গ্রাফিক্স ইউটিলিটি সফটওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গ্রাফিক্স ইউটিলিটি সফটওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অসাধারণ একটি ব্রেডবোর্ড সার্কিট ডিজাইন করার ফ্রি সফটওয়্যারঃ fritzing

অসাধারণ একটি ব্রেডবোর্ড সার্কিট ডিজাইন করার ফ্রি সফটওয়্যারঃ fritzing
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আমি অনেক আগেই বলেছি এখানে ইলেক্ট্রনিকস বিভাগে কেউ লিখতে চাইলে তাকে সাদরে গ্রহন করে নেওয়া হবে। তবে সেই পোস্ট গুলো হতে হবে মান সম্পন্ন এবং বোধগম্য।


যাইহোক, যারা লিখতে চান তারা এই ঠিকানায় মেসেজ দিয়ে ইনভাইট নিতে পারেন facebook.com/grplusbd
তো আমার এই পোস্ট কি ইলেক্ট্রনিকস বিভাগে দেবো না সফটওয়্যার বিভাগে দেবো তা নিয়ে আমি নিজেই প্রশ্নবিদ্ধ। তাই কোনও কনফিউশন না রেখে দুই বিভাগেই দিলাম।



আপনারা যারা ইলেক্ট্রনিকস স্টুডেন্ট, প্রফেশনাল, হবিস্ট বা ব্লগার, সকলেই আশা করি স্কিমেটিক বা ডায়াগ্রাম আঁকেন, আঁকার চেস্টা করেন বা আঁকবেন ভাবছেন। অনেকে সফটওয়্যারের ঝামেলায় না যেয়ে সরাসরি কাগজে একে স্ক্যান করিয়ে নেন। তবে কম্পিউটারে আঁকলে ভুল হবে কম, হলেও শোধরানো যাবে, এবং দেখতে আকর্ষণীয় লাগে।



এর জন্য ভালো একটি সফটওয়্যার হল ফ্রিটজিং!
ফ্রিটজিং একটি ফ্রি সফটওয়্যার। এখনো এর বেটা সংস্করণ চলছে। মানে বাগিং – ডিবাগিংএর প্যাঁচাল।
যাই হোক, প্রটিয়াস বা সার্কিট উইজার্ড থেকে আমার এটিই বেশি পছন্দ। প্রটিয়াস কিনতে আপনাকে ২৯৯ ডলার (৩০০ বললে পাবলিক বেশি দামি মনে করে, আমরা অনেক বোকা) আমার মতো এই সাধারন বাংলাদেশি ছেলের হয়তো ২৯৯ ডলার যোগাড় করা সম্ভব নয়। তাই ফ্রিই আমাদের ভরসা।



ফ্রিটযিং নানা ভাষায় ব্যাবহার করা যায়। মজার ব্যাপার হল এর ডেভেলপাররা এতে বাংলা ভাষায় রুপান্তর করে দিয়েছেন, মানে এর ল্যাঙ্গুয়েজ অপ্সন থেকে আপনি বাংলা চয়েজ করতে পারবেন।


ফ্রিটজিঙ্গে আপনি ব্রেডবোর্ডের মতো হুবহু পার্টস সিলেক্ট করে সার্কিট বানাতে পারবেন, তবে এখনো এতে সিমিউলেশন সুবিধা দেওয়া হয় নি।
সেই ব্রেড বোর্ডের বানানো সার্কিটের অনুকরণে ফ্রিটজিং নিজেই পিসিবি ডিজাইন করে দেবে এমনকি একটা ডায়াগ্রাম বানিয়ে দেবে। পিসিবিএর পাথ বা রাস্তা আপনাকে আঁকতে হবে না, সেটাও অটোম্যাটিক হবে!



আর আছে প্রচুর যন্ত্রাংশ, সবই ২ডি রেস্পন্সিভ কার্টুন করে বানানো, দেখলেই আপনার সার্কিট বানাতে ইচ্ছে করবে।
এছাড়া আপনার সার্কিট আপনি পিএনজি, টিজিএ, জেপিজি বা এসভিজি(রেস্পন্সিভ ওয়েব ফরম্যাট) তে রূপান্তর করে আউটপুট নিতে পারবেন। এছাড়া আপনি ফ্রিটজিং ওপেন করলেই ওদের ফোরামে ও ব্লগে সরাসরি পোস্ট করতে। এমনকি আপনার বানানো সার্কিট অনলাইনে সরাসরি শেয়ার করতে পারবেন।


তবে এখনই ডাউনলোড করে নিন!

এই লিঙ্কে যান ডাউনলোড করতে, অফিসিয়াল সাইট



টিউটোরিয়াল খুব শীঘ্রই আসবে।
আল্লাহ হাফেজ...


... ... ... ... ... ... ... 
আরও পড়ুন

নিয়ে নিন ইংরেজি ও বাংলার ২০০ টি অসাধারণ ফন্ট একটি প্যাকেজে

নিয়ে নিন ইংরেজি ও বাংলার ২০০ টি অসাধারণ ফন্ট একটি প্যাকেজে
আপনি কি ফটোশপে গ্রাফিক্সের কাজ করেন?

তবে আপনার এটা কাজে লাগবে বলেই আমি সুনিশ্চিত। এখানে বাংলা ইউনিকোড, সিম্বল ফন্ট, ইংলিশ ফন্ট, আরাবিক ফন্ট, হিন্দি ফন্ট সকল ফন্টের বিভিন্ন স্তাইল এক করা আছে।

তবে বিজয়ের ফন্ট এখানে বেশি আছে।

বিজয় দিয়ে যারা লিখতে পারেন তারা অভ্র কীবোর্ডের টাস্কবার আইকন < টুলস < ইউনিকোড টু বিজয় কনভার্টার দিয়ে লিখতে পারেন।

অথবা এখানে থেকে টুলটি আলাদা ভাবে ডাউনলোড করে নিতে পারেন।

সিরিজের লোগো


ফন্ট প্যাক ১
ফন্ট প্যাক ২
ফন্ট প্যাক ৩


আরও পড়ুন

ফ্র্যাপ্স

ফ্র্যাপ্স
গেমের মধ্যে স্ক্রিন শট নিতে পারছেন না?

ধরুন ফার ক্রাই ৩ খেলছেন,ফুল কনফিগে...
পাহাড়ের ওপর দাঁড়ালেন,
খুব ভালো লাগলো দৃশ্যটা।

ভাব্লেন,একে ওয়ালপেপার বানালে কেমন হয়?
এজন্ন Fraps!
যদিও এটা ফ্রী নয়,সেজন্য আমরা এতাকে ক্র্যাক করেছি।

গেমের ভেতর,বাহিরে সবখানে একটি হটকি চেপেই স্ক্রিনশট নিতে পারবেন।
এছাড়া এতে আছে Benchmarking tool,Screen Videographer(গেমের মাঝে ভিডিও করতে),FPS tools

ফ্রাপ্স [FRAPS] ,সবচেয়ে বহুল ব্যাবহারকৃত সফটওয়্যার

Fraps Free Download

 এখান থেকে ডাউনলোড করুন,


তবে ভিডিও মেকিং করতে এটা না ব্যবহার করতে বলবো।
কেননা এটার একেকটা ভিডিও প্রায় ১০ মিনিট করলেও ২ জিবি হয়ে যায়।

স্ক্রিন শট  তবে ভালই নেয়।

৪ টি ফরম্যাট করে স্ক্রিন শট নেয়া যায়।
যেমন, jpg, png, bmp ও tga .
jpg ফরম্যাট করে তুললে ৫০০ কেবি হবে।
bmp ফরম্যাট করে তুললে ১ এমবি।
png ফরম্যাট করে তুললে ২ এমবি হতে পারে।
tga ফরম্যাট করে তুললে ৪ এমবি হতে পারে।

তবে ভিডিও করলে কেবল .avi ফরম্যাট করে তুলতে পারবেন।

তবে ফ্রেম রেট আপনার ইচ্ছা মত দিতে পারবেন।

যেমন ৬০,৭০, ১০০, ৩০ fps ইত্যাদি ইত্যাদি।
আরও পড়ুন

ব্যান্ডিক্যাম

ব্যান্ডিক্যাম

Bandicam

আমি আপনাদের এক্যটি চমৎকার সফটওয়্যারের খোজ দেব একসঙ্গে তিনটা কাজ করে, যদি আপনি গেমার হন তাহলে আপনার প্রিয় গেমটি খেলার সময় অসাধারণ মুহূর্তগুলো রেকর্ড করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন বা YouTube এ আপলোড করতে পারবেন, এছারাও স্ক্রীন রেকর্ড করে ভিডিও টিউটোরিইয়াল বানাতে পারবেন এবং স্ক্রীন শট নিতে পারবেন তো হল কি না 3 in 1 সফটওয়্যার ।
সফটওয়্যার টির নাম Bandicam, অবশ্যই ফুল ভার্সন দেব । সাইজ মাত্র ১০ এমবি।
যে কোন উইন্ডোজ ভার্শন এ কাজ করে উইন্ডোজ ৭, ৮, ৮.১, তবে XP তে টেস্ট করতে পারিনি আশা করি চলবে ।
গেম এবং স্ক্রীন HD ১০৮০p AVI আর MP4 এই দুটি ফর্মেট এ সেভ করা যায় । স্ক্রীন শট JPG, PNG, BMP ফর্মেট এ সেভ করতে পারবেন।
তো চলুন ডাউনলোড করা যাক,

ডাউনলোড করতে না পারলে, কীভাবে ডাউনলোড করতে হবে তা এখানে ক্লিক করে দেখে নিন 

ডাউনলোড শেষ এবার ইন্সটল,
ইন্সটল প্রক্রিয়া অন্য সব সফটওয়ারের মতই প্রথমে "bdcamsetup2.1.1.exe" ফাইল এ ডাবল ক্লিক করেন এবং স্ক্রীন এ দেখান প্রসেস ফলো করুন, Finish এ ক্লিক করার আগে "Run Bandicam" বক্সটি আনচেক করে দিন, নিচের স্ক্রীন শর্ট টি দেখুন ।
এবার ডাউনলোড করা ফাইল এর "Crack" ফোল্ডার থেকে "Bandicam.Crack.exe" ফাইল টি রান করে Crack Bandicam এ ক্লিক করুন ।
**Crack ফাইল টি কে কোন কোন অ্যান্টিভাইরাস ভাইরাস হিসেবে ধরতে পারে তাই কিছুক্ষন এর জন্য অ্যান্টিভাইরাস Disable করে দিন, কিন্তু এটা কোন ভাইরাস নয় চিন্তা করার কোন কারন নেই ।
নীচের মত ম্যাসেজ দেখতে পাবেন Ok করে দিন ।
এবার Crack টিতে Register Bandicam এ ক্লিক করুন
নিচের মত একটি উইন্ডো আসবে Register Bandicam এ ক্লিক করে দিন ।
Bandicam register successfully দেখালে ফুল ভার্সন হয়ে যাবে, ওকে তে ক্লিক করে দিন এবং Crack টি ক্লোজ করে দিন ।
এবার ডেস্কটপ আইকন থেকে Bandicam রান করান, দেখুন ফুল ভার্সন Bandicam
সফটওয়্যার টি মিনিমাইজ করে গেম চালু করে কিবোর্ড থেকে F12 কী প্রেস করলে রেকর্ডিং শুরু হবে Shift+F12 চাপলে Pause হবে ।
ভিডিও কোয়ালিটি পরিবর্তন করতে ভিডিও ট্যাব এর Settings এ ক্লিক করুন ।
কোন প্রবলেম হলে জানাবেন।
আরও পড়ুন

অনলাইনে নিজের ইচ্ছামত কারসর ডিজাইন করুন

অনলাইনে নিজের ইচ্ছামত কারসর ডিজাইন করুন
হ্যাঁ, www.cursor.cc একটি অসাধারণ কার্সর দিজাইনের ওয়েব অ্যাপ্লিকেশন।

আপনি এখানে ইচ্ছা মতো কাস্টম ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল আপলোড করে কার্সর বানাতে পারেন।

আবার অসাধারণ কার্সর পাবলিশ করতে পারেন ফ্রিতে।

ইচ্ছামতো দিজাইনের কার্সর বানিয়ে ডাউনলোড করে নিজের পিসিতে সেটআপ করতে পারেন।

ইমেজ থেকে বানাতে

ট্রান্সপারেন্ট বানাতে

আরও পড়ুন

ভিএসডিসি ভিডিও এডিটর

ভিএসডিসি ভিডিও এডিটর
  • আসসালামু আলাইকুম,

    আমি তাওসিফ তুরাবি।

     আজ আপনাদের দেবো একটি অসাধারণ ভিডিও এডিটর।

    তাও পুরো জেনুইন এবং ফ্রি!

    এটা হল ভিএসডিসি ভিডিও এডিটর। VSDC Video Editior.

    এটি ব্যাবহার অতি সহজ।

    প্রায় মাইক্রোসফটের মুভি মেকারের মতো।
    তবে বেশ কিছু আপডেট করা অপশন আছে।

    এতে আপনি ইচ্ছা করলে অ্যানিমেটেড গিফ ফাইল অ্যাড করতে পারবেন।

    ট্রান্সিসন দেওয়া যায়, ইন্টারফেস অনেকটা মুভি মেকারের মতো।

    যারা ব্যাবহার করেন নি, তারা সহজেই পারবেন।
    এতে একটি ইন্টারনাল ইউটিউব ভিডিও ডাউনলোডার ও ডাইরেক্ট কনভার্টার আছে।



    VSDC Editor


    এটি দিয়ে ইউটিউব থেকে ভিডিও সরাসরি MP3  অথবা অন্যান্য ফরমেটে নিতে পারবেন।

    এতে মুভিকে সিন (Scene) বলে।

    এছারা এতে আছে, একটি স্ক্রিন ক্যাপচার টুল, ওয়েবক্যাম ক্যাপচার টুল,
    ডিস্ক বারনার।


    ওপেন সোর্সের দৌলতে এটি পূর্ণ ফ্রি।
আরও পড়ুন

মোট পাতাদর্শিত