যায়। মজার ব্যাপার হল এর ডেভেলপাররা এতে বাংলা ভাষায় রুপান্তর করে দিয়েছেন, মানে এর ল্যাঙ্গুয়েজ অপ্সন থেকে আপনি বাংলা চয়েজ করতে পারবেন।


ফ্রিটজিঙ্গে আপনি ব্রেডবোর্ডের মতো হুবহু পার্টস সিলেক্ট করে সার্কিট বানাতে পারবেন, তবে এখনো এতে সিমিউলেশন সুবিধা দেওয়া হয় নি।
সেই ব্রেড বোর্ডের বানানো সার্কিটের অনুকরণে ফ্রিটজিং নিজেই পিসিবি ডিজাইন করে দেবে এমনকি একটা ডায়াগ্রাম বানিয়ে দেবে। পিসিবিএর পাথ বা রাস্তা আপনাকে আঁকতে হবে না, সেটাও অটোম্যাটিক হবে!



আর আছে প্রচুর যন্ত্রাংশ, সবই ২ডি রেস্পন্সিভ কার্টুন করে বানানো, দেখলেই আপনার সার্কিট বানাতে ইচ্ছে করবে।
এছাড়া আপনার সার্কিট আপনি পিএনজি, টিজিএ, জেপিজি বা এসভিজি(রেস্পন্সিভ ওয়েব ফরম্যাট) তে রূপান্তর করে আউটপুট নিতে পারবেন। এছাড়া আপনি ফ্রিটজিং ওপেন করলেই ওদের ফোরামে ও ব্লগে সরাসরি পোস্ট করতে। এমনকি আপনার বানানো সার্কিট অনলাইনে সরাসরি শেয়ার করতে পারবেন।


তবে এখনই ডাউনলোড করে নিন!

এই লিঙ্কে যান ডাউনলোড করতে, অফিসিয়াল সাইট



টিউটোরিয়াল খুব শীঘ্রই আসবে।
আল্লাহ হাফেজ...


... ... ... ... ... ... ... 
আরও পড়ুন

গেইম ডাটা হ্যাক করার অসাধারণ একটি টুলঃ Cheat Engine

গেইম ডাটা হ্যাক করার অসাধারণ একটি টুলঃ Cheat Engine
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আশা করি ভালো আছেন।


আপনাদের জন্য একটি গেইম হেক্স ভ্যালু এডিটর নিয়ে এলাম।
এটা দিয়ে আপনি যেকোনো গেইমের ভেতরের নাম্বার, পয়েন্ট বা ভালু এডিট করতে পারবেন।
আসলে এটা এমন একটা টুল যা একটা মেমরি অ্যাড্রেস থেকে কোনো অ্যাপলিকেশনের ব্যাবহার করা কোনও ভ্যালু, নম্বর বা হেক্স পরিবর্তিত করে আপনার বা ইউজারের পছন্দসই ভ্যালু বসিয়ে দেয়। এতে অ্যাপ্লিকেশনটি যখন তার নির্দিষ্ট মেমরি অ্যাড্রেসে হ্যাক করা ভ্যালু দেখতে পায় তখন তার কিছুই করার থাকে না সেই ভ্যালু গ্রহন করা ছাড়া। কেননা সে কম্যান্ড নিতে বাধ্য হতেই প্রোগ্রাম করা।



এই টুল সবসময় অ্যাডমিন এক্সেস নিয়ে রান করতে চাইবে, না হলে সে মেমরি অ্যাড্রেস ভ্যালু বদলাতে পারবে না, ফায়ারওয়াল তাকে ব্লক করে দেবে।
এর নাম চিট ইঞ্জিন। ইংরেজিতে Cheat Engine.
এর দ্বারা আমি আইজিআই সিরিজ, জিটিএ সিরিজ, নিড ফর স্পীড সিরিজ হ্যাক করতে পেরেছি।
এর দ্বারা আপনি GTA সিরিজের ভাইস সিটি গেইমের পয়েন্ট বা মানি হ্যাক করতে পারবেন। এছাড়া নিড ফর স্পীড সিরিজের মোস্ট ওয়ান্টেড ২০০৫ গেইমের মানি ব্যাল্যান্স হ্যাক করতে পারবেন।


এখন আপনি ডাউনলোড করে নিন, তারপরেই পাবেন টিউটোরিয়াল।
ডাউনলোড লিংক অফিসিয়াল)


ডাউনলোড লিংক গুগোল ড্রাইভ)
(উপরের ভার্সনটি ৩২ বিটের জন্য, তবে ফোল্ডারে ৬৪ বিটের অ্যাপলিকেশন আছে)
এখন চিট ইঞ্জিন ফোল্ডার ওপেন করে আপনার পিসি এর প্রয়োজন অনুসারে প্রোগ্রাম চালু করুন। সাধারণত Cheat Engine.exe দিয়ে চালু করা হয়।
সেটা দিয়ে চালু না হলে অপশনাল অ্যাপলিকেশন গুলো দিয়ে চালাতে পারেন।
যেমন,
  • cheatengine-x86_64.exe (৬৪ বিটের জন্য)
  • Cheat Engine.exe (৩২ বিটের জন্য)


এখন আপনার যে গেইম হ্যাক করবেন তা ওপেন করে গেইম খেলতে শুরু করুন। ১ থেকে ২ মিনিট খেলে পজ দিয়ে মিনিমাইজ করে চিট ইঞ্জিনে যান এবং উপরের রঙ বদলাতে থাকা বাটন থেকে আপনার গেইমের অ্যাপলিকেশন সিলেক্ট করুন।



এবার আপনার গেইমের যে ভ্যালু বদলাবেন তা যেনে নিন, যেমন আপনার জিটিএ ভাইস সিটিতে টাকা আছে ৫৪,০০০ ডলার। তো আপনার ভ্যালু হবে ৫৪০০০, মানে 54000
সেই ভ্যালু ‘ভ্যালু বারে’ বসিয়ে দিন এবং ফার্স্ট স্ক্যান দিন।



এখন যেসব মেমরি অ্যাড্রেস সবুজ হয়ে দেখা দিবে সেগুলো প্যানে নিয়ে আসুন।



এখন কন্ট্রোল + এ চেপে সব গুলো প্যানের অ্যাড্রেস সিলেক্ট করে রাইট ক্লিক করুন, চেঞ্জ রেকর্ড এবং ভ্যালু সিলেক্ট করুন।



এখানে আপনার কাঙ্খিত পয়েন্টের এমাউন্ট বসাবেন। তবে ভেবেচিন্তে!
ভাইসসিটি গেইম ৯৯৯৯৯৯৯৯৯ বা নয় ডিজিটের বেশি হলে ক্রাশ করবে! এবং অন্যান্য গেইমও একটু দেখে শুনে ভ্যালু চেঞ্জ করবেন।


তারপরে সব অ্যাড্রেস আক্টিভ করে দিন।
কাজ শেষ!
এখন গেইম চালু করে মজা নিন!

আরও পড়ুন

নিয়ে নিন অসাধারন একটি হটস্পট তৈরির সফটওয়্যারঃ OSToto Hotspot

নিয়ে নিন অসাধারন একটি হটস্পট তৈরির সফটওয়্যারঃ OSToto Hotspot
আসসালামু আলাইকুম,

কেমন আছেন প্রত্যেকে? মন বলছে ভালো আছেন।

তো আশা করি এই পোস্টের ৭০ ভাগ পাঠক ল্যাপটপ ব্যাবহারকারি।

কেননা এখানে আমি হটস্পট সফটওয়্যার নিয়ে আলোচনা করছি।



তবে এখানে ডেস্কটপ ব্যাবহারকারি থাকতেই পারেন, হয়তো নিজের এডপ্টারের প্রয়োজনে বা কৌতুহলে।

যাই হোক, আপনারা নিশ্চয়ই My WIFI Router, mHotspot ইত্যাদি সফটওয়্যার ব্যাবহার করেছেন।

এবং এটাও জানেন এই সফটওয়্যার গুলো নামজাদা হলেও কাজে ভালো নয়। মানে হটাৎ কাজ করে তো করে না।

এখন আপনাদের একটা চমৎকার হটস্পট মেকার সফটওয়্যার দেব, এক ক্লিকেই পাবেন হটস্পট তৈরির নিশ্চয়তা। 


আর এই প্রোগ্রামে WLAN গেইম তো খেলার ব্যাবস্থা করা যাবেই। আর নিজের ব্রডব্যান্ডের গতি মাপার ফিচার আছে এতে। 



পারবেন সব ডিভাইজ গুলোকে নিয়ন্ত্রণ করতে, তাদের ব্ল্যাক লিস্ট করতে।

এছাড়া উপরে সার্বক্ষণিক ভেসে থাকবে একটা অন স্ক্রিন ফ্লোটিং নোটিফিকেশন আইকন। কখন কোন ডিভাইজ কানেক্ট করছে এটা সেটাই দেখাবে। আর ইচ্ছে করলে আপনি এই অন স্ক্রিন ফ্লোটিং নোটিফিকেশন আইকন সেটিংস থেকে বন্ধ করে দিতে পারবেন।


এছাড়া আছে অন বুট আপ হটস্পট। মানে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বুট আপ করার পর পর হটস্পট চালু হয়ে যাবে।

এছাড়া অনেকে মোবাইলে ল্যাপটপের ওয়াইফাই ব্যাবহার করবেন। এতো লম্বা সময় তো আর কম্পিউটার স্থির হয়ে থাকবে না, হাইবারনেট করবেই। সেটাকে ঠেকানোর জন্য আছে হাইবারনেট শিল্ড।

এছাড়া আপনি যদি ঘুমিয়ে পরেন, তবে পিসি বন্ধ করবে কে?

তাই এতে টাইমার আছে, নির্দিষ্ট সময় পর কম্পিউটার বন্ধ করে দেবে সেই!

আছে স্পিড মিটারও!


এই অসাম অসাম সুবিধার একটা হটস্পট মেকার না ডাউনলোড করলেই নয়, বিশেষ করে যাদের ল্যাপটপে ওয়াইফাই আছে।


তবে আর দেরি কেন? এখনই ডাউনলোড করে নিন!

download.cnet.com/OSToto-Hotspot/3000-18508_4-76454613.html


তবে আজ বিদায়, আসসালামু আলাইকুম...


আরও পড়ুন

নিজের ল্যাপটপকে বানান ওয়াইফাই হটস্পটঃ mHotspot

নিজের ল্যাপটপকে বানান ওয়াইফাই হটস্পটঃ mHotspot


এখন নিজের ল্যাপটপকে বানান ওয়াইফাই হটস্পট।

অনেকের ব্রডব্যান্ড কানেকশান থাকলেও ওয়াইফাই রাউটার থাকে না।

তখন আপনি আপনার ল্যাপটপের বিল্ট ইন ওয়াইফাই আডাপ্টরকে কনভার্ট করতে পারেন একটা লং রেঞ্জ ওয়াইফাই রাউটারে।



এই সফটওয়্যারে আপনি ইচ্ছে মতো ডিভাইস কন্ট্রোল করতে পারবেন।

এমনকি ব্যান্ডউইথও কন্ট্রোল করতে পারবেন।

সফটওয়্যারের নাম এম হটস্পট

ডাউনলোড করে নিন,
http://www.mhotspot.com/download/
আরও পড়ুন

অ্যাডওয়্যার ক্লিনার adw Cleaner

অ্যাডওয়্যার ক্লিনার  adw Cleaner
 আসসালামু আলাইকুম,
সকলকে সালাম জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম।




আপনারা হয়তো অ্যাডওয়্যার এর নাম শুনেছেন?
এটা মূলত বেআইনি ভাবে আপনার কম্পিউটারে অ্যাড প্রদর্শন করে।

এর প্রস্তুতকারকরা এভাবে দেশ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়।

এরা বিরক্তিকরও বটে!
আপনারা সবাই এর দ্বারা কম বেশি আক্রান্ত হয়েছেন।

এরা ভিবিএস স্ক্রিপ্ট হতে পারে, জেএস হতে পারে আবার কোন সার্চ ইঞ্জিন প্লাগিন রূপে থাকতে পারে, যেমন "My Start Search"

এর থেকে বাঁচতে আপনারা এন্টিভাইরাস ইউজ করতে পারেন।
তবে এন্টিভাইরাস কেবল রিয়েল টাইম সুবিধা দেবে। আবার এন্টিভাইরাস কিছু অ্যাডওয়্যার সনাক্ত করতে পারে না।,

এজন্য বর্তমানে অ্যাডওয়্যার ক্লিনার ইউজ হচ্ছে।
অ্যাডওয়্যার ক্লিনার হিসাবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হল "adw Cleaner"
অ্যাডওয়্যার এর শর্টকাট এডিডব্লিউ।



এই ক্লিনার ফ্রি, এবং পোর্টেবল। পুরোপুরি প্লাগ অ্যান্ড প্লে।
এটা নিজের অফলাইন বা সার্ভারের ডাটাবেজ ইউজ করে অ্যাডওয়্যার সনাক্ত করে।

এটা এভিজি এন্টিভাইরাস থেকে শক্তিশালী। (আমার মতে)

তবে আর কথা কেন? ডাউনলোড করে নিন।

আরও পড়ুন

উইনরার

উইনরার
ফাইল জিপ করার জন্য, আর্কাইভ বানানোর জন্য, কমপ্রেস করার জন্য বর্তমানে উইনরার (WinRar) একটি জনপ্রিয় ইউটিলিটি।
এর কমপ্রেশন মেথড, সেলফ এক্সট্রাক্টিং এসএফএক্স বানানোর সুবিধার জন্য সকলে এটি ব্যাবহার করছে।

এছাড়া আপনি এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত আর্কাইভ ফাইলে পাসওয়ার্ড দিতে পারবেন।
এই সফটওয়্যার আলাদা অ্যালগরিদম ব্যাবহার করে অডিও, ভিডিও, টেক্সট ফাইল কমপ্রেস করে।
ফলে ফাইলের আকার সর্বাধিক হারে কমে যায়।



সলিড আর্কাইভিং করে আপনার ফাইল যেকোনো মেথডের চেয়ে বেশি ইউনিক ভাবে কমপ্রেস করতে পারবেন।
কোনও আর্কাইভ জিপ বা রার ফাইল ব্রকেন হয়ে গেলে তা রিকভারি টুলও এখানে আছে।

কোনও একটি ফাইল ভেঙ্গে অনেকগুল ভলিউম বানাতে পারবেন এখানে। সবগুলো ভলিউম একত্র করে তারপর এক্সট্রাক্ট করলে সেই আগের ফাইলে চলে আসবে।

পুরো ম্যানুয়াল পড়াটা প্রয়োজন কারন সেখানে আপনি কোনও সেটআপ অ্যাপলিকেশনের সিনট্যাক্স পাবেন।
এখানে ক্লিক করে ২০ কেবি এর ম্যানুয়ালটি ডাউনলোড করে নিন।

সফটওয়্যারটি ফ্রি নয়, ক্র্যাক ভার্সন দেওয়া হল।

v 3.71


v 4.1.65



আরও পড়ুন

মোট পাতাদর্শিত