ফ্রি হোস্টিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফ্রি হোস্টিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ওয়েবসাইট বা ব্লগে পিডিএফ [PDF] ডকুমেন্ট ইম্বেড করুন

ওয়েবসাইট বা ব্লগে পিডিএফ [PDF] ডকুমেন্ট ইম্বেড করুন
আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
বিজয়ের শুভেচ্ছা সকলকে।

আজ একটা মজার ট্রিক আপনাদের শিখিয়ে দেবো।
ওয়েবসাইট বা ব্লগে পিডিএফ [PDF] ডকুমেন্ট ইম্বেড করবেন।

খুবই সোজা।

আপনার পিডিএফ কোন হোস্টিং সাইটে হোস্ট করে নিন। যেমন গুগল ড্রাইভ, GE.TT ইত্যাদি।

গুগল ড্রাইভে হোস্ট করবেন কিভাবে তা এখান থেকে জেনে নিন।

এখন হোস্ট লিঙ্ক নিচের কোডের "HoSt" লেখায় পেস্ট করে দিন। height বদলিয়ে ইচ্ছেমত দিতে পারেন।

<iframe height="500p" src="HoSt" width="100%">
First Setup Adobe Reader
</iframe>

যেমন, 
<iframe height="500p" src="https://googledrive.com/host/0Bz8X6FgnifH3ZWxzb2YtVHRKN2s" width="100%"></iframe>

ডেমো,



সিম্পল। আশা করি পারবেন। সমস্যায় কমেন্ট করবেন।



খোদা হাফেজ।
আরও পড়ুন

কিভাবে ইউটিউবকে MP3 Hosting সাইট বানাবো ?

কিভাবে ইউটিউবকে MP3 Hosting সাইট বানাবো ?
এমপি৩ ফাইলের ওয়েবসাইট বানাতে চান অনেকে।
কিন্তু ফ্রী Hosting পান না।



আরে ভাই! আমরা ব্যাবসা খালি স্টার্ট করসি ! টাকা কই পামু???

সেই জন্যে আপনাদের শেখাবো কিভাবে ভিডিও বাদ দিয়ে ইউটিউব ভিডিও ইমবেড করতে হয়।
আরও একটি উপায় আছে,তবে আমি সেটা পরের পোস্টে বলব।

আপনারা জানেন, ইউটিউবে ইচ্ছামতো ,যেকোনো সাইজের ভিডিও আপলোড করা যায়।

আমরা সেটাকেই কাজে লাগাবো।

প্রথমে একটি Embed Code নিন।
ভিডিওর নিচে শেয়ার ট্যাবে খুজে পাবেন ইমবেড অপশন।




পোস্টের এইচটিএমএল এ পেস্ট করুন ।





SRC Code টুকু কপি করুন । 







এখন নিচে দেওয়া কোডটুকুতে আপনার লিঙ্কটি জায়গামত বসিয়ে দিন ।



<div style="height: 25px; overflow: hidden; position: relative; width: 267px;">
<div style="left: -5px; position: absolute; top: -276px;">
<iframe height="300" src="https://www.youtube.com/embed/Us1glPvlQAg?rel=0&amp;showinfo=0" width="300">
    </iframe>
  </div>

ফলাফল দাঁড়াবে এরকম,

আরও পড়ুন

GE.TT তে ফ্রিতে গান হোস্টিং করুন, ইম্বেড করুন সহজেই

GE.TT তে ফ্রিতে গান হোস্টিং করুন, ইম্বেড করুন সহজেই
আসসালামু আলাইকুম,    

GE.TT এর নাম শুনেছেন? এটা একটা ক্লাউড ড্রাইভ ।
শুনেন নি হয়তো । অথবা শুনলেও পাত্তা দেবেন না।
কারন এতে একটা একাউন্তে জায়গা থাকে মাত্র ২ জিবি!


হাসির ব্যাপার! তবে কেন মিডিয়াফায়ার ব্যাবহার করেন না ?



GE.TT তে একটা সুবিধা আছে, যা অন্য কেউ দেয় না ।
যেগুলো হল,

·         ডিরেক্ট ফাইল শেয়ারিং।
·         ইজি আপলোড।




          আরেকটি সুবিধা আছে যা অন্য কেউ দেয় না, সেটা হল ডাইরেক্ট লিংক শেয়ারিং !
          এতে কোনও অ্যাড থাকে না !


অনেক ক্ষেত্রে দেখা যায়, অ্যাডের জন্য ডাউনলোড বাটন পাওয়া যায় না



আর ভাবছেন কি? মিডিয়াফায়ার থেকেও তো ডিরেক্ট লিংক বানানো যায় ।

না । যায় না।


যায়, তবে তা ২৪ ঘণ্টা পর এক্সপায়ার হয়ে যাবে। www.youtube-mp3.org একই ভাবে ডিরেক্ট লিংক এক্সপায়ার করে দেয়।

তো GE.TT ব্যাবহার করুন ।



দাঁড়ান! আগে একটা লিঙ্কের নমুনা দেই । আর কিভাবে লিংক বের করবেন তা বলে দেই !

http://ge.tt/api/1/files/8E8IZRH2/0/blob?download





HighLight করা লিঙ্কটি কপি করে নিন। তাহলেই ডাইরেক্ট লিঙ্ক পাবেন।


তো MP3 ফাইলের ডাউনলোড লিঙ্ক তো পেলেন, Live Stream Download Bar বানাবেন কিভাবে ?


এক উত্তর, অডিও ট্যাগ ।


চেনেন না ? ভাববেন না টিউন শেষ।
বলে দিচ্ছি।




ফলাফল আসবে এরকম,



ডেমো



উপরে যে কোড লিখলাম, তার সোর্সে আপনার গানের ডাইরেক্ট লিঙ্ক পেস্ট করে দিন ।
পাশে ডাউনলোড বাটন বসিয়ে দিন।
এবার কোডটি এইচটিএমএলে পেস্ট করে দিন।

দেখুন, সুন্দর একটি সাউন্ড প্লে বার আসে পড়েছে।
গান যতবার বাজান হবে, ততবার ডাউনলোড বাড়বে।

২ জিবি শেষ হলে ?
নতুন ইমেইল দিয়ে নতুন আইডি খুলে নিন।


        


আরও পড়ুন

অনলাইনে ফ্রি হোস্ট করুন নিজের বানানো ফন্ট, ব্লগ বা ওয়েবসাইট বানান আরও ইউনিক

অনলাইনে ফ্রি হোস্ট করুন নিজের বানানো ফন্ট, ব্লগ বা ওয়েবসাইট বানান আরও ইউনিক
আসসালামু আলাইকুম,
আজ আপনাদের একটা চমক দেবো।
এই ট্রিক আমার নিজের বানানো। তবে কাজটা বেশ সোজা।

ধাপ ১

প্রথমে আপনাকে ge.tt সাইট থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে তারা আপনাকে ২ জিবি ক্লাউড স্পেস ফ্রি দেবে।
এখন আপনি ফ্রি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এবার আপনার পছন্দের ফন্টের .ttf ফাইল ge.tt তে আপলোড করে দিন। আমার প্রিয় ফন্ট সিয়াম রুপালি।
  c:/windows/Font ফোল্ডারে আপনার ফন্ট পাবেন।
কিংবা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন।
আর হাইলাইট করা Download বাটনের লিঙ্ক হল ডাইরেক্ট লিঙ্ক। এটা আপনার ফন্ট হোস্ট লিঙ্ক। এটা কপি করে নিন।


ধাপ ১.১

ধাপ ১.২



ধাপ ২


আপনার ফন্ট একবার ওপেন করে পিসিতে সেটআপ করে দেখে নিন, এর নাম কি? 
সিয়াম রুপালির নাম "Siyam Rupali Regular"



নিচের সিএসএস কোডে আপনার ফন্টের নাম, যেটা সিএসএসে ফন্ট-ফ্যামিলিতে বসাবেন সেই নাম দিবেন।
যেমন,

<div style="font-family: Siyam Rupali;">
হ্যালো!
</div>


যদি ফন্ট ইউনিক হয়, তবে ge.tt এর ডিরেক্ট লিঙ্ক বসিয়ে দিন। লিঙ্ক অনেকটা এরকম হবে http://ge.tt/api/1/files/5iVp5WM2/0/blob?download

@font-face {
  font-family: 'Siyam Rupali';                                                                            
  font-style: normal;
  font-weight: 400;
  src: url(http://ge.tt/api/1/files/5iVp5WM2/0/blob?download);
}

এবার আপনার বানানো সিএসএস </b:skin> (blogspot) বা সিএসএসে দিয়ে দিন।

এবার আপনার সিএসএস বা <b:skin> ট্যাগের নিচে যত font-family: আছে, সেখানের ফন্টের নাম কেটে আপনার ফন্টের নাম দিন, যে নাম    font-family: 'Font Name'; এখানে দিয়েছিলেন।

ব্যাস! কেল্লা ফতে!

আমার ব্লগ, http://bloggertawsiftorabi.blogspot.com/     www.grplusbd.cf

আরও পড়ুন

মোট পাতাদর্শিত