জেডটিই আক্সন

জেডটিই ডুয়াল লেন্স ক্যামেরার উচ্চ প্রযুক্তির জেডটিই অ্যাক্সন নামে নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে।


ডিভাইসটি আগামী ১৪ জুলাই নিউ ইয়র্কে উন্মোচনের পরিকল্পনা করছে।
প্রাথমিকভাবে এসব ডিভাইস যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে। জেডটিই অ্যাক্সন ডিভাইসটিতে ৪ গিগাবাইটের র‌্যাম ব্যবহার করা হয়েছে।
 বর্তমান বাজারে কম সংখ্যক স্মার্টফোন ডিভাইসেই ৪ গিগাবাইটের র‌্যাম রয়েছে।
অ্যাক্সনের এই এক সুবিধার কারণে উচ্চ প্রযুক্তির মোবাইল ডিভাইস বাজারে এটি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উচ্চ প্রযুক্তির স্যামসাং গ্যালাক্সি এস সিক্স, এইচটিসি ওয়ান এম নাইনসহ হাতেগোনা কয়েকটি ফ্যাগশিপ ডিভাইসে ৩ গিগাবাইট র‌্যাম রয়েছে। চীন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি আসুসের জেনফোন টু স্মার্টফোনেও ৪ গিগাবাইটের র‌্যাম ব্যবহার করা হয়েছে। 

জেডটিই অ্যাক্সনের আর একটি বিশেষ ফিচার হলো, ডিভাইসটিতে ডুয়াল এলইডি ফ্যাশসহ ডুয়াল লেন্স ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফলে ডিভাইসটির ক্যামেরার মাধ্যমে ফোরকে রেজুলেশনের ভিডিও ধারণ করা সম্ভব হবে। 
এর ক্যামেরায় একজন ব্যবহারকারীর হাসি শনাক্ত করে ফটো ধারণের সুবিধা রয়েছে। ডিভাইসটি দাম ৪৫০ ডলার হতে পারে। 

সুত্রঃ http://www.dailynayadiganta.com/detail/news/35602

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত