পেন্সিল ব্যাটারির পাওয়ার ব্যাংক!

আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
আমি ইঞ্জিনিয়ার সাহেব ইজ ব্যাক (মজা করলাম)
যাই হক, অনেকদিন হাতে হাতে মজার কোন প্রোজেক্ট বানানো হয় না,
আজ মজার কিন্তু কাজের একটা জিনিস বানাবো। একটা পাওয়ার ব্যাঙ্ক!



এবার পাওয়ার ব্যাঙ্কের দুইটা প্রোজেক্ট বানাবো, আলাদা আলাদা পোস্টে দুইটি থাকবে।


প্রথমে আমরা পেন্সিল ব্যাটারি দিয়ে ট্রাই করবো।

একটা পেন্সিল ব্যাটারির দাম মাত্র ১০ টাকা। আর আমাদের এই পাওয়ার ব্যাংক বানাতে লাগবে ৪টা ব্যাটারি। রিচার্জ করা গেলে তো কথাই নেই!

তো আমাদের প্রথমে একটা ব্যাটারি কেস যোগাড় করতে হবে। অনলাইন শপে কিনতে পাওয়া যায়, আবার পুরোনো খেলনায়ও পাওয়া যায়, তবে নিজেরাই বানিয়ে নিতে পারব আশা করি কিছু শক্ত কাগজ, আঠা আর স্টেপলার পিন দিয়ে।


সিরিজ ব্যাটারি কানেকশান


প্রথমে আঠা আর শক্ত কাগজ দিয়ে কেস বানাতে হবে এবং স্টেপলার পিন দিয়ে ব্যাটারি কানেক্টর বানাতে হবে।
এবার আমাদের ৪টা ব্যাটারি সিরিজে বসাতে হবে।

ব্যাটারি কেসিং
এবার একটা চার্জার ক্যাবল নিন, কাটলেই একটা লাল এবং কালো তার দেখতে পাবেন।
না পেলে চার্জার ক্যাবলটা কোন পাওয়ার সাপ্লাইয়ে লাগিয়ে মাল্টিমিটার দিয়ে দেখতে পারেন কোনটা পজিটিভ এবং নেগেটিভ।

এবার ব্যাটারি কেসিং-এর পজিটিভ/নেগেটিভ চার্জার ক্যাবলের পজিটিভ/নেগেটিভে কানেক্ট করুন। এতে আপনি একটা ৫ ভোল্টের একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন।
এটা ৬ ভোল্ট 1.5A পাওয়ার ব্যাংকের কাজ করবে।



Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত