বিজ্ঞান প্রোজেক্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিজ্ঞান প্রোজেক্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শ্যাডো সেন্সর

শ্যাডো সেন্সর




আমরা বর্তমানে অনেক রকম সেন্সর ব্যাবহার করি এবং ব্যাবহার করতে দেখি। নানা রকম সেন্সর এখন হাতের নাগালের দামেই বাজারে পাওয়া যায়। তেমনি একটি সেন্সর হল শ্যাডো সেন্সর।

কোনও নির্দিষ্ট যায়গায় কোনও মানুষের বা প্রাণীর নড়াচড়া সনাক্ত করতে শ্যাডো সেন্সর ব্যাবহার করা হয়। অনেকেই কেবল এলডিআর একটি দিয়ে শ্যাডো সেন্সর বানান। তবে এটা পুরোপুরি শ্যাডো সেন্সর নয়।


শ্যাডো সেন্সর প্রোজেক্ট ডায়াগ্রাম




আইসি ৭৪১ ডাটাশিট



এখানে একটি সাধারণ কিন্তু এক কথায় অসাধারণ একটি শ্যাডো সেন্সরের কথা বলা হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে। এটি আলো উপস্থিতি ও অনুপস্থিতি আলাদা করতে পারে।



একটি এলডিআর আলোর মাত্রা ডিফার করে এবং আরেকটি এলডিআর ছায়া ডিটেক্ট করে।

এখানে দুটি ৫ মিলিমিটার সাইযের এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রিসিস্টর ব্যাবহার করা হয়েছে একটি সিমিলার অপ আম্প এলএম ৭৪১ এর সাথে।



নোটঃ

  1. এলডিআর ১ ও ২ কমপক্ষে ১ ইঞ্ছি দূরে রাখতে হবে (LDR1 —— 1 inch —— LDR2)
  2. ডায়োড ডি২ অপশনাল। কেবল পোলারিটি প্রোটেকশন দেওয়ার জন্য এটি।
  3. অ্যালার্মের জায়গায় আমরা রিলে দিয়ে অন্যান্য বড় অ্যালার্ম চালাতে পারি।


আরও পড়ুন

লেজার সিকিউরিটি সিস্টেম

লেজার সিকিউরিটি সিস্টেম




বর্তমানে নিরাপত্তা প্রতিটি স্থাপনার জন্য মুল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এতে অহরহ ব্যাবহার হচ্ছে প্রযুক্তি। এছাড়া কমদামে বা কম খরচে সিকিউরিটি সিস্টেম তেমন পাওয়া যায় না। আমরা তাই যথাসাধ্য খরচ কমানোর চেষ্টা করেছি। তবে আমরা এখনো এর উন্নয়নের কাজ করে যাচ্ছি।

মুল সার্কিটটি চালাতে লাগবে কেবল মাত্র ৫ ভোল্ট। এটি মূলত একটি ফটো রিসিস্টর সুইচ।

ফটো রিসিস্টর হল এলডিআর বা আলক সংবেদী রোধক। এই রিসিস্টর বা রোধক আলোর উপস্থিতিতে রোধ কমে যায় এবং অনুপস্থিতিতে রোধ বেরে যায়। এই ধর্মকে লেজার ও অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে লেজার সিকিউরিটি সিস্টেম তৈরি করা হয়েছে।

এখানে সেন্সর হিসেবে আছে এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রিসিস্টর। অর্থাৎ এটি এমন একটি রোধ যা আলোর উপস্থিতির উপর নির্ভরশীল। যখন এর ওপর আলো থাকে না তখন এর রোধের মান প্রায় ১০ মেগা ওহম ছাড়িয়ে যায়। আর আলো পড়লে এই রোধ নাটকীয় ভাবে কমে আসে।

এখানে সুইচিং ট্রাঞ্জিস্টর হিসেবে রয়েছে পিএনপি ট্রাঞ্জিস্টর যার মান হল BC547 । এখানে ট্রাঞ্জিস্টর বেসে পজিটিভ কারেন্ট রেইল থেকে এলডিআর এবং নেগেটিভ রেইল থেকে

১০০ কিলো ওহম পরিবর্তনশীল রোধ বা পটেনশিওমিটার শর্ট করা হয়েছে বা, সংযুক্ত করা হয়েছে।

যখন লেজার বীম থেকে লেজার রশ্মি এলডিআর এর সেন্সর প্যাডে পরে তখন ট্রাঞ্জিস্টরের বেসে নেগেটিভ কারেন্ট প্রবাহিত হয় এবং সেই সাথে রিলে বা ইলেক্ট্রো-ম্যাগনেটিক সুইচে

পাওয়ার যেতে পারে না, যখন লেজার বীম আর এলডিআর এর মাঝে কোনও বাঁধা আসে, তখন নেগেটিভ প্রবাহ বন্ধ হয়ে যায় ও পজিটিভ প্রবাহ চালু হয়। এতে রিলে একবার সুইচ করে। এই সুইচ করার সাথে সাথে ৫৫৫ টাইমার আইসি চালু হয়ে যায় এবং অ্যালার্ম বেজে ওঠে ও আলো জ্বলে ওঠে!





রেফারেন্সঃ


www.blogger-tawsif.ga
www.grplusbd.cf












Costs:
Vero Board
1 pcs
25 tk
LED Red
1 pcs
2 tk
Resistor 2.2kΩ
1 pcs
2 tk
Transistor pnp BC547
1 pcs
5 tk
Diode pn 4007
1 pcs
5 tk
Buzzer 8Ω
1 pcs
30 tk
Relay Switch 6v
1 pcs
30 tk
IC NE555
1 pcs
30 tk
Capacitor 4µF 25v
1 pcs
5 tk
Capacitor 10µF 25v
1 pcs
5 tk
1k Ω Potentiometer
1 pcs
5 tk
100k Ω Potentiometer
1 pcs
5 tk
LDR
1 pcs
20 tk
Soldering
1 gauge
10 tk
Wiring
1 gauge
5 tk
Laser Diode
1 pcs
50 tk
LED White
1 pcs
2 tk
Resistor 100 Ω
1 pcs
2 tk





আরও পড়ুন

ইনফ্রারেড বেসড সিকিউরিটি সিস্টেম

ইনফ্রারেড বেসড সিকিউরিটি সিস্টেম

আইআর সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম যেকোনো মুভমেন্ট সনাক্ত করে অ্যালার্ম বাজাতে পারে। এই সার্কিটটি ব্যাংক, হাসপাতাল, অফিস, বাসাবাড়ি বা যেকোনো স্থানে ব্যাবহারযোগ্য।

এই সার্কিটটি একটি আইআর বা ইনফ্রারেড সেন্সর বেস করে বানানো হয়েছে যেখানে একটা ফটো ডায়োড অবিরত ভাবে একটি আইআর সেন্সরের ওপর আইআর আলকরশ্মি ফেলতে থাকে। যখনই কোনও কিছু এই অবিরত আলক রশ্মি ভেঙ্গে দেয় তখনি অ্যালার্ম বেজে ওঠে। এই আলো মানব চোখে অদৃশ্য।

আইআর সেন্সর মূলত একটি আইআর এলইডি ও ফটো ডায়োড দিয়ে গঠিত।এখানে আইআর এলইডি আইআর আলো নিঃসরণ করে এবং সেন্সর কেবল আইআর আলো সেন্স করে।ফটো ডায়োড রিভার্স বায়াসে কারেন্ট কন্ডাক্ট করে। যখন এর ওপর আইআর আলো পরে তখন এর বায়াস বদলে যায় এবং প্রবাহি হয়ে ওঠে। এই ভোল্টেজের পরিবর্তন ভোল্টেজ কম্পারেটর দ্বারা সনাক্তকরন হয় এবং সেই অনুযায়ী আউটপুট আসে।

আমরা এই সার্কিটে একটি আইআর ডায়োড একটি আইআর সেন্সরের সামনে রেখেছি যাতে অবিরত আলো তার ওপর পড়তে পারে। যখন কেউ বা কোনও কিছু এই বিমের মাঝে আসে তখন আলো চলাচল বাধাগ্রস্থ হয় এবং অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম কিছুক্ষন পর নিজেই থেমে যায় কারন এখানে ৫৫৫ টাইমার আইসি কে মনেস্টেবল মোডে দেওয়া আছে।

এই সার্কিট লেজার দিয়েও তৈরি করা যায়, কিন্তু আইআর ভালো। কারন আইআর ডায়োড মানব চোখে অদৃশ্য।


যন্ত্রাংশ,


  • · IR pair (IR LED and Photodiode)
  • · 555 timer IC
  • · IC LM358
  • · Resistor 100, 10k, 100k, 330, 220 ohm
  • · Capacitor 10uF
  • · Variable resistor – 10k
  • · Buzzer
  •  


সার্কিট ডায়াগ্রাম


আমরা ভোল্টেজ কম্পারেটর হিসেবে আমরা এলএম ৩৫৮ ইউজ করেছি যা মূলত একটি অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এটি দুটো ইনপুট কারেন্টের মাঝে তুলনা করে এবং নন ইনভারটার ইনপুটের কারেন্ট ইনভারটার ইনপুট থেকে কম হলেই ভোল্টেজ সুইচ করে। নন ইনভারটার পিন ফটো ডায়োডের সাথে এবং ইনভারটার পিন পটেন্সিওর সাথে দেওয়া হয়েছে।আউটপুট পিন ৫৫৫ আইসি এর ট্রিগার পিনে দেওয়া আছে।

যখন আইআর রেডিয়েশন ফটো ডায়োডের ওপর পড়ে, নন ইনভার্টের থেকে ইনভার্টের ভোল্ট বা আউটপুট বেশি থাকে। তখন আউটপুটে থাকে + কারেন্ট। আর যখন ফটো ডায়োডে আর আলো পড়ে না তখন অ্যালার্ম চালু হয়, অর্থাৎ ট্রিগার পিনে পজিটিভ কারেন্ট আসে।



নোটঃ

  1. · সাধারণত আইআর এলইডি এর রেঞ্জ ২ মিটার। তবে একে লেন্স দ্বারা বিবর্ধিত করা যায়।
  2. · এসি বা হাই পাওয়ার অ্যালার্ম ব্যাবহার করা যায় বাযারের যায়গায়, তবে রিলে সুইচের সাহায্যে।
  3. · আইআর এলইডি ও সেন্সর এক সমান্তরালে থাকতে হবে।
  4. · সেন্সরের সেন্সিটিভিটি ভেরিএবল রিসিস্টর দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।.



রেফারেন্সঃ



আরও পড়ুন

অটোম্যাটিক নাইট লাইট উইথ ট্রাঞ্জিস্টর

অটোম্যাটিক নাইট লাইট উইথ ট্রাঞ্জিস্টর

বাংলাদেশে বর্তমানে একটি বড় সমস্যা হল লোডশেডিং। শহরাঞ্চলে এটা বোঝা এখন তেমন একটা বোঝা না গেলেও গ্রামাঞ্চলে এটি বেশ যন্ত্রনাদায়ক হয়ে ওঠে।



লোডশেডিংএর মুল কারন হল বিদ্যুতের সরবরাহের ঘাটতি। এই ঘাটতি কতদিনে কাটিয়ে ওঠা যাবে তা হয়তো নিশ্চিত করে বলা যাবে না। তবে আমরা কিছু দিক থেকে সচেতন হলেই এই ঘাটতি আর নাও থাকতে পারে।



আর এই সচেতনতা অনেকের মাঝে থাকে না। অনেকেই ফ্যান, বাতি, টেলিভিশন ইত্যাদি অন করে চলে যান। আর রাস্তার বাতি? হ্যাঁ, রাস্তার বাতি বা বাড়ির সামনের বাতি অনেক সময় আমরা বন্ধ করতে ভুলে যাই।

এতে আমাদের যেমন আমাদের বিদ্যুৎ বিল বেরে যায়, তেমনি অনেক স্থানে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়।

তাই আমরা কেবল এককালীন খরচ করে, তাও তেমন বেশি না, এই বিলের ঝামেলা থেকে মুক্ত হতে পারি।

তাই আমাদের এই সার্কিট তৈরি করা। এটিতে মত মিলিয়ে ৩ ডলার বা প্রায় ৩৫৮ টাকা খরচ পরে।



আর এলডিআর হল এমন একটি রিসিস্টর যা আলক সংবেদী। এর ওপর আলো পরলে এর রোধ কমে যায়, এবং আলোর অনুপস্থিতিতে এর রোধ অনেকখানি বেরে যায়।

একটি সাধারণ এলডিআর এর ওপর আলো পরলে এর রোধ কমে ১ কিলো ওহমের নিচে আসে, আর আলো না থাকলে ১ মেগা ওহম বা তারও ওপর থাকে।


LDR


এই সার্কিট একটি এনপিএন ট্রানজিস্টার বেস করে বানানো হয়েছে।

পিএনপি ট্রানজিস্টার নেগেটিভ কারেন্ট কালেক্ট করে এমিট করে। একে সুইচ করতে পজিটিভ কারেন্ট দরকার হয়।

তাই এখানে এলডিআর কে পজিটিভ বায়াস ও ভেরিয়াবল রিসিস্টর বা পট কে নিগেটিভ বায়াসে দেওয়া হয়েছে। যখন এলডিআরে আলো পরে তখন রোধ কমে গিয়ে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যায় ও নিগেতিভ কারেন্ট ওভাররাইড হয়ে ট্রানজিস্টার সুইচ হয়ে যায়।



এতে এটি নাইট সেন্সর হিসেবে কাজ করে। এবার যদি এলডিআর নিগেতিভ ও পট পজিটিভ বায়াসে দেওয়া হয় তবে এটি লাইট সেন্সর বা ডে সেন্সর হিসেবে কাজ করবে।



















এখানে এলইডি এর স্থানে রিলে সুইচ স্থাপন করা হয়েছে।



যে যে কম্পোনেন্ট ব্যাবহার হয়েছে,

  1. এলইডি
  2. ১০০কিলো ওহম পটেনশিওমিটার
  3. এলডিআর
  4. বিসি৫৪৭ ট্রাঞ্জিস্টর
  5. ৬ ভোল্ট সাপ্লাই
  6. ৪৭০ ওহম রিসিস্টর
  7. এলইডি
  8. রিলে সুইচ
  9. ৪০০৭ পিএন ডায়োড


রেফারেন্সঃ



আরও পড়ুন

555 Timer IC: প্রোজেক্ট:: ২ :: টিউন করা যায় এমন অ্যালার্ম

555 Timer IC: প্রোজেক্ট:: ২ :: টিউন করা যায় এমন অ্যালার্ম




আসসালামু আলাইকুম,
নতুনদের জন্য এই পোস্টে নতুনদের স্বাগতম ও সালাম,
পুরাতনদের তো অবশ্যই।

এখন আমার মজার সার্কিটটি তোমাদের দেবো।
এটা ৭ রকমের সাইরেন দিতে পারে।

কেবল পটটি ঘুরিয়ে ইচ্ছে মত ফাইন টিউন করেতে হবে। 
(ঘোরাতে স্ক্রু ড্রাইভার ইউজ করো)


পট


পটের পিছের দুই পিন রিসিস্টান্স হিসাবে সংযোগ দিতে হবে। সামনের একটা পিন পজিটিভে দিতে হবে। 


এটা বানানোর জন্য তোমাদের লাগবে,
  • ৫৫৫ টাইমার আইসি
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • ১ কিলো ওহম পট (পটেনশিওমিটার)
  • ক্যাপাসিটর 2uF
  • ক্যাপাসিটর 4uF
  • সুইচ
  • স্পিকার বা বাযার

এখন ডায়াগ্রাম দেখো,


আরও পড়ুন

555 Timer IC: প্রোজেক্ট:: ১ :: "পিই" শব্দের অ্যালার্ম বানিয়ে ফেলি

555 Timer IC: প্রোজেক্ট:: ১ :: "পিই" শব্দের অ্যালার্ম বানিয়ে ফেলি
আসসালামু আলাইকুম,
নতুনদের জন্য এই পোস্টে নতুনদের স্বাগতম ও সালাম, পুরাতনদের তো অবশ্যই।



নতুনদের জন্য এই টিউনে নতুনদের স্বাগতম ও সালাম, পুরাতনদের তো অবশ্যই।
এখন আমার ভুলবসত বানিয়ে ফেলা সার্কিটটি তোমাদের দেবো।
আমাদের অনেক কেই না না কাজে অ্যালার্ম তৈরি করে কাজ করতে হয়।
ভাগ্য ভাল থাকলে অনেকের বাযারে বিল্ট ইন অ্যালার্ম থাকে যেটা সুর তৈরি করে।
কিন্তু অনেকে যে এটা খুজে পাও না সেটা আমি জানি, কারন আমি নিজেও এরকম বিল্ট ইন অ্যালার্ম পাই নি।
তাই আজকের এই শর্ট প্রোজেক্ট।
এখন আমার ভুলবসত বানিয়ে ফেলা সার্কিটটি তোমাদের দেবো।

এটা বানানোর জন্য তোমাদের লাগবে,
  • ৫৫৫ টাইমার আইসি
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • ১ কিলো ওহম রিসিস্টর
  • ক্যাপাসিটর 2uF
  • ক্যাপাসিটর 4uF
  • সুইচ
  • স্পিকার বা বাযার

এখন ডায়াগ্রাম দেখো,




আরও পড়ুন

ইলেকট্রনিক্স প্রোজেক্ট বানাতে যা যা লাগবে

ইলেকট্রনিক্স প্রোজেক্ট বানাতে যা যা লাগবে

আসসালামু আলাইকুম,
আগের পোস্টে বলেছিলাম ৫৫৫ টাইমার আইসিএর কথা। সেখানে এর ব্যাখ্যা ছিল।
এখন নিশ্চয়ই এর প্রোজেক্টগুলোর ডায়াগ্রাম ও ছবি দেখতে ইচ্ছে হচ্ছে?




আগে জেনে নেওয়া লাগবে কি কি সাধারণ পার্টস লাগবে ৫৫৫ টাইমারের প্রোজেক্ট বানাতে,
  • ব্রেড বোর্ড ১টি  -  ১০০-২০০ টাকা
  • জাম্পার তার ৩ গজ/২০ গেজ  -  ২০-৩০ টাকা (জাম্পার তার না পেলে সাধারন তারেও হবে)
  • ৩ ভোল্ট থেকে ১২ ভোল্ট মাল্টিপাওয়ার সাপ্লাই ১ টা  -  ১০০ টাকা।
  • ক্যাপাসিটর 1uF  ২ টা  -  ১০ টাকা।
  • ক্যাপাসিটর 2uF  ২ টা  -  ১০ টাকা।
  • ক্যাপাসিটর 10uF ২ টা  -  ১০ টাকা।
  • বাজার ১ টা - ৩০ থেকে ৪০ টাকা। (কিনতে অসুবিধা হলে সাধারন কম ভোল্টের স্পিকার ইউজ করতে পারো)
  • রিসিট্যান্স 1k ৫টা  -  ১০ টাকা।
  • রিসিট্যান্স 150k ২টা  -  ৪ টাকা।
  • রিসিট্যান্স  330 ২ টা  -  ৪ টাকা।
  • পট 5k ২টা  -  ১০ টাকা।
  • পট 600k ১টা  -  ২০ টাকা।
  • এলইডি ১০ টা ভিন্ন রঙের  -  ২০ টাকা।
  • এলডিআর ১ টা - ২০ টাকা।
  • ট্রানজিস্টার BC547 ২টা  -  ১০ টাকা।
  • আর প্রয়োজনীয় গুলো নির্দিষ্ট পোস্টে উল্লেখ করবো।
আরও পড়ুন

সিম্পল লেজার সিকিউরিটি সিস্টেম

সিম্পল লেজার সিকিউরিটি সিস্টেম
কমদামে সিকিউরিটি সিস্টেম?! হাসাইলি MAN!!!

হ্যাঁ, বন্ধুর এই কথাটা টেক্কা দিতে মাত্র ২০০ টাকায় সিকিউরিটি সিস্টেম বানালাম।

যদিও এখন আমি এর ইম্প্রুভমেন্ট করছি।










কাজটা পানির মত সোজা।

আসো দেখি।

প্রথমে বাজারে যাও, আর ইলেকট্রনিক্সের দোকান থেকে নিচের পার্টস যোগার করো।
  1. একটা LDR, পারলে বড় সাইজের। দাম ১০ থেকে ২৫ টাকার মধ্যে।
  2. BC547 ট্রাঞ্জিস্টর, বড়জোর ৫ টাকা দাম।
  3. একটা বাজার (Buzzer) ২০ থেকে ৪০ টাকা।
  4. বাজার না পেলে উজ্জ্বল রঙের LED, দাম নেবে ২ থেকে ৫ টাকা।
  5. তার, অথবা ভাল হয় ব্রেকবোর্ড। তার=২০ টাকা, ব্রেকবোর্ড=১৫০ থেকে ২৫০ টাকা।
  6. ৬ ভোল্ট ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই।
  7. একটা লেজার লাইট। (মোটেও ২০ মেগাওয়াটের ওপর নিবে না, এটা তোমার ত্বক, চোখ ও যন্ত্রপাতির ক্ষতিই করবে না, পুরিয়ে ফেলবে।)


এবার তোমাদের চিনতে হবে ট্রানজিস্টর। 
ট্রানজিস্টর দেখতে হয় নিচের ছবির মত। তবে এখন ন্যানো ট্রানজিস্টর পাওয়া যায়।


ট্রানজিস্টরের লেগ (পা) কিভাবে চিনবে? নিচের ছবি দেখো। আমাদের দরকার BC547, তাই সেটার ছবিই দিলাম,
কালেক্টার লেগে আমাদের পসিটিভ কানেক্সান দিতে হবে। আর বেস হবে কারেন্ট সেন্সর। আর এমিটার নেগেটিভে যাবে। আর ট্রানজিস্টার অনেকটা অর্ধচন্দ্রাকৃতির। আমি নিচের ডায়াগ্রামে ঠিক যেভাবে কানেকশান দিয়েছি ঠিক সেভাবে কানেকশান দিবে।

১৫০ কিলো ওহম রিসিস্টর এতো বেশি মানের হলেও এই সামান্য পরিমান ইলেকট্রিক কারেন্ট ট্রান্সিস্টারকে একটিভ করার জন্য যথেষ্ট।

আর এখানে সেন্সর হল এলডিআর। যেটা আলোর উপস্থিতিতে পরিবাহী হয়ে যায়, এবং অনুপস্থিতিতে অপরিবাহি হয়ে যায়।

যখন এলডিআর নিষ্ক্রিয় বা অপরিবাহী হয়, তখন ট্রানজিস্টর বাজার বা এলইডি এর সংযোগ চালু করে দেয়। তাই আলো বাধা পাওয়া মাত্র বাজার বেজে ওঠে বা আলো জলে ওঠে।




এবার ডায়াগ্রাম দেখো


জটিল

রিয়েলিস্টিক



এবার ছবি দেখো,
(আমি বাজারের জায়গায় এলইডি লাইট বসিয়ে দিয়েছি)


সিস্টেম একটিভ

বাঁধা পেয়ে আলো জলে উঠেছে।






বি.দ্রঃ এই প্রোজেক্ট কাজ করলেও কেউ যদি এটি ব্যাবহার করেও চোরের হাত থেকে রেহাই না পান, তবে আমি কেন, কেউ দায়ি থাকবে না। 

আরও পড়ুন

ইউএসবি রুম ইলুমিনেটর

ইউএসবি রুম ইলুমিনেটর
আসসালামু আলাইকুম,

কেমন আছেন?




একঘেয়ে লাগছিল, তাই এই সিম্পল আজব ল্যাম্পটা বানালাম। ইচ্ছাহলো শেয়ার করতে তাই শেয়ার করলাম।



প্রথমে আপনার লাগবে,
  • একটা পাওয়ারফুল সাদা এলইডি।
  • ইউএসবি ক্যাবল।
  • ৬.৫৬ ওহমের রোধ।
  • একটা বোতল।
  • ৩টা সিডি।
  • সুপার গ্লু।
  • স্কচ টেপ।
LED


>6.56 Ohm Resistor




এভাবে এদের কানেক্ট করুন

এভাবে শেড বানান






এবার ভিডিও দেখলেই বুঝবেন।


আরও পড়ুন

আপনার চুলায় কার্বন ফিলামেন্ট!

আপনার চুলায় কার্বন ফিলামেন্ট!
আসসালামু আলাইকুম,
এক কালের হ্যাজাক লাইট কি দিয়ে চলতো জানেন? কার্বন ফিলামেন্ট।

এই কার্বন ফিলামেন্ত আপনি নিজের চুলায় বানাতে পারেন।

কিছুই লাগবে না। কেবল একটুকরা কাগজ চুলার মাঝে ঠিক শিখার ওপর জ্বলতে দিন। পুরোটা জ্বলে গেলে যখন ছাই সাদা হয়ে যাবে তখন এটা ফিলামেন্ট হয়ে যাবে।




আরও পড়ুন

মিনি পার্টি লাইট ডেকোরেশন

মিনি পার্টি লাইট ডেকোরেশন
আসসালামু আলাইকুম,
পার্টি লাইট জিনিসটা খুব মজার। এটা অনেকে ১৫০ - ২০০ টাকায় কিনে নেন।
আমি আপনাদের ১০০ টাকায় বানানো শিখিয়ে দেবো।

এই আইডিয়াটা আমি নিজে বের করেছি। কেউ জানেন থাকলে কপিরাইট রাখতে পারেন, সমস্যা নেই।

প্রথমে, আপনি ইলেকট্রনিক্সের দোকান থেকে নিচের পার্টস গুলো যোগার করুন।
  • স্বচ্ছ রঙিন এলইডি (আপনার ইচ্ছামত রঙ্গের এবং পরিমানের, দাম একপিস ৩ টাকা)
  • একটা মাল্টিকালার এলইডি, ৪ কালারের বাতি বললেও হবে। (একপিস ৫ টাকা)
  • নোকিয়া ১২০০ মোবাইলের চার্জার থেকে মোটা পিনের কনভার্টার (১৫ থেকে ২০ টাকা)
  • তার ৩ গজ (১৫ টাকা)
এখন, নিচের ডায়াগ্রাম দেখে আপনার পছন্দ মতো লাইট বোর্ড ডিজাইন করুন।


এখন কনভার্টারের আউটপুট মাথা কেটে "+" ও "-" তার বের করে নিন। এবং আপনার লাইট বোর্ডের সাথে জুড়ে দিন।



এবার ফলাফল আপনিই দেখতে পারবেন।

আরও পড়ুন

ইউএসবি টেবিল ফ্যান (হ্যান্ড মেড)

ইউএসবি টেবিল ফ্যান (হ্যান্ড মেড)
আসসালামু আলাইকুম,
মনে আছে আপনাদের ? একটা নাইট ল্যাম্প বানিয়েছিলাম ইউএসবি পাওয়ার ইউজ করে?

এবার আমরা ফ্যানও বানাব!

প্রথমেই ইলেক্ট্রনিক্সের দোকান থেকে নিচে পার্টস গুলো কিনে আনুন, যদি বাসায় থাকে তবে খুবই ভালো-
  • ৩ ভোল্ট ডিসি মোটর। (৩০ টাকা, বাসায় থাকতে পারে। পুরাতন খেলনায়)
  • ছোট মোটরের পাখা। (১০ থেকে ২০ টাকা)
  • ১০৪ সিরামিক ক্যাপাসিটর (অপশনাল, ২০ টাকার মধ্যে)
  • পুরাতন সিডি
  • টিস্যু পেপারের খালি রিল
  • ইউএসবি ক্যাবল
  • 5v 550mAh সাপ্লাইয়ের ইউএসবি আডপ্টার
এখন আশা করি ভিডিও দেখেই বানিয়ে ফেলতে পারবেন। আমি ডায়াগ্রাম ও আনুসঙ্গিক ছবি দিয়ে দিয়েছি। ধন্যবাদ আপনাকে।







আরও পড়ুন

ইউএসবি নাইট এলইডি ল্যাম্প (হ্যান্ড মেড)

ইউএসবি নাইট এলইডি ল্যাম্প (হ্যান্ড মেড)
আমরা হয়তো দোকানে "ইউএসবি নাইট এলইডি ল্যাম্প" বলে একটা জিনিশ দেখেছি।
আজ আপনাদের এটা বাড়িতে বানানো শিখিয়ে দেবো।

প্রথমে আপনার ক'টি জিনিশ লাগবে।
যেমন,
  • পুরাতন ভালো ইউএসবি তার।(পুরাতন কীবোর্ড বা মাউসেরটা খুলে নেন)
  • স্পাইরাল খাতা বা নোটপ্যাডের ষ্টীলের শক্ত তার। (দাম লাগবে? বাসায় মনে হয় আছে)
  • কিছু সাদা এলইডি। (২ থেকে ৩ টাকা পিস)
  • একটা সবুজ,নীল,সোনালি,সোনালি এই কালার কোডের অথবা ৫.৬ ওহমের রোধ বা রেজিস্ট্যান্স। (৮ থেকে ১০ টাকা পিস)
  • স্কচটেপ।
১ম ধাপঃ
এখন,
 ইউএসবি তারের বিপরীত মাথা কেটে লাল ও কালো তার বের করুন। পজিটিভ নেগেটিভ আরকি?
১ম ধাপ
২য় ধাপঃ
পুরাতন চার্জার লাইট বা টর্চ থাকলে সেটার লাইট বোর্ড তার সহ খুলে নিন।

২য় ধাপঃ ১
২য় ধাপঃ ২

















৩য় ধাপঃ
পজিটিভ ও নেগেটিভ প্রান্ত যোগ করে দিন।


চতুর্থ ধাপঃ

ভিত্তি মজবুত করার জন্য ষ্টীলের তার গায়ে জরিয়ে দিন।


কাজ শেষ হলে আমারটা দেখতে এরকম হয়েছিলো।




আপনারটার ছবির লিঙ্ক আমাকে দেবেন।

আরও পড়ুন

সম্পূর্ণ মৌলিক " বাংলাদেশের আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান"

সম্পূর্ণ মৌলিক " বাংলাদেশের আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান"
হ্যাঁ, ঠিক তাই।
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ স্যারের সেই অভিধানের নতুন রুপ।

ব্যাবহারকারি সহজেই পাবেন শব্দ, উৎস, পদ ও উচ্চারণ।

এই মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০১৫ তে সামারাই কনভেন্সন হল, পান্থপথে "বিজ্ঞান জয়োৎসব ২০১৫" তে উপস্থাপন করা হলো এসপিএসসি, জিআর+ এর পক্ষ থেকে।

সেকেন্ডারি গ্রুপে আমাদের এই প্রজেক্ট প্রথম পুরস্কার পেয়েছে।

                           

আমরা এইচটিএমএল ৫, সিএসএস ৩ ও জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে এটা তৈরি করেছি।
অ্যানড্রয়েড অ্যাপ আমরা ডিসেম্বরে দেখাবো।


বিবরণঃ

কেন?


বাংলাদেশের রাষ্ট্রভাষা ও বাঙ্গালির মাতৃভাষা বাংলা। সারা পৃথিবীতে প্রায় ৩৭ কোটি মানুষ বাংলায় কথা বলে। ভারতের ২য় প্রধান রাষ্ট্রভাষা বাংলা। বাংলা ভাষা তার জন্ম থেকেই অঞ্চল ভেদে ভিন্ন হয়ে যাচ্ছে। উচ্চারন ভিন্ন হলেও খাঁটি বাংলাতে অর্থ বদলাচ্ছে না? এই আঞ্চলিক ভাষাকে ধরে রাখার জন্য ডঃ মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার আঞ্চলিক শব্দ গুলো সংগ্রহ করে এক অনন্য অভিধান প্রণয়ন করেন। যা বর্তমানে বাংলা একাডেমি প্রকাশ করে আসছে। এই অভিধানটিকে আরও সহজ ও বোধগম্য রুপ দিতে এবং উচ্চারন বোঝার জন্য "আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান" তৈরি করা হয়েছে। 


উপকারিতা

এই আধুনিক অভিধানের মাধ্যমে একজন ব্যবহারকারি সহজেই কোনো আঞ্চলিক শব্দের উৎপত্তি, অর্থ এবং উচ্চারন একই সাথে পাবেন। অনলাইন হালনাগাদ থাকায় সহজেই নতুন শব্দসহ নতুন সংস্করন ডাউনলোড করতে পারবেন। ওয়েব, মোবাইল ও পিসি'র সংস্করণ থাকায় সকল ডিভাইস সমর্থন করবে।   


সীমাবদ্ধতা

  • অ্যাপ্লিকেশনটি এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে লিখিত হওয়ায় ব্যবহারকারী সার্চ করে শব্দ পাওয়ার সুবিধা পাবেন না। তবে সেটি সম্ভব হবে, এ কেবল সময়ের দাবি।
  • সকল শব্দ ব্যবহারকারী নাও পেতে পারেন কেননা বর্তমানে অভিধানের বাহিরে আরও অনেক শব্দের উৎপত্তি হয়েছে।

খরচ/ব্যয়
  • ব্যবহারকারী যদি অনলাইনে ব্যবহার করেন তবে তাকে ইন্টারনেট ডাটার খরচ বহন করতে হবে। মোবাইলে প্রতি পেজ ব্রাউজ করতে আনুমানিক ৮০০ কিলোবাইট ডাটা খরচ হবে।



মৌলিকত্ব

"আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান" সম্পূর্ণ মৌলিক একটি অ্যাপলিকেশন। এটি কোনো অ্যাপ্লিকেশনের সোর্স কোড কপি করে বানানো হয়নি এবং সম্পূর্ণ নিজেদের লেখা কোডে তৈরি করা। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান থেকে এর আগে কোনও অ্যাপ্লিকেশন তৈরি করা হয়নি এবং এটিই প্রথম। 

তৈরি করেছে,
গাজী তাওসিফ তুরাবি  [কোডার ও গ্রাফিক্স]
মাহমুদুজ্জামান কমল     [কোডার, কণ্ঠ ও গ্রাফিক্স]
আবদুল্লাহ আল জিম [বেটা টেস্ট, টেকনিক্যাল, ভয়েস]


আরও পড়ুন

সোলার পাওয়ারড রোড লাইটিং সিস্টেম

সোলার পাওয়ারড রোড লাইটিং সিস্টেম
আমাদের প্রথম বিজ্ঞান প্রোজেক্ট ছিল এটি যা আমরা প্রকাশ করে দিলাম।

প্রোজেক্ট-এর নাম:                                                                                                                                               
      Solar POWERED Road Lighting System.
প্রথম প্রদর্শন:১৬ ই মার্চ,২০১২  SHAEED POLICE SMRITY COLLEGE INTER SCHOOL SCIENCE FAIR 2013.
ছবিঃ




প্রোজেক্ট – এর বিবরণঃএর নাম সোলার পাওয়ারড রোড লাইট-ইং সিস্টেম এর বিদ্যুৎ উৎপাদক সোলার সেলএর চার্জ জমা রাখার জন্য রয়েছে ব্যাটারি একে স্বয়ংসম্পন্ন আলোক বাবস্তাও বলা যায়েসোলার সেল এর কারনে বাহির থেকে সক্তি গ্রহণ করার কোনও দরকার নাইযদি  বাবস্তা সব স্থানে বাস্তবায়ন সম্ভব হয়,তবে আমরা অনেক অল্প খরচে প্রচুর শক্তি সঞ্চয় করতে পারবো

উপকারিতাঃএটি যেমন এক দিক দিয়ে পরিবেশবান্ধব তেমনি বিদ্যুৎ সাশ্রয়ীআজকাল দেখা যায়ে অনেক রাস্তাঘাটে দিনের বেলাও আলো জ্বালিয়ে রাখা হয়এর ফলে প্রচুর বিদ্যুৎ নষ্ট হয়যেহেতু এটি নিজস্ব শক্তির উৎস দিয়ে চলবে,তাই এটি জাতীয় গ্রিড থেকে কোন বিদ্যুৎ নেবে নাএকবিংশ শতাব্দীতে প্রত্তেক উন্নত দেশ চেষ্টা করছে জ্বালানীর ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতেআমাদের মত উন্নয়নশীল দেশ গুলোর উচিত এরকম কোন পদক্ষেপ নেওয়া

                                   গাজী তাওসিফ তুরাবি



আরও পড়ুন

মোট পাতাদর্শিত