জানেন আপনার গুগল ক্রোমের পিসি ভার্সনে একটা হিডেন গেইম আছে?

আসসালামু আলাইকুম,
আপনারা কে কে গুগল ক্রোম চালান?
পিসি তে, মোবাইলে অনেকেই চালান না জানি। যে হারে ডাটা কাটে !!!

পিসিতে যারা চালান তাদের বলছি।
জানেন আপনার গুগল ক্রমের পিসি ভার্সনে একটা হিডেন গেইম আছে?

গেমটা খুবই সিম্পল। একটা ডাইনোসর দৌরাবে আর আপনাকে স্পেস চেপে সেই ডাইনোসরকে
বিভিন্ন অবস্ট্যাকল ডিঙাতে সাহায্য করতে হবে...

যখন আপনি নেট কানেকশন সহ কোনও অনলাইন পেজ লোড করবেন তখন পেজটা লোড হবে।
লোড হওয়ার পর ডাটা কানেকশান অফ করে পেজটা রিলোড করুন।
তখন ক্রোম বলবে, "Unable To Connect To The Internet"
আর উপরেই সেই গেইমটা দেখতে পাবেন।

এই গেইমটা গুগল ক্রোম ডেভেলপার টিম জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে তৈরি করেছে।



Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত