আমার বানানো ওয়েবঅ্যাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমার বানানো ওয়েবঅ্যাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Responsive Tester Lite - Open Source - আমাদের টিমের নতুন টুল

Responsive Tester Lite - Open Source - আমাদের টিমের নতুন টুল
আসসালামু আলাইকুম,
অনেক দিন পর আবার আপনাদের জন্য, বলতে গেলে ডেভেলপারদের জন্য একটা টুল নিয়ে এলাম।
এটা একটা রেস্পন্সিভ টেস্টার। আইডিয়াটা কমন হলেও এর ডিজাইন অত্যন্ত লাইট এবং দ্রুত কম ডাটা খরচ করেই ব্যাবহার করতে পারবেন। এটি ওপেন সোর্স এবং বর্তমানে এর ১.০ ভার্সন অনলাইনে ছাড়া হয়েছে। কিছু বাগ আছে, তা ফিক্স করা হবে। চাইলে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। বিশ্বাস করেন বা নাই করেন, কেবল জাভাস্ক্রিপ্ট দিয়েই ডিজাইন করেছি এই অ্যাপটি।
এটা খুবই সিম্পল ডিজাইন ইউজ করেছি, এবং ন্যাটিভ জাভাস্ক্রিপ্ট দিয়ে করেছি। এখানে responsivetest.com এর মতো ড্র্যাগ আন্ড ড্রপ ফিচার নেই, কিন্তু কী-বোর্ড শর্টকাট আছে! এজন্যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজার ডোম ব্যাবহার করেছি।


আইফ্রেমের,
Width বাড়াতে W এবং + একসাথে চাপুন বা চেপে ধরে রাখুন।
আবার কমাতে - চাপুন।
একইভাবে,
Height বাড়াতে H এবং + একসাথে চাপুন বা চেপে ধরে রাখুন। আবার কমাতে - চাপুন।



ব্যাবহার করে দেখতে, 

সোর্স কোড পাবেন, এখানে গিটহাব
  • Current Verson: 1.0.0
  • Platform: Xross Browser
  • Developer: Tawsif Torabi
  • Release: 31 August, 2016
  • Source: Open
ফিচারঃ
  1. Responsive Design
  2. Lite and Clean Design
  3. Easy Proggramming
  4. Native Javascript and CSS
  5. Open Source
  6. Keyboard Shortcuts!
  7. Device Presets
  8. Bottom Notificator
  9. Floating Tools
  10. Toggle Show and Hide Side Tools

Keyboard Shortcuts:

KeysWhat They Does
W + Plus(+)Increases Width
W + Minus(-)Decreases Width
H + Plus(+)Increases Height
H + Minus(-)Decreases Height












আরও পড়ুন

ব্লগস্পট পোস্টে কি কোড ইনপুট দিতে পারছেন না? এখন পারবেন HTML Encoder দিয়ে!

ব্লগস্পট পোস্টে কি কোড ইনপুট দিতে পারছেন না? এখন পারবেন HTML Encoder দিয়ে!
আসসালামু আলাইকুম,
কেমন আছেন?

আমরা ব্লগস্পট ব্লগিং প্ল্যাটফর্ম ইউজারেরা যখন পোস্ট লিখি কিংবা পোস্টের মাঝে কোন রকম কোড দিতে চাই তা দেওয়া যায়। কারন আমরা চাই সেই কোড এক্সিকিউট হয়। কিন্তু আমরা যখন কোন কোড ভিজিটরদের জন্য দেই তখন কিভাবে দেব। ভিজিটরদের কোড কিভাবে দেব? দিতে গেলেই তো এক্সিকিউট হয়ে যাবে।


তাই আমাদের এই কোড এনকোড করে নিতে হবে।

এনকোড করলে ব্রাউজার এই কোড ডিকোড করবে, কিন্তু এক্সিকিউট করবে না। এই এইচটিএমএল এনকোডার নিয়ে আমি, তাওসিফ তুরাবি একটা ছোটো ওয়েব অ্যাপ বানিয়েছি। আপনি যদি ব্লগস্পট ব্লগার হন, তবে আপনার এটি কাজে আসবে বলে আমি বিশ্বাস করি।





এতে এটি এইচটিএমএল ট্যাগের লেস দ্যান, গ্রেটার দ্যান এবং & চিহ্নকে এনকোড করে এবং এএনএসআই থেকে ইউনিকোডে দিয়ে আউটপুট দেয়। এটি কোন সার্ভার সাইড অ্যাপ নয়, এটি ক্লায়েন্ট সাইড অ্যাপ তাই আপনি সহজে একবার পেইজ লোড করেই অনেক কোড এনকোড করতে পারবেন।  

ডাউনলোড করে ইউজ করতে পারবেন কিংবা অনলাইনে ইউজ করতে পারবেন। বেশ সিম্পল ডিজাইন, তাই ডাটা এফিশিয়েন্ট!


এখান থেকে ইউজ করুন বা ডাউনলোড করুন,

আমাদের আরও অ্যাপ দেখতে ভিজিট করুন,
আরও পড়ুন

Digital Regional Dictionary of Bangladesh | Open Source

Digital Regional Dictionary of Bangladesh | Open Source


আসসালামু আলাইকুম,

আমার ওয়েব ডেভেলপার ফার্ম হলেও এই ডেস্কটপ অ্যাপলিকেশনকে ওয়েব অ্যাপ বললে ভুল হবে না, কারণ এটা এইচটিএমএল দিয়ে লেখা।



বাংলাদেশের প্রথম আঞ্চলিক ভাষার অভিধানের ডিজিটাল সংস্করণ, সম্পূর্ণ ওপেন সোর্সে এবং সহজ প্রোগ্রামিং-এ ডেভেলাপ করা এইচটিএমএল ৫ কম্পিউটার প্রোগ্রাম।

ফিচার হিসেবে মূলেই আছে ভয়েস! মানে টকিং ডিকশনারি। এছাড়া শব্দ সার্চ ফিচার এখন আসেনি।




ডেভেলাপ করেছে জিআর+ বাংলাদেশ গ্রুপের তাওসিফ তুরাবি, মাহমুদুজ্জামান কমল এবং আব্দুল্লাহ আল জিম। কণ্ঠ দিয়েছে তালহা।





সিস্টেম কনফিগারেশন

  • প্রসেসরঃ 1.0 Ghz
  • র‍্যামঃ 1 GB (80 MB ফ্রি থাকা লাগবে)
  • হার্ড ড্রাইভঃ 18.6 MB
  • অপারেটিং সিস্টেমঃ Windows 7, 8, 8.1, 10
  • flash Player সর্বশেষ আপডেট
  • ইন্টারনেট এক্সপ্লোরার ১১ বা, তার ওপর আপডেট থাকা লাগবে


লাইসেন্স


Digital Regional Dictionary of Bangladesh by GR+ Bangladesh is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.


এই প্রোগ্রাম ওপেন সোর্স, এর কোনও কপি বিক্রয় আইনত দণ্ডনীয়। এর ক্রেডিট অংশ বাদে সকল অংশ সম্পাদনাযোগ্য এবং বিনামুল্যে প্রকাশযোগ্য।

প্রোগ্রামিং


যেসকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, SDK এবং কনভার্টার ব্যাবহার হয়েছে,

  • Adobe Photoshop™ CS5
  • Javascript
  • CSS3
  • HTML5
  • JQuerry
  • Microsoft™ Command Line to Executable Application interpreter
  • Notepad++™ GNU Source Editor
  • Sublime™ text 5
  • Adobe Flash™
ট্রেইলার এবং ইন্সটাল করার টিউটোরিয়াল দেখুন এখানে



গ্যালারী

আমাদের প্রোজেক্ট ও তার কিছু ছবি














আরও পড়ুন

সহজে রঙ দিয়ে ক্যালকুলেট করুন রিসিস্টরের মান, অনলাইন ক্যালকুলেটর

সহজে রঙ দিয়ে ক্যালকুলেট করুন রিসিস্টরের মান, অনলাইন ক্যালকুলেটর
আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
আপনারা যারা ইলেকট্রনিক্সে নতুন তাদের রিসিস্টরের মান দেখে বলা কষ্টকর মনে হয়।
তাই এই ব্যাবস্থা।



নিচে কেবল পট্টির রঙ সিলেক্ট করুন।

তাতে নিজে নিজেই ফলাফল আসবে।

http://resistor-calculator.blogspot.com


আরও পড়ুন

সম্পূর্ণ মৌলিক " বাংলাদেশের আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান"

সম্পূর্ণ মৌলিক " বাংলাদেশের আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান"
হ্যাঁ, ঠিক তাই।
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ স্যারের সেই অভিধানের নতুন রুপ।

ব্যাবহারকারি সহজেই পাবেন শব্দ, উৎস, পদ ও উচ্চারণ।

এই মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০১৫ তে সামারাই কনভেন্সন হল, পান্থপথে "বিজ্ঞান জয়োৎসব ২০১৫" তে উপস্থাপন করা হলো এসপিএসসি, জিআর+ এর পক্ষ থেকে।

সেকেন্ডারি গ্রুপে আমাদের এই প্রজেক্ট প্রথম পুরস্কার পেয়েছে।

                           

আমরা এইচটিএমএল ৫, সিএসএস ৩ ও জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে এটা তৈরি করেছি।
অ্যানড্রয়েড অ্যাপ আমরা ডিসেম্বরে দেখাবো।


বিবরণঃ

কেন?


বাংলাদেশের রাষ্ট্রভাষা ও বাঙ্গালির মাতৃভাষা বাংলা। সারা পৃথিবীতে প্রায় ৩৭ কোটি মানুষ বাংলায় কথা বলে। ভারতের ২য় প্রধান রাষ্ট্রভাষা বাংলা। বাংলা ভাষা তার জন্ম থেকেই অঞ্চল ভেদে ভিন্ন হয়ে যাচ্ছে। উচ্চারন ভিন্ন হলেও খাঁটি বাংলাতে অর্থ বদলাচ্ছে না? এই আঞ্চলিক ভাষাকে ধরে রাখার জন্য ডঃ মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার আঞ্চলিক শব্দ গুলো সংগ্রহ করে এক অনন্য অভিধান প্রণয়ন করেন। যা বর্তমানে বাংলা একাডেমি প্রকাশ করে আসছে। এই অভিধানটিকে আরও সহজ ও বোধগম্য রুপ দিতে এবং উচ্চারন বোঝার জন্য "আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান" তৈরি করা হয়েছে। 


উপকারিতা

এই আধুনিক অভিধানের মাধ্যমে একজন ব্যবহারকারি সহজেই কোনো আঞ্চলিক শব্দের উৎপত্তি, অর্থ এবং উচ্চারন একই সাথে পাবেন। অনলাইন হালনাগাদ থাকায় সহজেই নতুন শব্দসহ নতুন সংস্করন ডাউনলোড করতে পারবেন। ওয়েব, মোবাইল ও পিসি'র সংস্করণ থাকায় সকল ডিভাইস সমর্থন করবে।   


সীমাবদ্ধতা

  • অ্যাপ্লিকেশনটি এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে লিখিত হওয়ায় ব্যবহারকারী সার্চ করে শব্দ পাওয়ার সুবিধা পাবেন না। তবে সেটি সম্ভব হবে, এ কেবল সময়ের দাবি।
  • সকল শব্দ ব্যবহারকারী নাও পেতে পারেন কেননা বর্তমানে অভিধানের বাহিরে আরও অনেক শব্দের উৎপত্তি হয়েছে।

খরচ/ব্যয়
  • ব্যবহারকারী যদি অনলাইনে ব্যবহার করেন তবে তাকে ইন্টারনেট ডাটার খরচ বহন করতে হবে। মোবাইলে প্রতি পেজ ব্রাউজ করতে আনুমানিক ৮০০ কিলোবাইট ডাটা খরচ হবে।



মৌলিকত্ব

"আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান" সম্পূর্ণ মৌলিক একটি অ্যাপলিকেশন। এটি কোনো অ্যাপ্লিকেশনের সোর্স কোড কপি করে বানানো হয়নি এবং সম্পূর্ণ নিজেদের লেখা কোডে তৈরি করা। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান থেকে এর আগে কোনও অ্যাপ্লিকেশন তৈরি করা হয়নি এবং এটিই প্রথম। 

তৈরি করেছে,
গাজী তাওসিফ তুরাবি  [কোডার ও গ্রাফিক্স]
মাহমুদুজ্জামান কমল     [কোডার, কণ্ঠ ও গ্রাফিক্স]
আবদুল্লাহ আল জিম [বেটা টেস্ট, টেকনিক্যাল, ভয়েস]


আরও পড়ুন

অনলাইন সিসমোগ্রাফ

অনলাইন সিসমোগ্রাফ
অনলাইন সিসমোগ্রাফ।

এটা কোন তথ্য সংরক্ষন করতে পারে না।
কিন্তু এটা আপনার অ্যান্ডরয়েদের সিসমিক একটিভিটি সেন্স করতে পারে।

এটা ব্যাবহার করার জন্য আপনার লাগবে
  • Android এ গুগোল ক্রোম ব্রাউজার।
  • অথবা অ্যাপল ম্যাকবুক ।
Android এ গুগোল ক্রোম চালু করে নিচের লিঙ্কে জান, তবেই অ্যাপ টি পেয়ে যাবেন।
ইচ্ছা করলে পেজটি সেভ করে অফলাইন ইউস করতে পারেন।

কোন সমান ও স্থির জায়গায় এটা রাখলে এটা স্থির সবুজ দাগ দেখাবে।
যদি সামান্য নরে যায়, তবে সবুজ দাগও নরে যাবে।
http://www.grplusbd.cf/2015/05/online-sismograph-detects-earthquaks.html
http://app.appsgeyser.com/GRPlus%20Seismograph%20Offline

আরও পড়ুন

মোট পাতাদর্শিত