ব্রাউজার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ব্রাউজার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ব্রাউজার ভিপিএন সেটআপ গাইড

ব্রাউজার ভিপিএন সেটআপ গাইড
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আশা করি ভালই।
ফেসবুক বন্ধ, জানেনই তো। আমরা অনেকেই ডিস্কানেক্টেড হয়ে গিয়েছি। হয়তো অনলাইনে কোনও সাইটের অ্যাডমিন অনেকজন, কিন্তু তারা কোনও বার্তা আদান প্রদান করতে পারছে না। এছাড়া অনেকেই যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা তো সমসসায় পরেছেনই।
ফেসবুক সহ অন্যান্য ব্যান সাইট চালানর কোন উপায় আছে কি?
আছে, এই পোস্ট দেখুন।


মোবাইলে UC Browser সরাসরি প্রক্সি ইউজ করে। তাই সেটা জাভা, সিম্বিয়ান, আন্দ্রয়েড এমনকি আইফোনেও ইউজ করতে পারেন। এছাড়া সুপার ভিপিএন, হটস্পট শিল্ড, হোলা ভিপিএন অ্যাপ ইউজ করতে পারেন।


আর কিভাবে সেটআপ করবেন এননিমক্স (annonymoX) এবং হোলা (Hola)?
আসুন দেখে নিই,




Google Chrome 


annonymoX



  • ক্রোম ওপেন করুন।
  • ক্রোম দিয়ে এই লিঙ্কে যান। 
  • একটাই রেজাল্ট আসবে। সেটার ডান পাশের [+ Add To Chrome] বাটনে ক্লিক করুন।
  • উপরে নোটিফিকেশনে কনফারমেশান চাইবে। দুটি অপশন থাকবে, 'অ্যাড এক্সটেনশন' এবং 'ক্যান্সেল'
  • 'অ্যাড এক্সটেনশন' ক্লিক করুন।
  • সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।



Hola

  • ক্রোম ওপেন করুন।
  • ক্রোম দিয়ে এই লিঙ্কে যান। 
  • উপরে নোটিফিকেশনে কনফারমেশান চাইবে। দুটি অপশন থাকবে, 'অ্যাড এক্সটেনশন' এবং 'ক্যান্সেল'
  • 'অ্যাড এক্সটেনশন' ক্লিক করুন।
  • সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে নিন।
  • ইচ্ছা মতো কান্ট্রি সিলেক্ট করে উপভোগ করুন।




Opera


Hola

  • অপেরা ওপেন করুন।
  • অপেরা দিয়ে এই লিঙ্কে যান। 
  • ডান পাশের 'অ্যাড টু অপেরা' ক্লিক করুন।
  • ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।








Mozilla Firefox


annonymoX

  • মোজিলা ওপেন করুন।
  • মোজিলা দিয়ে এই লিঙ্কে যান। 
  • সেটআপ করুন।
  • সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।


আরও পড়ুন

জানেন আপনার গুগল ক্রোমের পিসি ভার্সনে একটা হিডেন গেইম আছে?

জানেন আপনার গুগল ক্রোমের পিসি ভার্সনে একটা হিডেন গেইম আছে?
আসসালামু আলাইকুম,
আপনারা কে কে গুগল ক্রোম চালান?
পিসি তে, মোবাইলে অনেকেই চালান না জানি। যে হারে ডাটা কাটে !!!

পিসিতে যারা চালান তাদের বলছি।
জানেন আপনার গুগল ক্রমের পিসি ভার্সনে একটা হিডেন গেইম আছে?

গেমটা খুবই সিম্পল। একটা ডাইনোসর দৌরাবে আর আপনাকে স্পেস চেপে সেই ডাইনোসরকে
বিভিন্ন অবস্ট্যাকল ডিঙাতে সাহায্য করতে হবে...

যখন আপনি নেট কানেকশন সহ কোনও অনলাইন পেজ লোড করবেন তখন পেজটা লোড হবে।
লোড হওয়ার পর ডাটা কানেকশান অফ করে পেজটা রিলোড করুন।
তখন ক্রোম বলবে, "Unable To Connect To The Internet"
আর উপরেই সেই গেইমটা দেখতে পাবেন।

এই গেইমটা গুগল ক্রোম ডেভেলপার টিম জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে তৈরি করেছে।


আরও পড়ুন

গুগল ক্রোম প্যাঁচাল পাড়ছে?

গুগল ক্রোম প্যাঁচাল পাড়ছে?
গুগল ক্রোমে কখনো ওয়েব পেজ দেখাতে কিংবা নতুন ট্যাব খুলতে গিয়ে থেমে (ক্রাশ বা ফ্রিজ) যেতে পারে। 
কয়েক ধাপে ক্রোমের এই সমস্যা দূর করা যায়।


এ জন্য প্রথমেই লোকাল স্টেট ফাইলের কাস্টম সেটিংস মুছে (ডিলিট) ফেলতে হবে। 

তাই ব্রাউজার চালু থাকলে বন্ধ করে নিন। 

এবার উইন্ডোজ এক্সপ্লোরার বা স্টার্ট বাটনের সার্চ বারে বা তার অ্যাড্রেস বারে 
C:\Users\%USERNAME%\AppData\Local\Google\Chrome\User Data
হুবহু লিখে এন্টার করুন। 
User Data ফোল্ডার খুলে যাবে এখানের Local State ফাইলটি মুছে ফেলুন। 
কাস্টম সেটিংসে কোনো গড়বড় থাকলে এটি মুছে ফেলার মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যাবে।

এবার গুগল ক্রোম আবার চালু করে দেখুন আগের সমস্যা আবার হলে User Data ফোল্ডারের Default ফোল্ডারের নাম পরিবর্তন করতে হবে। এই ফোল্ডারে গুগল এক্সটেনশন, বুকমার্ক, হিস্ট্রি, জাম্প লিস্ট আইকন থাকে। তাই জমা থাকা ডেটাগুলো যাতে হারিয়ে না যায় সে জন্য এটি মুছতে হবে। কাজটি করার সময় গুগল ক্রোম বন্ধ রেখে Default ফোল্ডারের নাম পরিবর্তন করে Default. old নাম দিতে হবে। নাম পরিবর্তন করে আবার ক্রোম চালাতে থাকুন।

সমস্যা থেকে গেলে ক্রোমে ব্যবহৃত ফ্ল্যাশ এক্সটেনশনগুলো নিষ্ক্রিয় করে দিতে হবে। এবার ব্রাউজার চালু করে তার অ্যাড্রেস বারে about:plugins লিখে এন্টার চাপুন। এখানে Flash খুঁজে নিয়ে নিচে থাকা Disable বোতামে ক্লিক করুন। 
ব্রাউজার আবার চালু করে দেখুন সমস্যা দূর হয়ে যাবে। সমস্যা সমাধান হলে ফ্ল্যাশ প্রোগ্রামটি আনইনস্টল করে আবার ইনস্টল করে নিন। এরপরও সমস্যা থেকে গেলে গুগল ক্রোম আনইনস্টল করে, এক্সপ্লোরারের 
%USERNAME%\AppData\local\ 
ঠিকানায় গিয়ে Google নামের ফোল্ডারটি মুছে ফেলে আবার নতুন করে গুগল ক্রোম নামিয়ে নিয়ে ব্যবহার করতে হবে।

আরও পড়ুন

মোট পাতাদর্শিত