ফোন রিভিউ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফোন রিভিউ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সিম্ফনি এক্সপ্লোরার জেড ফাইভ

সিম্ফনি এক্সপ্লোরার জেড ফাইভ

বাংলাদেশের বাজারে এসেছে এই স্মার্টফোনটি।
এতে ব্যবহার করা হয়েছে ৫" IPS LED Display
Octacore 1.4 Ghz cpu ব্যবহার করা হয়েছে।
গ্রাফিক্স প্রসেসর হিসাবে আছে Mali 450
টাচস্ক্রীনটি ড্রাগনটোরিয়া গ্লাস দ্বারা সুরক্ষিত।
পেছনে রয়েছে গরিলা গ্লাস।
এই দুই গ্লাস মিলে এই ফোনটি খুব মজবুত এবং দীর্ঘস্থায়ী।
এর ১২৮০x৭২০ রেজুলেসন ডিসপ্লে সহজেই ১০৮০p ভিডিও প্লেব্যাক করতে পারে।
এতে Kitkat 4.4.2 ব্যবহার করা হয়েছে।
রয়েছে ২ জিবি RAM,১৬ জিবি Internal Storage.
এই প্রথম বাংলাদেশের কোনও ফোনে Opera Max app presetup করে দেওয়া হয়েছে।
এর মাধ্যমে আপনি আপনার অ্যাপ গুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা এর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।
এর ফলে আপনি আপনার মোবাইল ডেটার খরচ প্রায় ৫০% কমিয়ে আনতে পারবেন। 
 এছাড়া বাংলাদেশের বাজারে প্রথম ঘোষিত এই ফোনটি কেবল বাংলাদেশি ক্রেতাদের জন্য প্রস্তুত করা হয়েছে,বলেছে সিম্ফনি কর্তৃপক্ষ।
এই ফোনটির মূল্য রাখা হয়েছে ১৪ হাজার ৯৯০ টাকা।
আরও পড়ুন

সামসাং গ্যালাক্সি জে১

সামসাং গ্যালাক্সি জে১



বাংলাদেশে এসেছে সামসাং সিরিজের এই স্মার্টফোনটি।যারা সাশ্রয়ী দামে প্রয়োজনীয় কার্যক্ষমতা এবং শক্তিশালী ফিচার সমৃদ্ধ ফোন ব্যবহার করতে চান তাদের জন্য সেটটি কার্যকরী।এর ওজন মাত্র ১৩০ গ্রাম।এর আকার ১২৯x৬৮.২x৮.৯ mm
রয়েছে ১.২ গিগাহার্জ ডুয়েলকোর প্রসেসর।অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ৪.৪.০ কিটকাট।র‍্যাম রয়েছে ৫১২ মেগাবাইট।
দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা।
আরও পড়ুন

জেডটিই আক্সন

জেডটিই আক্সন
জেডটিই ডুয়াল লেন্স ক্যামেরার উচ্চ প্রযুক্তির জেডটিই অ্যাক্সন নামে নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে।


ডিভাইসটি আগামী ১৪ জুলাই নিউ ইয়র্কে উন্মোচনের পরিকল্পনা করছে।
প্রাথমিকভাবে এসব ডিভাইস যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে। জেডটিই অ্যাক্সন ডিভাইসটিতে ৪ গিগাবাইটের র‌্যাম ব্যবহার করা হয়েছে।
 বর্তমান বাজারে কম সংখ্যক স্মার্টফোন ডিভাইসেই ৪ গিগাবাইটের র‌্যাম রয়েছে।
অ্যাক্সনের এই এক সুবিধার কারণে উচ্চ প্রযুক্তির মোবাইল ডিভাইস বাজারে এটি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উচ্চ প্রযুক্তির স্যামসাং গ্যালাক্সি এস সিক্স, এইচটিসি ওয়ান এম নাইনসহ হাতেগোনা কয়েকটি ফ্যাগশিপ ডিভাইসে ৩ গিগাবাইট র‌্যাম রয়েছে। চীন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি আসুসের জেনফোন টু স্মার্টফোনেও ৪ গিগাবাইটের র‌্যাম ব্যবহার করা হয়েছে। 

জেডটিই অ্যাক্সনের আর একটি বিশেষ ফিচার হলো, ডিভাইসটিতে ডুয়াল এলইডি ফ্যাশসহ ডুয়াল লেন্স ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফলে ডিভাইসটির ক্যামেরার মাধ্যমে ফোরকে রেজুলেশনের ভিডিও ধারণ করা সম্ভব হবে। 
এর ক্যামেরায় একজন ব্যবহারকারীর হাসি শনাক্ত করে ফটো ধারণের সুবিধা রয়েছে। ডিভাইসটি দাম ৪৫০ ডলার হতে পারে। 

সুত্রঃ http://www.dailynayadiganta.com/detail/news/35602
আরও পড়ুন

মোট পাতাদর্শিত