বই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বোম্বেটে জাহাজ

বোম্বেটে জাহাজ
বোম্বেটে জাহাজ ।

পুরাতন জিনিশের দোকান থেকে একটি মডেল জাহাজ কিনল টিনটিন।

হটাত দুজন তার কাছ থেকে অসসাভাবিক দামে কিনতে চাইলো

কেন?

পরদিন জাহাজ চুরি হয়ে গেল।

টিনটিন একজঙ্কে সন্দেহ করে তার বাসায় গেল।


পেল আরও একই রকম জাহাজের খোঁজ।
কুট্টুস ভুলে ভেঙ্গে ফেলল জাহাজ, বেরিয়ে এল চিরকুট
তবে কি এতেও আছে রহস্য ?


আরও পড়ুন

নীল কমল

নীল কমল
নীল কমল

ভারতের মহারাজাকে হামাল থেকে বাঁচিয়ে টিনটিনের কাছে আরেক কাজ এসে পড়লো।

চীনে একই সমস্যা, চোরা কারবারি

এ থেকে উদ্দার করত্যে তাকে যেতে হবে চীনে।

আমি ভাল করে পড়িনি।
তাই আপনাকেই পড়ে নিতে হবে ;)


আরও পড়ুন

মমির অভিশাপ

মমির অভিশাপ

মমির অভিশাপ,

ফারাওয়ের মমির উদ্ধারকারীরা একে একে আহত হচ্ছেন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন।

এমনকি তারা ঠিক ১১.০০ টায় পাগল হয়ে যান ঠিক একসাথে !!!

কেন?

মাঝে প্রফেসর ক্যালকুলাস অলউকিক ভাবে অদৃশ্য হয়ে গেলেন।

রহস্য উদ্ঘাটন ও প্রোফেসরকে উদ্ধার করতে টিনটিনকে যেতে হবে ক্যাপ্টেনের সাথে পেরুতে !


আরও পড়ুন

কানভাঙ্গা মূর্তি

কানভাঙ্গা মূর্তি


কানভাঙ্গা মূর্তি,

টিনটিন সিরিজের এই গল্পেও আছে অ্যাডভেঞ্চার।
কেবল এডভেঞ্চার নয়, জটিল রহস্যও

জাদুঘর থেকে খোয়া গেল এক সাধারন মাটির বিগ্রহ বা মূর্তি।

কিন্তু এক দিন পরেই ফিরিয়ে দিয়ে গেল সেটা চোর।


কিন্তু কেন? টিনটিনের মনে খটকা !!!

হায়হায় !
মূর্তি তো নকল দিয়ে গেছে !! আসলটির কান ভাঙ্গা !

মূর্তি উদ্ধারে নামতে হবে টিনটিনকে ।

কিন্তু গুণ্ডারা কেন মূর্তির পেছনে লাগলো, তাও নকলটির নয়, আসলটির পিছে? সেটা মোটেই দামি নয়!
নাহ! আর বলব না , বাকিটুকু পরেই নিন না ?

আরও পড়ুন

কালো সোনার দেশে

কালো সোনার দেশে

কালো সোনার দেশে, মানে আরব দেশে টিনটিন
হঠাৎ করে গাড়িতে বিস্ফোরন হচ্ছে।
এমনকি তেলেও!

বিজ্ঞানিরা বিস্ফোরণের কারন হিসাবে তেলকেই দায়ী করছেন।

কিন্তু আসল কারন কি? সারা পৃথিবীর তেল বিপর্যয়ের ?

টিনটিন কাকতালীয় ভাবে বন্দরে রহস্য পায়।

সেই সুত্র ধরে সমাধান করে বিস্ফরনের রহস্যের ....

এই অ্যাডভেঞ্চার পূর্ণ বইটি পড়ে ফেলুন।



আরও পড়ুন

ওটোকারের রাজদণ্ড

ওটোকারের রাজদণ্ড
রাজা অটোকার, না ,এখনো রাজা নন
শীঘ্রই রাজার অভিসেক হবে।

কিন্তু, অভিশেক যাতে না হয়, সেজন্য একটা দল চক্রান্ত করে রাজদণ্ড সরিয়ে ফেলেছে।

ঘটনাক্রমে টিনটিন হাজির।

অবশ্যই সে রাজদণ্ড খুঁজে বের করবে।

সম্পুরন বইটি পড়লেই মজা পাবেন।



আরও পড়ুন

কঙ্গোয় টিনটিন

কঙ্গোয় টিনটিন
রিপোর্টার টিনটিন যাচ্ছে আফ্রিকায় ছুটি কাটাতে।
congoy tintin - tintin in congo
প্রছদ

ছুটি তো কাটবেই।

কিন্তু শিকাগর গুণ্ডারা এখনোযে পিছ ছাড়ে নি।ল

তাকে মেরে ফেলার জন্য লোক পাঠানো হয়েছে।
কিন্তু টিনটিনকে মারার জন্য লাগে বুদ্ধি।
বুমেরাং হয়ে মারা যাবে সেই কিলার।

সভ্যতা শেখাল জংলিদের টিনটিন।

কিন্তু ফিরে যেতে হবে যে!!


আরও পড়ুন

আশ্চর্য উল্কা

আশ্চর্য উল্কা
আশ্চর্য উল্কা।

টিনটিন সিরিজের আরেকটি এডভেঞ্চারপূর্ণ কমিক।

হটাত করেই পৃথিবী উত্তপ্ত হতে শুরু করেছে।
বিজ্ঞানিরা কোন কারন খুজে পাচ্ছেন না।

একদিন টিনটিন যায় মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে।

সেখানে সে আর এক প্রোফেসর পায় গরমের কারন।

একটা উল্কা!

কিন্তু এই উল্কায় আছে এক অচেনা পদার্থ।

সেটা উদ্ধারে সবার আগে তাদের যেতেই হবে।

শুরু হল হ্যাডক, টিনটিন ও প্রফেসসরের সমুদ্র যাত্রা।


আরও পড়ুন

ক্যালকুলাসের কাণ্ড

ক্যালকুলাসের কাণ্ড
ক্যালকুলাসের কাণ্ড।

হার্জ, তার টিনটিন কমিক সিরিজের আরকটি বৈজ্ঞানিক কল্পকাহিনী।

হার্জের বইের আর্ট এবং কাহিনী, দুটিই বেশ সুন্দর করে ফুটে ওঠে।

টিনটিনের বিজ্ঞানী বন্ধু ক্যালকুলাস, আবিস্কার করেন এমন অস্ত্র, যা উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ দিয়ে কোনোও বস্তুকে বিলীন করে দিতে পারে।
সরল বিজ্ঞানী ক্যালকুলাস সেটা জানেন না শত্রুরা একে পৃথিবী ধ্বংসের কাজে লাগাবে!

বিদেশী রাষ্ট্র গুলো উঠে পড়ে লাগে সেই অস্ত্রের ব্লুপ্রিন্ট হাতাতে।

কিন্তু রুখে দাড়ায় টিনটিন। মাঝে ক্যালকুলাস কিডন্যাপ হয়ে যান। তাকেও খুজে বের করবে টিনটিন।
অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে বইটি পড়ে দেখুন।


আরও পড়ুন

আমি তপু

আমি তপু

মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস "আমি তপু"

এখানে পিতাহারা এক কিশোরের কথা বলা হয়েছে। তার ক্লাস ফাইভে থাকার সময় বারা দুর্ঘটনায় মারা যায়, কিন্তু সে ভাগ্যক্রমে বেঁচে যায়।
তার মা এই ঘটনার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পরেন।
কিন্তু তপু, সে ছিল একটি লুকানো তারা। সে গনিত ভালোবাসতো।
এমন কোন গনিত ছিল না যা সে পারে না।

তার স্কুলে কোন আগ্রহ ছিল না।

স্কুলে দেখা হয় একটি মেয়ের সাথে, নাম তার প্রিয়াঙ্কা।
 এই মেয়েটি যেন আবিস্কার করে তপুকে !

ঘটনাক্রমে তপু দেশসেরা গনিতবিদ হয় ৮ম শ্রেণীতে থাকতেই।
কিন্তু তার জীবনে নেমে আসে দুঃখের বৃষ্টি !
আরও পড়ুন

চাঁদে টিনটিন

চাঁদে টিনটিন
ঐযে , চন্দ্রলোকে অভিযান, তার পরের সিরিজ চাঁদে টিনটিন।

সবচেয়ে মজা এখানেই ।

টিনটিন প্রথম তরুন যে চাঁদে পা রাখবে।
কিন্তু কিভাবে যেনো মানিকজোড় রকেটে উঠে গেছে। সেই জমজ পুলিশের গোয়েন্দা।
তারাও টিনটিনের বন্ধু।

কিন্তু রকেটেও দুজন গুপ্তচর আছে।
তারা কারা???

পুরো কাহিনি জানতে কমিকটি পড়ুন।




আরও পড়ুন

চন্দ্রলোকে অভিযান

চন্দ্রলোকে অভিযান
হার্জের বিখ্যাত চরিত্র টিনটিনের সবচেয়ে জনপ্রিয় কমিক হল " চন্দ্রলোকে অভিযান "
এর পরেরটিও সমান জনপ্রিয়।

দুটি বই অ্যাডভেঞ্চারে ভরপুর।

টিনটিনের বন্ধু ক্যালকুলাস, পাগল প্রফেসর। তিনি চাঁদে যাওয়ার প্রথম রকেট আবিস্কার করছেন।

তার সাথে চাঁদে যাওয়ার জন্য আমন্ত্রন জানালেন তার বন্ধু টিনটিন ও দুজনের প্রিয় বন্ধু নাবিক ক্যাপ্টেন হ্যাডককে
রকেট বানানো হচ্ছে।

কিন্তু এখানেও রকেট চুরি করার জন্য আসে শয়তানরা।

তাদের গুপ্তচর আছে টিনটিনদের মাঝে....

তারা কি ঠিকমত জেতে পারবে? পারবে কি চাঁদ জয় করতে?



পড়ে ফেলুন কমিকটি, অথবা ডাউনলোড করুন।


Tag: Tintin, Chade TinTin, Chandaloke Ovijan.
আরও পড়ুন

আমেরিকায় টিনটিন

আমেরিকায় টিনটিন
হার্জের এক অনবদ্য সৃষ্টি টিনটিন।



তারই দ্বিতীয় সিরিজ হল "আমেরিকায় টিনটিন "


এ হল দক্ষিন আমেরিকা।

১৯৩১ সালে টিনটিন শিকাগোয় যায় রিপোর্ট তৈরি করতে।

তখন শিকাগো ছিল গুণ্ডাদের দখলে।

কোনো আইন কানুন ছিল না।
তারা টিনটিনকে চিনতো, এবং তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলো।

কিন্তু ঘটনাক্রমে সে গুণ্ডাদের বুদ্ধির যুদ্ধে হারিয়ে দিলো টিনটিন।

মাঝে অনেক অ্যাডভেঞ্চার !

না পড়লে এখনি পরে নিন।
আরও পড়ুন

সি কম্পিউটার প্রোগ্রামিং - শাহরিয়ার সুবিন

সি কম্পিউটার প্রোগ্রামিং - শাহরিয়ার সুবিন
শাহরিয়ার সুবিন ভাইয়াকে চেনে না, এমন বাংলাদেশী প্রোগ্রামার নাই।

তিনি সি প্রোগ্রামিং সেখার জন্য একটা ব্লগ করেছেন, এখানে cpbooks.subeen.com

এই ওয়েবসাইট সকলে ব্রাউজ করতে নাও পারেন, যারা লিমিটেড ইউজার তাদের বলছি।



এজন্য একবারে মাত্র ৫ এমবি দিয়ে পুরো সাইটের পিডিএফ নামিয়ে ফেলুন।

এই নিন লিঙ্ক,

ডাউনলোড



(এই পিডিএফ সম্পূর্ণ মানুশের উপকারের স্বার্থে দেওয়া হয়েছে, এর সাথে কোন ব্যাবসায়িক উদ্দেশ্য জড়িত নেই)


আরও পড়ুন

মোট পাতাদর্শিত