কিছু টুকরো খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কিছু টুকরো খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিশ্বের প্রথম লিকুইড কুল ল্যাপটপ asus ROG GX700

বিশ্বের প্রথম লিকুইড কুল ল্যাপটপ asus ROG GX700



আসুস ঘোষণা করেছে, তারা আনতে যাচ্ছে বিশ্বের প্রথম লিকুইড কুল ল্যাপটপ।
এতদিন ফ্যানের মাধ্যমে ঠাণ্ডা রাখা হতো ল্যাপটপ এবার তার ফ্যানের জায়গা নিচ্ছে পানি।
পানি ঠাণ্ডা হলেই ঠাণ্ডা থাকবে ল্যাপটপটিও।
এই ল্যাপটপের নাম asus ROG GX700
এমন ল্যাপটপের দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক।
এই নতুন ল্যাপটপ যেহেতু গেমিং ল্যাপটপের একটি অংশ তাই Hydro Overclocking System-টিও।



কোম্পানির সূত্রে জানানো হয়েছে Hydro Overclocking System ল্যাপটপ থেকে বেরনো প্রায় ৫০০ ওয়াট অবধি গরম সহ্য করে নেবে। এতে থাকছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের ‘Skylake’ Core i7-6820HK প্রসেসর। ল্যাপটপের ভিতরে থাকবে DDR4 এর ১৬ জিবি র‍্যাম যা বাড়ানো যেতে পারে ৬৪ জিবি অবধি।
গ্রাফিক্সের জন্য আসুস ল্যাপটপে দিয়েছে Nvidia GeForce GTX 980 GPU সহ ৮ জিবির GDDR5 VRAM। ল্যাপটপের থাকছে ১৭.৩ ইঞ্চি 4K UHD স্ক্রিন
এতে রয়েছে অডিও এম্প যা সামান্য আওয়াজকে বিকৃত না করেই ভলিউম বাড়াতে পারবে।
এতে থাকছে Intel®Thunderbolt 3 টেকনোলোজি এবং USB Type-C,
এতে আপনি একটি ইউএসবি পোর্ট দিয়েই 40 GBPS  ডাটা ট্রান্সফার করতে পারবেন।এই পোর্টের মাধ্যমে আপনি ফোরকে ভিডিও স্ট্রিম এবং মাল্টি ডিসপ্লে গেইমিং এর জন্য ব্যাবহার করতে পারেন।


এছাড়া এটা কেনার সাথে পাবেন একটা ল্যাপটপ কেইস যাতে করে কুলার সহ ল্যাপটপ আপনি সহজেই বহন করতে পারেন।

এই ল্যাপটপে আপনি পাবেন অ্যান্টি ঘোস্টিং কীবোর্ড, এতে আপনার কী বোর্ড একই সাথে অনেক কিপ্রেস ইনপুট নিতে পারবে।


রয়েছে গেইমপ্লে রেকর্ড করার জন্য আলাদা রেকর্ড বাটন। এছাড়া এই ল্যাপটপের সাথে আপনি XSplit Gamecaster লাইফটাইম এক্সেস পাবেন।এতে আপনি আপনার গেইম অনলাইনে লাইভ স্ট্রিম করাতে পারবেন।

 



আরও দেখুন https://www.asus.com/Notebooks/ROG-GX700VO/

আরও পড়ুন

এলো বাংলা ভাষায় প্রোগ্রামিং ভাষা - পতাকা()

এলো বাংলা ভাষায় প্রোগ্রামিং ভাষা - পতাকা()

বাংলাদেশে এই প্রথমবারের মতো নতুন প্রোগ্রামারদের জন্য প্রথম বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হল।









নতুনদের জন্য সহজ বাংলায় প্রোগ্রামিংয়ের ধারনা দেয়া ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ জাগিয়ে তোলার জন্যই পতাকা তৈরির প্রাথমিক উদ্দেশ্য।
পতাকার সিন্টেক্সগুলো এমন ভাবে সাজানো হয়েছে যেন যে কেউ একটি পুরো স্টেটমেন্ট পড়লে মনে হবে এটি একটি সহজাত বাংলা বাক্য অন্যকথায় বলা যায়, একটি সহজাত বাক্যকে প্রোগ্রামিং ভাষায় কিভাবে রুপান্তর করা যায় বা করলে সেটা কি দাড়ায়।

বাংলাদেশে মাধ্যমিক স্তরে আনা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামের একটি বই।
এর মাধ্যমে শিার্থীদের প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণার সাথে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা চালানো হচ্ছে।
পশ্চিমা দেশগুলোর শিক্ষার্থীরা যখন নিজের মায়ের ভাষায় খেলতে খেলতে প্রোগ্রামিংয়ে হাত পাকাচ্ছে, তখন বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা কাছেই এটি বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে।


প্রথমবারের মতো বাংলায় তৈরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ‘পতাকা’ নির্মাতা দলের দলনেতা ইকরাম হোসেন জানিয়েছেন, আমাদের তরুণদের প্রোগ্রামিংয়ে পিছিয়ে থাকার মূল কারণ ভাষা সমস্যা। নতুনদের কাছে কোডিং জিনিসটি কঠিন বা ঘোলাটে লাগতেই পারে।
আইসিটি বিষয়টিতে কোডিংয়ের কিছু জিনিস রয়েছে, যা প্রথমবারের মতো অনেক ছাত্রছাত্রী সহজে নিতে পারে না। নাম্বারের জন্য হয়তো মুখস্থ করে যায় পুরোটাই কিন্তু কোডিংয়ের আসল মজাটাই তারা পায় না। এর মূল কারণ হিসেবে উপযুক্ত ‘সহযোগিতার’ অভাবকেই চিহ্নিত করেন তিনি। এই দলের সদস্যরা হলেন ইকরাম হোসেন, ওসমান গণি নাহিদ ও রাকিব হাসান অমিয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইকরাম হোসেন। সম্প্রতি মুক্তি পাওয়া পতাকার বেটা সংস্করণের পতাকা কোডের প্রতিটি লাইন হবে সম্পূর্ণ বাংলায়, মোটামুটি দৈনন্দিন ব্যবহৃত একটি বাক্যের মতো। কোড লিখার জন্য আছে কোড হাইলাইটিংসহ একটি চমৎকার কোড এডিটর। আপনার চিন্তাচেতনাকে প্রোগ্রামিং রূপ দেয়া এবং বাংলায় লেখার জন্য পতাকায় যেকোনো ইউনিকোড টুল (অভ্র/ইউনিবিজয়) ব্যবহার করতে পারবেন।
অভ্র/বিজয় পিসিতে ইনস্টল না থাকলেও সমস্যা নেই, এডিটর এ বিল্ট-ইন ফনেটিক বাংলা (অভ্র) লেখার সুবিধা রয়েছে। তা ছাড়া এডিটরের ডানে থাকা কিওয়ার্ডগুলো কিক করলেই তা ইনডেশনসহ অটো-টাইপ হয়ে যাবে, ফলে সিনট্যাক্স ভুলে যাওয়ার চিন্তা নেই।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষে দেশের একটি আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন পতাকা দলের আরেক সদস্য ওসমান গণি নাহিদ। তিনি বলেন, আমাদের কাজের লক্ষ ছিল নিজেদের মাতৃভাষায় নতুনদের সহজে প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করে দেয়া।
পুরো কাজ সম্পন্ন করতে আমাদের লেগেছে ছয় মাস। এর কেবল অনলাইন সংস্করণ হিসেবে চালু করা হয়েছে আপাতত।
 শিগগিরই তারা এর ডেস্কটপ সংস্করণ আর মোবাইল অ্যাপ হিসেবেও মানুষের কাছে পৌঁছে দিতে পারব। সবার অংশগ্রহণের মাধ্যমে একে আরো সমৃদ্ধ করতে চাই আমরা। আর তাই অনলাইনে ‘ওপেন সোর্স’ হিসেবেই রাখা হচ্ছে ‘পতাকা’কে।
এ ছাড়া এর সঙ্গে দেয়া গেইমিংয়ের নতুন কিছু লেভেল যোগ করবেন তারা, যার মাধ্যমে ছোটরাও খেলতে খেলতে পরিচিত হতে পারবে কোডিংয়ের নতুন এই জগতে।


ইউনিভার্সিটি অব কার্ডিফ থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী অমিয় জানান, নতুন এই বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নবীনদের জন্য ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারবে বলে বিশ্বাস করছেন তরুণ প্রকৌশলী এই দলটি। নিজেদের এই কাজ একেবারেই অলাভজনক এবং বিজ্ঞাপনমুক্ত বলে দাবি করেন তারা। শুধু প্রথমবারের মতো বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরির ‘কৃতিত্ব’টুকুই চান তারা। আগামী ১৬ ডিসেম্বর ‘পতাকা’-এর মূল সংস্করণ মুক্তি দিতে পারবেন বলে আশা প্রকাশ করছেন।
কোড রিপোজিটরীর এবং ছোটদের জন্য ভিজুয়াল গেম এর মাধ্যমে প্রোগ্রামিং শিক্ষায় আগ্রহী করে তুলতে পতাকার সূচনা করা হয়। আগামি ২০ তারিখ http://potaka.io/ ওয়েবসাইটে অনলাইন কম্পাইলার এবং টিউটরিয়াল সহ প্রকাশ পাবে এই ল্যাংগুয়েজ। 
ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ের ইকরাম হোসেন, রাকিব হাসান অমিয়ওসমান গনী নাহিদ ডেভেলাপ করেছেন এই ল্যাংগুয়েজটি।
বর্তমানে পতাকার ওয়েবসাইটে (potaka.io) একটি অনলাইন কম্পাইলার এবং বেশ কিছু গেইম রয়েছে।
এছাড়া সেখানে অভ্র কীবোর্ড ছাড়াও লেখার ব্যাবস্থা আছে।
http://potaka.io/docs?page=contribution



আরও পড়ুন

শেষ পর্যন্ত সফল হল ওদের যাত্রা, পথশিশুদের সাথে বৈশাখ উদযাপন।

শেষ পর্যন্ত সফল হল ওদের যাত্রা, পথশিশুদের সাথে বৈশাখ উদযাপন।
শেষ পর্যন্ত সফল হল ওদের যাত্রা।যায়েদরা চেয়েছিলো এবারের পহেলা বৈশাখ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পালন করবে। তাদের সাথে খাওয়া দাওয়া করবে, গান বাজনা করবে, তাদের জামা উপহার দেবে, খাতা কলমও দেবে।




সাথের দুই বন্ধু পাশে এশে দাঁড়ায়। সিয়াম, আমার গর্বিত সহকর্মী, এবং লিমন। সাথে এশে পরে তাদের সহপাঠী ইমতিয়াজ, জুবায়ের এবং জিম সহ অনেকে। ইভেন্ট খলে ফেসবুকে। তাদের সংগঠনের নাম 'শুভ উদ্যোগ'।

ছবিঃ রাফিউল চৌধুরী বাপ্পি

সেখানে ইনভাইট করা হয় প্রায় তিনহাজার মানুষকে, যার মধ্যে প্রায় এক হাজার মানুষ তাদের অনুদান দিয়েছে পথশিশুদের সাহায্য করার জন্য।

প্রায় এক মাস ধরে ডোনেশন তুলেছিল তারা সহপাঠী, শিক্ষক, বন্ধু, আত্মীয় স্বজন থেকে।
এবং অবশেষে ওদের পাশে এসে দাঁড়ায় কালের কণ্ঠ শুভ সংঘ, নানা ভাবে সহায়তা করে ওদের।
কারোয়ান বাজারের একটি পথশিশুদের স্কুলের ৫০ জন শিশু এবং ১০ জন শিক্ষককে আমন্ত্রন জানায় তারা।
এবং সফল ভাবে তাদের ইভেন্ট সম্পন্ন করে শহীদ পুলিশ স্মৃতি কলেজ মাঠে।

তোমরা আসলেই কিশোরদের আইডল। এখন পহেলা বৈশাখ মানেই দাঁড়ায় বন্ধু বান্ধবীদের সাথে সেলফি তুলো, মজা করো। এখানে আর নতুনকে বরন করা হলো কই? তোমরাই নতুন কিছু করে দেখিয়ে দিয়েছ।

আমিও তোমাদের বন্ধু গর্ব বোধ করি।


ছবিঃ রাফিউল চৌধুরী বাপ্পি

আরও পড়ুন

GR+ Bangladesh এর ওপেন সোর্স সফটওয়ার খাতে যাত্রা শুরু!

GR+ Bangladesh এর ওপেন সোর্স সফটওয়ার খাতে যাত্রা শুরু!
আসসালামু আলাইকুম,


কেমন আছেন?

প্রায় ১ সপ্তাহ আমি অনলাইনে ছিলাম, কিন্তু পোস্ট একটি বারও করি নি। আসলে আমি জিআর+ ব্লগকে ভুলে গেছি, তাহমিদের মত, জিআর+ আমার হৃদয়ে নেই। আসলে আমার হৃদয় বলে কিচ্ছু নেই। আমি এক বেহৃদয় মানব। আর জিআর+ এ কাম না থাকলে টাইমপাস করতে আসি...

(সরি, একটু মজা করলাম, কে আশা করি বুঝেছ)

আমি পোস্ট এডিটর ওপেন রেখেই কম্পিউটার বন্ধ করে দিয়েছিলাম, ওপরের সমস্ত লেখার লেখক তাহমিদ :V

এবার কিন্তু আমরা সত্যিই সফটওয়ার খাতে যাত্রা শুরু করেছি!

গত বছরের জুলাই মাসে সুরু হয়ে এবারের এপ্রিলের ১১ তারিখ আমাদের প্রথম কম্পিউটার সফটওয়্যার মুক্তি পেয়েছে। তবে কমার্শিয়ালি নয়, ওপেন সোর্সে!

হ্যাঁ! সকলের জন্য সোর্স কোডও উন্মুক্ত করে দেওয়া হয়েছে!

ক্রিয়েটিভ কমন্স আইনের আওতায় ফ্রিতে রিলিজ করা হয়েছে আমাদের প্রথম ডেস্কটপ অ্যাপ "Digital Regional Language Dictionary of Bangladesh"

http://grplusbd.net/app/regional-dictionary/

বলতে গেলে এটা আমাদের যোগ্যতার পরিচয়।

সারা বাংলাদেশ থেকে উৎসাহী কিশোর-কিশোরীদের খুজছি আমরা এর পরবর্তী আপডেট গুলো তৈরির জন্য এবং আমাদের টিমে যোগ দিতে!

ধন্যবাদ সকলকে! এরপর ইনশাআল্লাহ্‌ গেইম ডেভেলপমেন্টেও যাবো ;)
আরও পড়ুন

বন্ধ হতে যাচ্ছে পিকাসা ওয়েব ইমেজ হোস্ট!

বন্ধ হতে যাচ্ছে পিকাসা ওয়েব ইমেজ হোস্ট!





এক বছর আগে চালু হওয়া পিকাসা মূলত ইমেজ অর্গানাইজার ও ভিউয়ার হিসেবে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সম্প্রতি অনলাইন অ্যালবাম পিকাসা বন্ধ করতে যাচ্ছে গুগল। মূলত গুগল ফটোসের গুরুত্ব বাড়াতেই একই ধরনের সেবা পিকাসা বন্ধ করছে।

গুগল ফটোসের প্রধান অনিল সাভারওয়াল বলেন, আমরা বিশ্বাস করি পিকাসার চেয়ে গুগল ফটোসের মাধ্যমে ডেস্কটপ এবং মোবাইল গ্রাহকদের আরো উন্নত অনলাইন অ্যালবাম সেবা দিতে পারব। বিভিন্ন ফাংশনের দিক থেকে সেবাটি বেশি কার্যকর হবে। এ ছাড়া কাজের দিক থেকে দু’টি সেবা প্রায় একই। আমরা গ্রাহকসেবা উন্নয়নের প্রচেষ্টাকে দুই ভাগে বিভক্ত করতে চাই না। যারা পিকাসা ব্যবহার করছেন, তারা যদি গুগল ফটোসেরও ব্যবহারকারী হন, তাহলে পিকাসা বন্ধের পর অ্যালবামে থাকা সব ছবি আপনা আপনি গুগল ফটোসে স্থানান্তরিত হবে। যদি কেউ গুগল ফটোস ব্যবহারে আগ্রহী না হয়, সেক্ষেত্রে পিকাসা বন্ধ করা হলেও ছবি ভিউ, ডাউনলোড বা মুছে ফেলতে পারবেন। তবে এখন থেকে সফটওয়্যারটির আর কোনো হালনাগাদ দেয়া হবে না।



http://www.dailynayadiganta.com/detail/news/96505

আরও পড়ুন

শুরু হতে যাচ্ছে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট ২০১৬! The War is begin, NHSPC 2016 Registration going on!

শুরু হতে যাচ্ছে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট ২০১৬! The War is begin, NHSPC 2016 Registration going on!
আসসালামু আলাইকুম,বছর ঘুরে আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামিং উৎসব "ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট ২০১৬"!!





গত বছর এর জমজমাট আসর বসেছিল, সারা বাংলাদেশের ক্ষুদে প্রোগ্রামাররা জড়ো হয়েছিলো যেন প্রোগ্রামিঙের তীর্থস্থানে!



এবারও ইনশাআল্লাহ্‌ এর ব্যাতিক্রম হবে। একটু বড় গলা করেই বলি, আমি গত বছর জাতীয় পর্যায়ে বিজয় ছিলাম, ১১তম!
যাইহোক,
এবারও আগের মতই আঞ্চলিক পর্বের ভেন্যু গুলো থাকবে।
website view


শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন, সিট আগে পেলে আগে পাবেন ভিত্তিতে আছে।
প্রতিটি ফর্মের পেজের ভেতর সমস্ত নির্দেশনা আছে। ঢাকার আগ্রহিদের বলছি, অনলাইন রেজিস্ট্রেশন শেষ নয়, এর পর যত ধ্রুত পারা যায় রেজিস্ট্রেশন স্পটে যেয়ে রেজিস্ট্রেশন শেষ করতে হবে, এই কথাটি সকল জেলার জন্য প্রযোজ্য।

  1. ঢাকাঃ https://goo.gl/Oic1FK
  2. কুমিল্লাঃ https://goo.gl/NpqZR1
  3. টাঙ্গাইলঃ https://goo.gl/aaV6K5


অন্যান্য তথ্য পাবেন অফিশিয়াল ওয়েবসাইট www.nhspc.org তে!
এছাড়া প্রশ্ন করতে পারেন ওদের ওয়েবসাইটেফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে

আয়োজক

আয়োজক

পৃষ্ঠপোষক

পৃষ্ঠপোষক

বাস্তবায়ন সহযোগী

বাস্তবায়ন সহযোগী

একাডেমিক সহযোগী

একাডেমিক সহযোগী

আরও পড়ুন

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি ক্লাব – আইটি ফেস্ট ২০১৬

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি ক্লাব – আইটি ফেস্ট ২০১৬
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? গেমারদের মাঝে এবার ফিরে এলাম।

বলার আগেই বলে নিই, এবার ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি ক্লাব একটা আইটি ফেয়ার আয়োজন করেছে, সেখানে যেকোনো নিজের বানানো প্রোগ্রাম বা সফটওয়্যার নিয়ে যাওয়া যাবে, তবে বড়দের জন্য নয়, কেবল ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত। বিস্তারিত পাবেন তাদের ফেসবুক ইভেন্ট পেজে। নাম ACC IT Fest 2016



সেখানে গেইমিং প্রতিযোগিতা, প্রোগ্রামিং প্রতিযোগিতা ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
গেইমিং কন্টেস্টে আছে নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড, সিওডি না কড ৪ - মডার্ন ওয়ারফেয়ার আর ফিফা ১৬

আন্ড্রয়েড গেইম আছে সুগার ক্রাশ, ফ্রুট নিনজা ইত্যাদি।
এছাড়া আছে মজার একটা প্রতিযোগিতা! সার্চ প্রতিযোগিতা! মানে আপনাকে ইন্টারনেট থেকে যত তারাতারি সম্ভব তথ্য যোগাড় করতে হবে। যার তথ্য সবচেয়ে চমকপ্রদ হবে সে পাবে পুরষ্কার! 

এছাড়া আছে স্ট্যাটিক ওয়েবসাইট ডিসপ্লে কম্পিটিশন! মানে বুঝতেই পারছেন!


আরও সব চমকপ্রদ আয়োজন নিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিতে হবে এই মেলা ২৭,২৮ ও ২৯ তারিখ!


ওদের পেজের পিন পোস্ট,

We are proud to announce that The First College level IT festival ever in Bangladesh. “ACC National IT Festival-2016” is going to be organized by Adamjee Cantonment College IT CLUB. This Festival is going to be a starter for a new era of bridging technology between Bangladesh and the developed world. Students from both School and College are allowed to participate in this competitive event. The festival will also have lots of entertainments for the visitors .So visitors are warmly welcom to visit Bangladesh's first Pre University level National IT festival here in Adamjee Cantonment College.

Events
--------------------------------------------
1. Programming Contest;
2. Gaming Competition: There will be follwing3 games,
> Call of Duty 4 - Modern Warfare;
> FIFA 16;
> Need for Speed - Most Wanted.

3. IT Olympiad;
4. IT Quiz Competition;
5. IT Project Display;
6. Static Website Display;
7. Mobile Gaming Competition;
8. Search it.

EventsDetails
--------------------------------------------
1. Only ACC IT Club reserves the authority to select the time, venue, subject, judges and mentors. You can notify any objection to the ACC IT Club;
2. In the competitions, the judges’ decision is to be accepted as the final judgment. No objection from participants will be entertained concerning these matters;
3. All events are open for both school (class I - X / O level ) & college (class XI - XII / A level) students;
4. All participants from different institutions are requested to follow the rules and regulations stated above and help ACC IT Club to make this event a success;
5.The Festival is divided into two groups:
i)School (Class I - X / O level);
ii)College (Class XI - XII / A level).

CompetitionDetails
--------------------------------------------

1.Programming Contest:
Information will be updated soon.

2.Gaming Competition: You have to play game in multiplayer mode with others.
*** Registration information and detail information are coming soon

Games:

a) FIFA 16 (PvP match):
i. Players can play either with Keyboard or with Controller;
ii. Keyboard will be provided by the organizers;
ii. Players need to bring their own controller.

b)Call of Duty 4 - Modern Warfare (Team Match):
i. Each team can consist of no more or less than 5 members;
ii. Each team can have 1 extra player for substitution;
iii. Organizers will provide general Keyboard and Mouse;
iv. Although players can bring their own keyboard and mouse.

c) Need for Speed - Most wanted (PvP match):
ii. Organizers will provide general Keyboard and Mouse;
i. Although Players can bring their own keyboard and mouse.


3.IT Olympiad:
You have to give a written test on paper where you will answer the questions related to IT.

Rules:

a) The questions will be in both English and Bangla;
b) The time will be limited to 45 minutes;
c) Participants are not allowed to use calculators, mobile phones, smartwatches, ear phones etc during Olympiad;
d) Participants must bring their own equipment to the Olympiads; (i.e.Pen, Pencil)
e) The question will be given based on 2 categories, School and College.


4.IT Quiz Competition:
Your teams will have to give written exam. Finally 6 teams will qualify for the final stage round where you have to press buzzer and answer the questions.

Rules:
a) Each team can consist of no more or less than 3 members from the same School or College;
b) The whole quiz will be separated by 2 categories, School and College;
c) In the first stage each team will have to answer the questions within 45 minutes and only 6 teams will qualify;
d) In the second stage questions will be asked and the first buzzer pressed team will get the chance to answer the question;
e) If the buzzer pressed team fails to answer the question or answers it wrong that team would get the chance to answer that question and that question will pass through the next buzzer pressed team;
f) If every teams fail to answer or answer wrong, that question will be skipped.


5.IT Project Display: You can show your IT related project here.

Rules:
a) Each team may consist of up to 3 members;
b) The project can be anything related to IT;
c) The teams have to use their own devices to showcase the project andother necessary equipments.

(i.e.Any project related IT will be accepted)


6.Static Website Display:
Your Team have to design a static web pageusing HTML and CSS and showcase it using your own device.

Rules:

a) Each team may consist of up to 2 members;
b) Each team has to make 3 static web page including home and about us;
c) The concept of the web page can be anything;
d) Participants must bring their own device and necessary equipments.

(i.e.The website must be static and you have to bring a .zip file of the website.)


7.Mobile Gaming Competition:
You have to play 'Fruit Ninja' game on mobile devices and your score will be recorded.

Rules:

a) The players have to play 'Fruit Ninja' game's Clasical mode;
b) The players will not get a second chance;
c) The players do not have to pay any fee and do not have to bring their devices;
d) At the end of the day, top 3 scorer will be declared as winner of the game.


8.Search it - Finding Information using Search Engine:
You will be provided with high-speed WIFI Internet connection. Some General knowledge about IT will be asked and you have to search for the answer on your device, raise your hand and show the answer.

Rules:

a)The participants have to bring their own portable/mobile Device.




Time Schedule:
Will be updated soon


Registration Info:
Will be updated soon

Contact Info:
1. Shahriar Turjoe (Technical) - +8801521200341
2. Syed Nahin (Logistic) - +8801684138679
3. Mashruk Ahmed (Technical Junior)
4. Tanzil Ahmed Tasfir (Logistic Junior) +8801866054737
আরও পড়ুন

জিআর+ গ্রুপের মেম্বাররা তৈরি করলো "অনলাইন সিকিউরড ভোটিং সিস্টেম"

জিআর+ গ্রুপের মেম্বাররা তৈরি করলো "অনলাইন সিকিউরড ভোটিং সিস্টেম"

এবারের বিসিএসআইআর জাতীয় বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি মেলা ২০১৬ -এ বাংলাদেশের কিশোর ওয়েব ডেভেলপার ফোরাম 'জিআর+ বাংলাদেশ' এর তিন জন সদস্য তাদের তৈরি করা তৃতীয় অ্যাপ প্রদর্শন করলো।

তাদের অ্যাপের ড্যাশবোর্ড পাতা

তাদের অ্যাপ এর নাম ছিলো 'অটোমেটেড অনলাইন ভোটিং সিস্টেম'
তাদের দলনেতা মাহমুদুজ্জামান কমল এবং তাওসিফ তুরাবি এবং এমকে জিম জানালো যে, তারা মূলত পিএইচপি, এসকিউএল, জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে প্রোগ্রাম করেছে এবং এইচটিএমএল৫ এবং সিএসএস৩ ব্যাবহার করে ডিজাইন করেছে। তাদের এই প্রোগ্রামটি বানাতে তাদের দুই মাস সময় লেগেছে। তারা এখনো চেষ্টা করছে বায়োম্যাট্রিক পদ্দতিতে ভোট প্রক্রিয়ার কাজ করতে।

অ্যাপটির প্রার্থী পাতা


তারা আরও বলল, আমাদের এই ওয়েব অ্যাপ একসাথে অগণিত নির্বাচন একসাথে করা যায়।আর বাংলাদেশে ইভিএম নিরাপদ নয়, অনলাইন ভোটিং সিস্টেমও দেখা যায় না, এছাড়া জনমত ও অনলাইন সার্ভে করার জন্য অনলাইন ভোটিং সিস্টেম থাকলেও তা তেমন নিরাপদ নয়। কেননা সেখানে একই ব্যাবহারকারি বারবার প্রক্সি ব্রাস্ট দিয়ে ভোট দিতে পারে। যেখানে বোঝাও যায় না ব্যাবহারকারি কোথায় থাকতে পারেন বা কয়টি জাল ভোট দিয়েছেন। আমরা একটি পিএইচপি ওয়েব অ্যাপলিকেশন তৈরি করেছি যেখানে একজন সুপারভাইজার যে যে আইডি নাম্বার এন্ট্রি করে রাখবেন তার বাহিরে কোনও আইডি সাইন আপ করে ভোট দিতে পারবে না। এমনকি একটি আইডি দ্বিতীয়বার ভোট দিতে পারবে না। ঠিক যেমনটি হয় স্থানীয় নির্বাচনে, একটি নির্বাচনী এলাকায় প্রিজাইডিং অফিসার যেমন সেই এলাকার ভোটারদের এনআইডি বা পরিচয়পত্রের নম্বর রেখে দেন, এবং সেই নির্বাচনী এলাকায় সেই ভোটার ছাড়া অন্য কেউ ভোট দিতে পারে না। এছাড়া নির্রবাচনের পর সবচেয়ে বেশি যে কাজে সমস্যা সৃষ্টি হয় তা হল ভোট গননা। ভোট গননায় মানুষের ভুল হতেই পারে, এবং এতে ঘণ্টার পর ঘণ্টা মূল্যবান সময় নস্ট হয়। কিন্তু এই অ্যাপলিকেশনের অ্যাডমিন প্যানেলে সেই ভোট গননার একটি সহজ ও দ্রুততর স্ক্রিপ্ট আছে। এতে আপনি কয়েক মুহূর্তে রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়া ভোটের পর কোন এনআইডি বা আইডি নম্বর থেকে কোন দলে কোন প্রার্থীকে কখন ভোট দিয়েছেন সকল তথ্য অ্যাডমিন দেখতে পারবেন, আর কেউ নয়। এমনকি ভোটের রিয়েল টাইম আপডেটও অ্যাডমিন ইচ্ছে করলে নিতে পারেন। এখন পিএইচপি আর এসকিউএল থেকেই প্রশ্ন আসতে পারে যে, এটা যদি হ্যাক হয়?

এই হ্যাকের প্রশ্নের উত্তরে তারা বলে, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সকল প্রকার বাগ সরিয়ে দিতে। এখন পর্যন্ত আমরা এসকিউএল ইনজেকশন বাগ ও অন্যান্য এক্সপ্লয়েট বাগ ফিক্স করেছি এবং ডিরেক্টরি সিকিউর করেছি। এবং তারা আরও বলে যে, বাংলাদেশের হ্যাকাররা নিজ দেশের ওয়েবসাইট হ্যাক করে তার একটা কারন হল, সরকারিভাবে হ্যাকারদের স্বীকৃতি দেওয়া হয় না এবং তারা অবহেলিত। তারাও সরকারের নানা কাজে লাগতে পারে। এতে দেখা যাবে হ্যাকাররাই চেষ্টা করবে হ্যাক থেকে বাঁচানোর। 




যে যে ফিচার রয়েছে,

· সিকিউরড অ্যাডমিন প্যানেল

· একবারের বেশি ভোট কোনোভাবেই দেওয়া যাবে না।

· নির্দিষ্ট আইডি ছাড়া সাইন আপ হবে না।

· এসকিউএল ইনজেকশন বাগ নেই

· ভোট অটো রেজাল্টিং

· রেজাল্ট প্রিন্ট ফিচার

· কোন ভোটার কোথায় ভোট দিয়েছে তা কেবল অ্যাডমিন দেখতে পারবে

· ভোটারের নিরাপত্তা

· কে ভোট দেবে তা অ্যাডমিন নিয়ন্ত্রণ করতে পারবে।

· ভোটের ক্যান্ডিডেট অ্যাডমিন এন্ট্রি করবে।

· সকল ভোটার একবার রেজিস্টার করতে পারবে।

· ডায়নামিক এডিটিং অপশন।

· ভোট ফলাফলের পাইচার্ট ডিসপ্লে

· ভোটার একবারই ভোট দিতে পারবে।

· সিকিউর পিডিও ক্যুয়েরি

· প্রিন্ট ফিচার

· কে ভোট দিয়েছে না দেয়নি তার অটোমেটেড সার্ভে

আরও পড়ুন

আমাদের অ্যাপ প্রথম আলো পত্রিকায়!

আমাদের অ্যাপ প্রথম আলো পত্রিকায়!

এটি প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণ থেকে নেওয়া।

 এর সমস্ত কৃতিত্ব প্রথম আলোর লেখক ও আলোকচিত্রির।




সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে উদ্ধারকারী রোবট দেখছেন দর্শকেরা l ছবি: হাসান রাজাএকবার আইনস্টাইন বলে বসলেন, কেউ যদি জীবনের ৩০ বছরের আগে বিজ্ঞানে তার সেরা অবদান না রাখতে পারে, তবে সে কোনো দিনও পারবে না। তাঁর সে কথাটি যদিও বেদবাক্যের মতো আঁকড়ে পড়ে থাকার কিছু নেই, তবে সেরাদের সেরারা কিন্তু ছোট থেকেই নিজেদের কারিশমা দেখাতে শুরু করেন। ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল নয় বছর বয়সে প্রথম তত্ত্ব লিখেছিলেন। চার বছর বয়সে মেরি কুরি তাঁর ভাইবোনদের গণিতের ‘বাড়ির কাজ’ করে দিতেন। এই নামগুলো বলে শেষ করা যাবে না। দীর্ঘ সেই তালিকাটায় যেন দীর্ঘতর করতে চাইছে বিজ্ঞান জয়োৎসবের অংশগ্রহণকারী বন্ধুরা। রোবট, কাজের সফটওয়্যার, থ্রিডি প্রিন্টার থকে শুরু করে নিরাপত্তা সরঞ্জাম—কী তৈরি করেনি তারা! গত ২৭ ও ২৮ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবন দেখা যায়। এই উৎসবে আসা কয়েকটি প্রকল্প নিয়ে এই আয়োজন। 
থ্রিডি প্রিন্টাররোবট শেখে নিজে নিজে 
দুর্যোগের সময় বা তার পরে উদ্ধারকাজে রোবটের ব্যবহার রয়েছে বটে, তবে ভিন্ন পরিস্থিতিতে রোবট নিজে থেকে কিছু করতে পারে না। একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম, শায়েখ মো. শিথিল ও মো. তারেক হোসেনের দল চেষ্টা করে যাচ্ছে এমন কোনো কিছু তৈরি করতে, যাতে পরিবর্তিত পরিস্থিতিতে রোবট নিজ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সমাধান বের করতে পারে। শরিফুল ইসলাম বলেছে, ‘ভিডিও ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করছি আমরা। ইউটিউব ভিডিও দেখে যেন রোবট শিখতে পারে সেই চেষ্টা করছি।’ শরিফুল পড়ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এবং অপর দুই সদস্য পড়ছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে।
থ্রিডি প্রিন্টার
স্বল্প খরচে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্ট নয়, বরং প্রিন্টার বানিয়ে দিতে পারবে এইচএসসি পরীক্ষার্থী তিন ছাত্র। তাদের দলনেতা সৌমেন দাস বলেছে, লোহার রড, কাঠের মতো স্থানীয় উপকরণ ব্যবহার করে ১০ থেকে ১২ হাজার টাকায় তৈরি করা যায় এটি। মেইন বোর্ড হিসেবে আরডুইনো ব্যবহার করা হয়েছে এতে। দলের অপর দুই সদস্য হলো শেখ শাফিন আহমেদ ও সাদমান সাকিব। তারা সবাই ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে পড়ছে। বাংলাদেশে সবে থ্রিডি প্রিন্টারের প্রচলন হতে শুরু হলেও প্রথমবার কেউ তৈরি করে দেখাল।অতল জলের রোবট
বাড়ির নিরাপত্তা
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির দুই ছাত্র আহবাব আল মো. সিদ্দিকি ও জারিফ তাহমিদ তৈরি করেছে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা। তাদের বাড়িতে একবার চুরি হওয়ার পর এই চিন্তা মাথায় আসে আহবাবের। দরজার সামনে লুকানো অবস্থায় অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে এই নিরাপত্তা যন্ত্র রাখা হয়। আহবাব বলল, এই নিরাপত্তাব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো, এর খরচ কম। আর অনলাইনে যুক্ত না থাকায় এটি হ্যাক করাও সম্ভব নয়।
নিজের তৈরি ট্রলির সঙ্গে ফারজানাঅতল জলের রোবট২০১৪ সালে পিনাক-৬ লঞ্চডুবির ঘটনা বেশ আলোড়ন তুলেছিল। সে দুর্ঘটনা নাড়া দেয় তরুণ রাফায়েত হুদার মনে। এদিকে তার বাবা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল হুদা ছেলেকে এমন কিছু করতে বলেন যা মানবকল্যাণে কাজে লাগবে। এরপরই আলী আরমান আলবী ও আহনাফ আহসানকে সঙ্গে নিয়ে কম খরচে আন্ডারওয়াটার রোবট তৈরির কাজ শুরু করে সে। রাফায়েত বলল, এই রোবটটি ১৬ হাজার টাকার মধ্যে তৈরি সম্ভব। রাফায়েত ও আরমান পড়ছে দিনাজপুর স্কুল অব লিবারেটরসের নবম শ্রেণিতে, আহনাফ পড়ে ঢাকার আগা খান স্কুলে।
তিন চাকার ট্রলিআঞ্চলিক ভাষার ডিজিটাল অভিধানবাড়ির লিফটটা মাঝেমধ্যে নষ্ট থাকায় বইয়ের ভারে নুইয়ে পড়া ছোট্ট ফারজানা তাবাসসুমের একদিন মাথায় এল কীভাবে সিঁড়ি বেয়ে সহজে ব্যাগটা টেনে তোলা যায়। সেখান থেকেই তিন চাকার ট্রলির ভাবনা আসে তার মাথায়। ফারজানা বলল, ‘আমার শিক্ষকেরা বলেছেন, তিন চাকার ওপর দিয়ে চেইনজাতীয় কিছু লাগিয়ে দিলে হয়তো এটি ভালো কাজ করবে। এখন সেটি পরীক্ষা করে দেখতে হবে।’ প্রকল্পটি নিয়ে প্রায় তিন বছর হলো কাজ করছে সে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ফারজানা এবার এইচএসসি পরীক্ষা দেবে।

আঞ্চলিক ভাষার ডিজিটাল অভিধান
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ প্রণীত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কেন্দ্র করে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের দশম শ্রেণির তিন ছাত্র মো. তালহা চৌধুরী, গাজী তাওসীফ তুরাবি ও মাহমুদুজ্জামানের দল ‘আপেক্ষিক’ তৈরি করেছে আঞ্চলিক ভাষার ডিজিটাল অভিধান। দলনেতা তালহা বলল, ‘এখন পর্যন্ত আমরা ৩০০ শব্দ যোগ করতে পেরেছি। আরও কাজ চলছে। এক হাজার শব্দের বেশি হলে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়তে পারব। ইতিমধ্যে কপিরাইটের জন্য আবেদন করেছি।’
আরও পড়ুন

এটা কি মানবিক? শিক্ষকের প্রতি সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে?

এটা কি মানবিক? শিক্ষকের প্রতি সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে?
পদোন্নতি ও ঘোষিত বোনাস চাওয়ায় শিক্ষকদের ব্যবহৃত টয়লেট বন্ধ করে দিয়েছেন মিরপুর ১৪ নম্বরের শহীদ পুলিশ স্মৃতি কলেজের পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম। চতুর্থ শ্রেণির কর্মচারী দিয়ে প্রথমে টয়লেটের দরজা ভেঙে ফেলে পরে ইটের দেয়াল দিয়ে তা বন্ধ করে দেন পরিচালক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ বছর ধরে কলেজের কোনো শিক্ষকের পদোন্নতি দেওয়া হচ্ছে না। ২০১৪ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কলেজ ভালো ফল করায় বোনাস ঘোষণা করে কর্তৃপক্ষ। অদ্যাবধি তা দেওয়া হয়নি। এসব নিয়ে কলেজ ভবনের চতুর্থ তলায় শিক্ষকদের ব্যবহৃত টয়লেটের দেয়ালে কে বা কারা ‘বেতন দে তুই? বোনাস দে, প্রমোশন দে’ লিখে রাখেন। বেশ কিছু দিন আগে এসব লেখা হলেও গত ১৭ নভেম্বর কাজী বদরুজ্জামান নামের এক শিক্ষক লেখাগুলো মোবাইলে ভিডিও করে পরিচালককে দেখান। ওই ভিডিও দেখে মনিরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের উদ্দেশ করে বলেন, ‘শিক্ষকরা হচ্ছে নর্দমার কীট। এদের টয়লেট ব্যবহার করতে হবে না। এটি বন্ধ করে দেওয়া হবে। এখন থেকে শিক্ষকদের বেতনের বাইরে আর কোনো ভাতা দেওয়া হবে না।’ এর কিছুক্ষণ পর চতুর্থ শ্রেণির এক কর্মচারী এসে শাবল দিয়ে টয়লেটের দরজাগুলো ভেঙে ফেলেন। পরদিন ইট ও সিমেন্টের আস্তর দিয়ে আটকে দেওয়া হয় মূল দরজা। একই সঙ্গে পরিচালকের নির্দেশে শিক্ষকদের বিশ্রাম কক্ষের চেয়ারের পেছনে শিক্ষকদের নাম লিখে তা নির্ধারণ করে দেওয়া হয়ে। এতে দেখা যায়, ১০-১২ জন শিক্ষকের নামে কোনো চেয়ার নেই। পরে অফিস আদেশের মাধ্যমে বিশ্রাম কক্ষে চেয়ারহীন শিক্ষকদের ক্লাস না থাকাকালীন শিক্ষার্থীদের নজরদারির জন্য বারান্দা পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
এদিকে পরিচালকের এ ধরনের কর্মকা-ের প্রতিবাদে এবং টয়লেটের দরজা খুলে দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার দুই দফায় ছয় ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন কলেজের মর্নিং এবং ডে শিফটের প্রায় দুইশ শিক্ষক।
এ বিষয়ে কথা বলতে মনিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিক কল করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হাসান বলেন, শিক্ষকদের বিশ্রামাগারের পরিবেশ সুন্দর করার জন্য টয়লেটটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষকদের কর্মবিরতি পালন করার খবর সঠিক নয়।
কলেজ সূত্র জানায়, ২০০৯ সাল পর্যন্ত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন পুলিশের সাবেক অতিরিক্তি আইজি সৈয়দ মনিরুল ইসলাম। বয়স শেষ হওয়ায় তার অবসরে যাওয়ার কথা। কিন্তু কর্তৃত্ব বজায় রাখতে অনুগত এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করে কৃত্রিম সৃষ্ট পরিচালক পদে বহাল রয়েছেন তিনি।
অভিযোগ রয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা হওয়ায় মনিরুল ইসলাম শিক্ষকদের ওপর কারণে-অকারণে চড়াও হন। অযথা বকাবকি, অশ্লীল ভাষায় গালিগালাজও করেন। এছাড়া দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি বন্ধ করে রেখেছেন তিনি।

সুত্রঃ

আরও পড়ুন

২০১৫ সালের টেক ওয়ার্ল্ডের সেরা ১০ তরুন বিলিওনেয়ার!

২০১৫ সালের টেক ওয়ার্ল্ডের সেরা ১০ তরুন বিলিওনেয়ার!
বিশ্বের বিলিয়নেয়ারদের দিকে তাকালে দিলে দেখা যায়, অধিকাংশ বিলিয়নিয়ার টেকনোলোজি জগতের নায়ক বলা চলে!
বিল গেটস হলো আর উপযুক্ত উদাহরণ। কারণ টেকনোলোজি জগতে বিল গেটসই গোটা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। যার বিলিয়নিয়ার হওয়ার অস্ত্র ছিল শুধুই টেকনোলোজি। তরুণ বিলিনিয়রদের দিকে তাকালেও সেখানে দেখা যায় টেকনোলোজির জয়জয়কার।
 হ্যাঁ, এখনকার তরুণদের আদর্শ কয়েকজন টেক ওয়ার্ল্ড বিলিওনেয়ারদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো।

নিচে টাকার অংকে নয়, বয়স অনুজায়ি সাজিয়ে দেওয়া আছে, থাঙ্কস টু মারুফ ভাই!

#১ ইভান স্পিজেল


ইভান স্পিজেল - টেকনোলোজি জগতের সেরা ১০ তরুণ বিলিয়নিয়ার


ছবি শেয়ারিং মাধ্যম “স্ন্যাপচ্যাটের” সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ইভান স্পিজেল হলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার। ১.৫ বিলিয়ন ডলারের এই টেক হিরোর বয়স মাত্র ২৪ বছর।



#২ ববি মারফি


ববি মারফি - টেকনোলোজি জগতের সেরা ১০ তরুণ বিলিয়নিয়ার
স্ন্যাপচ্যাটের আরেক সহ-প্রতিষ্ঠাতা হলেন ববি মারফি। ইভান স্পিজেলের সহযোগী ববি মারফিরও সম্পত্তির পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার। আর বয়সে তিনি ২৬।


#৩ মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গ - টেকনোলোজি জগতের সেরা ১০ তরুণ বিলিয়নিয়ার
টেক জগতের সবচেয়ে জনপ্রিয় তরুণ উদ্যোক্তা এবং জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ। ৩৬.৩ বিলিয়ন ডলারের মালিক হয়ে এখন তিনি তরুণ বিলিয়নিয়ারদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছেন। এখন তাঁর বয়স ৩০। শুধু তরুণ বিলিয়নিয়ার হিসেবেই নয়, জনপ্রিয় ম্যাগাজিন ফোরবসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালের সেরা বিলিয়নিয়ারদের মধ্যে তিনি ২০ নং অবস্থানে রয়েছেন।

#৪ ডাস্টিন মস্কোভিচ

ডাস্টিন মস্কোভিচ - টেকনোলোজি জগতের সেরা ১০ তরুণ বিলিয়নিয়ার
সফটওয়্যার ফার্ম “আসানা” –এর সহপ্রতিষ্ঠাতা এবং সিইও হলেন ডাস্টিন মস্কোভিচ। তিনি ফেসবুকে নিয়োগ পাওয়া তৃতীয় কর্মী হিসেবেও জানা যায়। ২০০৮ সালে তিনি ফেসবুক ছেড়ে দিয়ে গড়ে তুলেন সফটওয়্যার প্রতিষ্ঠান “আসানা”। বর্তমানে তাঁর বয়স ৩০ এবং সম্পত্তির পরিমাণ ৮.৬ বিলিয়ন মার্কিন ডলার।

#৫ রায়ান গ্রেভস

রায়ান গ্রেভস - টেকনোলোজি জগতের সেরা ১০ তরুণ বিলিয়নিয়ার
ইউবারস এর প্রথম কর্মী রায়ান গ্রেভস হলেন রায়ান গ্রেভস। ৩১ বছর বয়সী রায়ান গ্রেভস ১.৪ বিলিয়ন সম্পত্তির মালিক।

#৬ ড্রিউ হাস্টন

ড্রিউ হাস্টন - টেকনোলোজি জগতের সেরা ১০ তরুণ বিলিয়নিয়ার
জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট ড্রপবক্সের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও হলেন ড্রিউ হাস্টন। তাঁর বর্তমান বয়স ৩২। ২০০৭ সালে শুরু করা ড্রপবক্স ২০১৫ সালে তাঁকে বানিয়েছে ১.২৪ বিলিয়ন ডলারের মালিক।

#৭ এদুয়ার্দো স্যাভেরিন

এদুয়ার্দো স্যাভেরিন - টেকনোলোজি জগতের সেরা ১০ তরুণ বিলিয়নিয়ার
এদুয়ার্দো স্যাভেরিন ৪.৯ ডলারের মালিক। তিনি ফেসবুকের আরেক সহ-প্রতিষ্ঠাতা। এছাড়া তাঁর সম্পদের উৎস হলো সিঙ্গাপুরের হাম্পটন ক্রিক এবং সিলভারকার-এ বিনিয়োগ।

#৮ সিন পারকার

সিন পারকার - টেকনোলোজি জগতের সেরা ১০ তরুণ বিলিয়নিয়ার
সিন পারকার ফেসবুকের প্রতিষ্ঠাটা সভাপ্রতি এবং ন্যাপস্টারের সহ-প্রতিষ্ঠাতা। ৩৫ বছর বয়সে তিনি ২.৫ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক।

#৯ মাইক ক্যানোন-ব্রুকস

মাইক ক্যানোন-ব্রুকস - টেকনোলোজি জগতের সেরা ১০ তরুণ বিলিয়নিয়ার
অস্ট্রেলিয়ার সফটওয়্যার প্রতিষ্ঠান “আটলাসিয়ান” –এর প্রতিষ্ঠাতা হলেন মাইক ক্যানোন-ব্রুকস। অবশ্য তিনি এই সফটওয়্যার ফার্ম তাঁর কলেজ বন্ধু স্কট ফারকোয়ারকে সাথে নিয়ে করেছিলেন। ১.১ বিলিয়ন ডলার মালিক মাইক ক্যানোন-ব্রুকসের বয়স এখন ৩৫।

#১০ স্কট ফারকোয়ার


মাইক ক্যানোন-ব্রুকসের সহযোগি বন্ধু স্কট ফারকোয়ারও তাঁর বন্ধুর বয়সেরই এবং সম্পদেও সমান! বয়স ৩৫, সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার! তিনি মাইক ক্যানোন-ব্রুকসের সফটওয়্যার প্রতিষ্ঠান “আটলাসিয়ান” – এর সহযোগি ছিলেন।
আরও পড়ুন

ডিজলাইক নয়, সরি বাটন

ডিজলাইক নয়, সরি বাটন



আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনার সকলে?

আল্লাহর রহমতে যেন সকলে সুস্থ থাকেন।


খবর হয়তো শুনেছেন...

ফেসবুকে কোনো পোস্ট পছন্দ না হলে 'ডিসলাইক' বাটন আসতে চলেছে।

মার্ক দাদা সেটাই সকলকে বলে দিয়েছেন।

এই খবরের পুরোটা সত্যতা নেই।

কারণ কারো মৃত্যু, প্রাকৃতিক বিপর্যয়, বা শরণার্থি সমস্যা নিয়ে যা চলছে সেই বিষয়ে কোনো পোস্ট হলে তাতে ডিসলাইক দেয়া হলে ব্যাপরটা বেশ বিব্রতকর মনে হবে। ধরুন কেউ মারা গেল। আপনি তাতে 'ডিসলাইক' করলেন। কিন্তু সেই ডিসলাইকটা কিসের জন্য! মানুষের মৃত্যুতে!

কারো প্রিয়জন মারা গেলেও অনেকে স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসে লাইক দিলেও সেটা সকলের কাছেই বিব্রতকর মনে হয়।

তাই আমিও এখন এরকম পোস্টে লাইক দেই না। কমেন্ট করি কেবল সমবেদনা জানানর জন্য।




আমার মতামত ছিল ক্যাটাগরি করে পোস্ট করার ব্যাবস্থা করার জন্য। যেমন, মৃত্যুর খবর, দুর্ঘটনার খবর, সমবেদনার খবর ,আনন্দের খবর ইত্তাদি ইত্তাদি ইত্তাদি।

তাহলে মানুশ তাদের ক্যাটাগরি মতো পোস্টে লাইক, দিজলাইক, সরি, বুউউ (!) ইত্যাদি এক্সপ্রেশন দিতে পারবেন।

ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ বলছেন, "আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কোনো ফোরাম নয় যে মানুষ 'লাইক', 'ডিসলাইক' অপশন ব্যবহার করে ভোটিং করবে।"


তাহলে? ফেসবুক কি করবে?

ফেসবুক আনতে চলেছে সরি বাটন। যা ব্যবহার করে কারো মৃত্যু বা দুর্ভাগ্যজনক কোনো ঘটনাতে আপনি 'সরি' বাটন টিপে আপনার প্রতিক্রিয়া জানালেন।

ফেসবুক 'ডিসলাইক' বাটন নিয়ে কাজ করছে। খুব শিগগির এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।


আমিও অধির আগ্রহে অপেক্ষা করছি।

আরও পড়ুন

স্কিনপ্যাক

স্কিনপ্যাক
স্কিনপ্যাক

ডেক্সটপ কাস্টমাইজেশনের জন্য অন্যতম সফটওয়্যার হল স্কিনপ্যাক ।
এর বেশ কিছু সুবিধা রয়েছে । এর ফলে র‍্যামের বেশ কিছু অংশ ফাকা থাকে এবং কম্পিউটারের গতি বেশি থাকে।
এটি অপারেটিং সিস্টেমের প্রায় সব বদলে দেয়।
  
যেমন,
·         স্টার্টআপ টোন ।
·         ওয়েলকাম স্ক্রিন।
·         কার্সর।
·         থিম।
·         আইকন।
·         সিস্টেম রিষ্টর পয়েন্ট।
·         বুট স্ক্রিন।

পুরাতন থিম চালাতে চালাতে অনেকে বিরক্ত বা একঘেয়ে হয়ে যান।
তাই আপনারা এটা ব্যাবহার করতে পারেন।

বিভিন্ন থিমপ্যাকের সম্ভার, www.skinpacks.com

এতে কোনও প্রোগ্রাম রিমুভ হবে না।
নতুন কোন স্কিনপ্যাক ইন্সটল করার আগে আগের স্কিনপ্যাকের ভার্সন আনইন্সটল করে তারপর নতুন স্কিনপ্যাক দিতে হবে।
স্কিনপ্যাক রিমুভ করতে কন্ট্রোল প্যানেল এর আনইন্সটল প্রোগ্রাম থেকে রিমুভ করতে হবে ।




এটি ইন্সটল করার সময় অন্য সকল প্রোগ্রাম বন্ধ করে দিন। 
আরও পড়ুন

বিশ্বের সব থেকে ধ্বাংসাত্মক অটোমেটিক রিমোট মেশিন গান "মেটাল স্ট্রম"

বিশ্বের সব থেকে ধ্বাংসাত্মক অটোমেটিক রিমোট মেশিন গান "মেটাল স্ট্রম"

১ মিনিটেই গুলি ছুঁড়বে ঠিক ১০ লাখ রাউন্ড!




বিশ্বের সব থেকে ধ্বাংসাত্মক অটোমেটিক রিমোট মেশিন গান৷ 
এটি এক মিনিটে ১০ লাখ বুলেট ছুঁড়েই যে ক্ষান্ত টা নয়, প্রতি মিনিটে বিপরীত পক্ষকে লক্ষ্য করে ১৮০টি মাঝারি মানের বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে এই মেসিন গান৷
 মেটাল স্ট্রম নামে এই অটোমেটিক আগ্নেয়াস্ত্রটি তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগ ও পৃষ্টপোষকতায়৷

প্রত্যেক সেকেন্ডে ১৬,০০০ রাউন্ড বুলেট ছুঁড়তে পারে এই মেটাল স্ট্রম৷
প্রতিটি প্রায় সুপারসনিক স্পিডে৷ অটোমেটিক মেশিন গানটি চালু হওয়ার আগে একটি ওয়ার্নিং সাইরেন বাজে৷ সাইরেন শেষ হতেই ঝড়ের গতিতে শুরু করে দেয় বুলেটের বর্ষণ৷
গানটি পুরোপুরি অটোমেটেড হওয়ায় ম্যানুয়ালি ট্রিগার বা মানুষ দ্বারা চালানোর দরকার নেই৷ 

অনেকটাই রিমোটের অন অফ বাটন প্রেস করে মেশিন গানটিকে নিয়ন্ত্রণ করা যাবে৷ 
 মেশিনগানে ব্যারেল ভর্তি বুলেট লাগে৷ 
আর সেই ব্যারেলের মধ্যে থরে থরে সারিবদ্ধভাবে বুলেট সাজানো থাকে৷যা মেশিনগানের মাধ্যমে ঝৃড়ের গতিতে বেরিয়ে আসে৷
সুত্রঃ নয়া দিগন্ত
আরও পড়ুন

NHSPC তে SPSC থেকে জুনিয়র ও সেকেন্ডারি গ্রুপের বিজয়ীদের তালিকা।

NHSPC তে SPSC থেকে জুনিয়র ও সেকেন্ডারি গ্রুপের বিজয়ীদের তালিকা।

NHSPC তে SPSC থেকে জুনিয়র ও সেকেন্ডারি গ্রুপের বিজয়ীদের তালিকা।


12
Foyez Mahmud
Shaheed Police Smrity College
18
Zayed All Nahiyan Hredoy
Shaheed Police Smrity College
19
Hisam Hafiz
Shaheed Police Smrity College
20
Talha Chowdhury
Shaheed Police Smrity College
21
Mustakim Ahmed
Shaheed Police Smrity College
23
Nazmush Salaheen
Shaheed Police Smrity College
24
Shahriar Salim Rafi
Shaheed Police Smrity College
10602
Tajbir Hossain Roman
            Shaheed Police Smrity College
10646
safkat Islam
Shaheed Police Smrity College
10670
Md Nazmuz Salaheen
Shaheed Police Smrity College 
10658
Md Zayed All Nahiyan
Shaheed Police Smrity College
10217
Salman Rahman
Shaheed Police Smrity College
10660
Md. Ibrahim Joy
Shaheed Police Smrity College
10688
Kanij fatema Maliha
Shaheed Police Smrity College
0218
Shakiruzzan Shaon
Shaheed Police Smrity College
10641
Gazi Tawsif Turabi
Shaheed Police Smrity College
10674
Zakia sultana Tasmim
Shaheed Police smrity College
10629
Sharmin Sultana Ripa
Shaheed Police smrity College
10035
Fajle Rafi
Shaheed Police smrity College
10657
Md. Talha Chowdhury (Raaz)
Shaheed Police smrity College
10662
Rashedul Islam Papon
Shaheed Police smrity College
10681
Jannatul Iqlam Jaba
Shaheed Police smrity College
10668
Nahid Mahmud
Shaheed Police smrity College

আরও পড়ুন

মোট পাতাদর্শিত