টুকটাক টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টুকটাক টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফেসবুক করেছে বন্ধ? হয়ে যান ডিজিটাল।

ফেসবুক করেছে বন্ধ? হয়ে যান ডিজিটাল।
আসসালামু আলাইকুম,বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হল ফেসবুক টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া। অনেকে রসিকতা করে একে ফেসবুকের ঈদ বলছে। আসলেই তাই! আগেরদিন ৫২ জন অনলাইন দেখলাম, আজ ৫ জন।

এখন প্রশ্ন, কিভাবে ফেসবুক সহ অন্যান্য ব্যান ওয়েবসাইট চালাবেন?

সোজা, খুবই সোজা।



আপনি যদি পিসি দিয়ে অপেরা চালান, তবে Hola Extention ব্যাবহার করতে পারেন। হোলা দিয়ে আপনি ইচ্ছা মতো দেশ সিলেক্ট করে প্রক্সি চালাতে পারবেন। এটা আপনি ক্রোম ও মোজিলা ওয়েব স্টোরেও পাবেন। এতে যেকোনো নিষিদ্ধ সাইট চালান যায়।

এছাড়া আপনি AnnonymoX ব্যাবহার করতে পারেন, এটা ক্রোম ও মোজিলা ওয়েব স্টোরে পাওয়া যাচ্ছে।

Windows and android ব্যাবহারকারিরা SuperVPN, Hotspot Shield জাতীয় অ্যাপ দিয়ে ভিপিএন কানেকশান দিয়ে ফেসবুক, ভাইবার চালাতে পারেন।


আরও পড়ুন

শর্টকাট ভাইরাসের সব সমস্যার সমাধান!

শর্টকাট ভাইরাসের সব সমস্যার সমাধান!
আমরা অনেকেই শর্টকাট ভাইরাসে আক্রান্ত।
এর মূলত নাম "LNK/Starter"
এটা একটা ভিবিএস স্ক্রিপ্ট।
এই শর্টকাট ভাইরাস প্রতিটি ফোল্ডারে এক বা একধিক শর্টকাট লিঙ্ক তৈরি করে যাতে ক্লিক করলে সেই ফোল্ডার
আরেকবার রিফ্রেশ করে। 

যেভাবে এটা রিমুভ করবেন...



  1. ctrl+shift+Esc চাপুন।
  2. টাস্ক ম্যানেজারের "প্রসেস" ট্যাবে যান।
  3. wscript.exe খুঁজে বের করে তাতে রাইট ক্লিক করুন।
  4. End process ক্লিক করুন।
  5. এখন C:/ ড্রাইভে বা উইন্ডোজ যেই ড্রাইভে আছে সেখানে যান।
  6. ডানদিকে উপরের সার্চে লিখুন "wscript"এবং এন্টার দিন।
  7. সার্চ শেষে Ctrl+A চেপে Shift+Delete দিন।
  8. কোনও ফাইল ডিলিট হতে না চাইলে রেখে দিন।
  9. এখন রান কম্যান্ড চালু করুন।
  10. wscript.exe লিখে ইন্টার দিন।
  11. "stop script after specified number of seconds" এ ক্লিক করুন।
  12. ওখানে 1 লিখে apply ক্লিক করুন।


এখনো যদি আপনি আক্রান্ত না হয়ে থাকেন, তবে...


  1. run এ যান।
  2. wscript.exe লিখে ইন্টার দিন।
  3. "stop script after specified number of seconds" এ ক্লিক করুন।
  4. ওখানে 1 লিখে apply ক্লিক করুন।


যদি পেনড্রাইভে ডাটা শর্টকাট হয়ে যায়...



  1. পেন্ড্রাইভ পিসিতে লাগিয়ে সিএমডিতে যান।
  2. পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখুন ( যেমন I:/ )
  3. তারপর লেখুন attrib -s -h/s/d*.*
  4. ইন্টার দিন।


সব ডাটা সংগ্রহ করে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।

আরও পড়ুন

কিভাবে পেনড্রাইভ থেকে ড্যামেজ ফাইল রিকভার করবেন ?

কিভাবে পেনড্রাইভ থেকে ড্যামেজ ফাইল রিকভার করবেন ?

আজকে আপনাদের দেখাবো কিভহাবে pendrive থেকে hidden file recover করবেন।




দেখতে পাচ্ছেন আমার pendrive বেশ space কম।

আমি গতকাল বেশ কিছু photo তুলেছিলাম।

কিন্তু কোনও সমসসার কারনে তা hide হয়ে গেছে।

এখন যা করবেন,
*নোটপ্যাড খুলুন।

*লিখুন  attrib-r -h -s *.*


*Save করুন  UnHide.bat নামে। এখানে আবার ফাইল টাইপ All files করে দিবেন।

*ব্রাউজার ওপেন করুন।
*ড্রাইভ লেটার বসান Webaddress এর জায়গায়। যেমন K:/



লেখা শেষ হয়েছে?

আপনার আক্রান্ত pendrive এর ড্রাইভ লেটার কি?

আমার k:\

আমার লুকান hidden ফাইল গুলো আমি দেখতে পাচ্ছি!

বেশ সহজ! তাই না?



থাকুন আমাদের সাথে।

Team SPSC এর পক্ষ থেকে আপানাকে ধন্যবাদ।

আমি Tawsif Torabi




Thanks!






দেখলেন তোঁ? আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!
আরও পড়ুন

কীবোর্ডের লেগ ভেঙ্গে গেছে? কোনও সমস্যা নাই!

কীবোর্ডের লেগ ভেঙ্গে গেছে? কোনও সমস্যা নাই!
আপনার কীবোর্ডের লেগ ভেঙ্গে গেছে।
আসলে আমিও লেগ ছাড়া কম্ফরট ফিল করি না।


তাই আপনার ১৫ টাকার বুলডগ ক্লিপ দিয়েই সমসসার সমাধান করুন।





আরও পড়ুন

কিভাবে HTML পেজে লাইক অথবা ফলো বাটন অ্যাড করবেন ?

কিভাবে HTML পেজে  লাইক অথবা ফলো বাটন অ্যাড করবেন ?
ব্লগিং সম্পর্কে আমি খুব বেশি জানি না।
খ্যাত ডিজাইনারদের থেকে আমি শেখার চেষ্টা করি।


আজ আমি আপনাদের জন্য একটি অসাধারন ব্লগার ট্রিক নিয়ে এসেছি।

সেটা হল HTML পেজে কিভাবে লাইক অথবা ফলো বাটন অ্যাড করবেন।

প্রথমে,
  • post অথবা page এর HTML অপশনে যান।
  • যেখানে লাইক অথবা ফলো বাটন দিবেন সেখানে এভাবে Code লিখবেন।

    
Code and Tags : কোডস এবং ট্যাগ
Result : ফলাফল
</br>
<script>
<div id="fb-root"></div>
<script>(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v2.3";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, 'script', 'facebook-jssdk'));</script>
<div class="fb-follow" data-href="https://www.facebook.com/tawsif.torabi" data-colorscheme="light" data-layout="box_count" data-show-faces="true"></div>
</script>




যেহেতু লাইক ও ফলো বাটন একটি জাভাস্ক্রিপ্ট কোড,তাই আমরা <script> এবং </script> Tag ব্যবহার করেছি।
অর্থাৎ <script></script> ট্যাগ দুটির মাঝে লাইক বাটন অথবা ফলো বাটন কোড লিখতে হবে।


লাইক বাটন কোড যেখানে পাবেন 


ফলো বাটন কোড যেখানে পাবেন  


Example:

Tawsif Torabi




আরও পড়ুন

কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন?

কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন?

আসসালামু আলাইকুম,

আজ আমি আপনাদের সাথে অনেক
অনেক ছোট একটি টিপস শেয়ার করবো ।
 wink ইমোটিকন
আসুন যেনে নিই কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।

আমরা অনেকেই পুরাতন কম্পিউটার, নেটবুক , ল্যাপটপ কিনি বা অনেকেই মনে মনে ভাবছেন পুরাতন কম্পিউটার, ল্যাপটপ,নেটবুক কিনব কিন্তু একটু সমস্যা হল এটা কতদিনের পুরাতন টা জানাটা একটু দরকার ।তাই যারা এগুলোর বয়স জানাটা একটু জরুরি মনে করেন তার জন্যই এই পোস্ট । কারন যে বিক্রি করবে সে সঠিক তারিখ নাও বলতে পারে । তাই আজ থেকে যেনে নিন কিভাবে একটি কম্পিউটার এর বয়স বের করা যাই তবে যারা যানেন তাদের জন্য আজকের পোস্ট নয়।

জানলে ভালো, না জানলে যেনে নিন ।







নিচের ধাপ গুলো পর্যায়ক্রমে অনুসরন করুনঃ



  • ১. প্রথমে স্টার্ট মেনু তে যান ।

  • ২. সার্চ অপশন থেকে cmd টাইপ করুন এবং ফাইল টিকে run as administration হিসেবে চালু করুন অথবা cmd চালু করুন ।

  • ৩. সেখানে টাইপ করুন নিচের কোডটি অর্থাৎ DEBUG টাইপ করে এন্টার দিন ।

  • ৪. তারপর সেখানে টাইপ করুন DF000:FFF5 এবং এন্টার দিন ।

  • ৫. তারপর দেখেনিন আপনার কম্পিউটারের বয়স।


সার্চ ট্যাগঃ CMD Tricks, My Computer Age, How Old Is My Computer, Windows

আরও পড়ুন

ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনার

ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনার
আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের একটা পিসি ক্লিনার দিব।

এটাকে পিসি ক্লিনার বলা যায় না, কারন এটা একটা রেজিস্ট্রি ক্লিনার।
এটা সম্পূর্ণ ফ্রি, কোনো ক্র্যাক দরকার নাই।

এর নাম “Wise Registry Cleaner” বা ওআইজ রেজিস্ট্রি ক্লিনার।
তৈরি করেছে Wise Cleaner Group





এতে আছে একটা রেজিস্ট্রি ক্লিনার, একটি রেজিস্ট্রি ডিফ্রাগম্যানটার এবং সিস্টেম টিউনআপ ইউটিলিটি।

রেজিস্ট্রি ডিফ্রাগম্যানটার ব্যাবহার করার পর আপনার পিসি রিবুট করবে, এতে ভয় পাওয়ার কিছু নাই।

আপনি ডাউনলোড করে নিন।





ওয়েবসাইট www.wisecleaner.com
ট্যাগঃ Wise Registry Cleaner
আরও পড়ুন

কিভাবে কম্পিউটার দিয়ে অ্যাপ ডাউনলোড করবেন ?

কিভাবে কম্পিউটার দিয়ে অ্যাপ ডাউনলোড করবেন ?
আজ আপনাদের শিখিয়ে দিব কিভাবে Wi Fi অথবা Smartphone এ Interenet সংযোগ ছাড়াই পিসি দিয়ে Apps Download করতে হয়।

১ম এ www.Google.com এ যান।
এবং গেমের নাম লিখে সার্চ দিন।


২য়ত গুগল প্লে লিংক এ প্রবেশ করুন।

৩য়ত ওয়েব লিঙ্কটি কপি করুন।

৪রথ ধাপে www.apk-dl.com এ যান।


৫ম ধাপে সেই গুগল প্লে লিঙ্ক পেস্ট করুন।এবং GO! button এ ক্লিক করুন।


একটি পেজ আসবে,তাতে অ্যাপ ডিটেল এবং ডাউনলোড লিঙ্ক থাকবে।

পরবর্তী ধাপ ;)


ডাউনলোড করে উপভোগ করুন!!



ধন্যবাদ যে কষ্ট করে পড়েছেন।









আরও পড়ুন

কিভাবে ইউটিউবকে MP3 Hosting সাইট বানাবো ?

কিভাবে ইউটিউবকে MP3 Hosting সাইট বানাবো ?
এমপি৩ ফাইলের ওয়েবসাইট বানাতে চান অনেকে।
কিন্তু ফ্রী Hosting পান না।



আরে ভাই! আমরা ব্যাবসা খালি স্টার্ট করসি ! টাকা কই পামু???

সেই জন্যে আপনাদের শেখাবো কিভাবে ভিডিও বাদ দিয়ে ইউটিউব ভিডিও ইমবেড করতে হয়।
আরও একটি উপায় আছে,তবে আমি সেটা পরের পোস্টে বলব।

আপনারা জানেন, ইউটিউবে ইচ্ছামতো ,যেকোনো সাইজের ভিডিও আপলোড করা যায়।

আমরা সেটাকেই কাজে লাগাবো।

প্রথমে একটি Embed Code নিন।
ভিডিওর নিচে শেয়ার ট্যাবে খুজে পাবেন ইমবেড অপশন।




পোস্টের এইচটিএমএল এ পেস্ট করুন ।





SRC Code টুকু কপি করুন । 







এখন নিচে দেওয়া কোডটুকুতে আপনার লিঙ্কটি জায়গামত বসিয়ে দিন ।



<div style="height: 25px; overflow: hidden; position: relative; width: 267px;">
<div style="left: -5px; position: absolute; top: -276px;">
<iframe height="300" src="https://www.youtube.com/embed/Us1glPvlQAg?rel=0&amp;showinfo=0" width="300">
    </iframe>
  </div>

ফলাফল দাঁড়াবে এরকম,

আরও পড়ুন

ফেসবুকে সরাসরি স্ক্রিনশট আপলোড করুন।

ফেসবুকে সরাসরি স্ক্রিনশট আপলোড করুন।

ফেসবুকে সরাসরি স্ক্রিনশট আপলোড করুন।



  • প্রথমে কি-বোর্ডের 'PrtScr Sys Rq' Button প্রেস করুন।




  • তারপর কারো চ্যাটে গিয়া পেস্ট করে দিন।
  • ইচ্ছা করলে পোস্টে পেস্ট করতে পারেন।




  • এটা খালি Google Chrome ও Opera সাপোর্ট করে।
পেস্ট অপশন পাচ্ছেন না?
আরে! Ctrl+V  চাপেন! তাইলেই হবে!



আরও পড়ুন

কিভাবে একটি ক্লিকের মাধ্যমে অনেকগুলো আলাদা নামের ফোল্ডার বানাতে হয় ?

কিভাবে একটি ক্লিকের মাধ্যমে অনেকগুলো আলাদা নামের ফোল্ডার বানাতে হয় ?

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ক্লিকের মাধ্যমে অনেকগুলো আলাদা নামের ফোল্ডার বানাতে হয়।


Step : 1

  • একটি নোটপ্যাড ফাইল খুলে MD লিখে তারপর স্পেস দিয়ে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারের নামগুলো লিখে ফেলুন।
  • প্রতিটি নামের মাঝে স্পেস থাকবে।



Step : 2

  • Save As এ ক্লিক করুন।


Step : 3

  • File Type সিলেক্ট করুন All Files


Step : 4

  • Save করুন "Create Folder.bat" দিয়ে।


Step : 5

  • Text Document টি ডিলিট করে দিন।


Step : 6

  • যে ব্যাচ ফাইলটি এসেছে,তাতে ডাবল ক্লিক করুন।

Step : 7

  • কেল্লা ফতে !



আরও পড়ুন

কিভাবে ইউটিউব বা অন্যান্য ওয়েব কন্টেন্ট থেকে ভিডিও ভিএলসি (VLC) মিডিয়া প্লেয়ারদিয়ে প্লে করবেন?

কিভাবে ইউটিউব বা অন্যান্য ওয়েব কন্টেন্ট থেকে ভিডিও ভিএলসি (VLC) মিডিয়া প্লেয়ারদিয়ে প্লে করবেন?

কিভাবে ইউটিউব বা অন্যান্য ওয়েব কন্টেন্ট থেকে ভিডিও ভিএলসি (VLC) মিডিয়া প্লেয়ারদিয়ে প্লে করবেন?




স্টেপঃ ১

  • ইউটিউব অথবা অন্য কোন ওয়েবসাইট থেকে লিঙ্ক কপি করে নিন।


স্টেপঃ ২

  • ভিএলসি মিডিয়া প্লেয়ার চালু করুন।


স্টেপঃ ৩

  • Ctrl+N 
    বাটন চাপুন একসাথে।
  • একটি মেনু আসবে।
  • এখানে লিংক পেস্ত করে এন্টার চাপুন।


স্টেপঃ ৪




  • কেল্লা ফতে !












আরও পড়ুন

মোট পাতাদর্শিত