আসসালামু আলাইকুম,আপনারা কেমন আছেন?
আজকে আপনাদের ৫ থেকে ১২ ভোল্টের মাঝে কিভাবে ১ ওয়াটের মিনি অ্যামপ্লিফায়ার বানাতে হয় তা শিখিয়ে দিবো।
এখানে ব্যাসিক ইলেকট্রনিকস পেজ থেকে একটি ভিডিও টিউটোরিয়াল দেয়া হল। তবে বাংলা ব্যাখ্যা ও ডায়াগ্রাম তো থাকবেই। আর এই আইসি একটা এম্প আইসি বললেও এটিও একটি অপারেশনাল এমপ্লিফায়ার। এর আউটপুটের ক্ষমতা অনেক বেশি।
একে আপনি পকেটে ভরে ঘুরে বেড়াতে পারবেন।
মোবাইলের ৫ ভোল্ট ব্যাটারি দিয়ে চলে।
পাওয়ার ব্যাংক দিয়ে চলে।
মোবাইলের চার্জার আডপ্টার দিয়ে চলে।
৯ভোল্টের এল্কালিন ব্যাটারি দিয়ে চলে।
USB পাওয়ার দিয়ে চলে।হেডফোন অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।
এটি সাইজে খুব ছোট বলে আপনি মোবাইলের মত এটাকেও সাথে নিয়ে ঘুরতে পারবেন।
সার্কিটটিতে তেমন কোন নয়েজ হয়না।
বানাতে লাগবে, [কালেক্টেড ফ্রম রুবেল টিটিসি]
একটি 0.1uF ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 104।
একটি 100uF 25v পোলারিস্ট ক্যাপাসিটর।
একটি 10 ওহম রেজিস্ট্যান্স যার কালার কোড বাদামী কালো কালো সোনালী
একটি LM386 নাম্বারের আইসি।(KA386 হলেও হবে)
যেকোন রেডিও'র স্পিকার বা ছোট সাইজের যেকোন স্পিকার একটি।
এবার নিচের মত করে সংযোগ দিন।
আজকে আপনাদের ৫ থেকে ১২ ভোল্টের মাঝে কিভাবে ১ ওয়াটের মিনি অ্যামপ্লিফায়ার বানাতে হয় তা শিখিয়ে দিবো।
এখানে ব্যাসিক ইলেকট্রনিকস পেজ থেকে একটি ভিডিও টিউটোরিয়াল দেয়া হল। তবে বাংলা ব্যাখ্যা ও ডায়াগ্রাম তো থাকবেই। আর এই আইসি একটা এম্প আইসি বললেও এটিও একটি অপারেশনাল এমপ্লিফায়ার। এর আউটপুটের ক্ষমতা অনেক বেশি।
একে আপনি পকেটে ভরে ঘুরে বেড়াতে পারবেন।
এর কিছু সুবিধা আছে। যেমন,
বানাতে লাগবে, [কালেক্টেড ফ্রম রুবেল টিটিসি]
এবার নিচের মত করে সংযোগ দিন।
আইসি'র পিনের নাম্বার দেখুন।
একটু লক্ষ্য করবেনঃ
- চার্জার দিয়ে বা USB পাওয়ার দিয়ে চালানোর সময় যদি কোন নয়েজ হয় তাহলে সার্কিটের ব্যাটারির লাইনের দু' প্রান্তের বায়াসের সাথে 1uF থেকে 1000uF এর ভিতরে যেকোন মানের, যেকোন ভোল্টেজের পোলারিস্ট ক্যাপাসিটর লাগিয়ে দিবেন।
- আপনি চাইলে audio input এ 10k মানের ভলিউম বা ভেরিয়েবল লাগিয়ে সাউন্ড কমবেশি করতে পারবেন।