ভিএসডিসি ভিডিও এডিটর

  • আসসালামু আলাইকুম,

    আমি তাওসিফ তুরাবি।

     আজ আপনাদের দেবো একটি অসাধারণ ভিডিও এডিটর।

    তাও পুরো জেনুইন এবং ফ্রি!

    এটা হল ভিএসডিসি ভিডিও এডিটর। VSDC Video Editior.

    এটি ব্যাবহার অতি সহজ।

    প্রায় মাইক্রোসফটের মুভি মেকারের মতো।
    তবে বেশ কিছু আপডেট করা অপশন আছে।

    এতে আপনি ইচ্ছা করলে অ্যানিমেটেড গিফ ফাইল অ্যাড করতে পারবেন।

    ট্রান্সিসন দেওয়া যায়, ইন্টারফেস অনেকটা মুভি মেকারের মতো।

    যারা ব্যাবহার করেন নি, তারা সহজেই পারবেন।
    এতে একটি ইন্টারনাল ইউটিউব ভিডিও ডাউনলোডার ও ডাইরেক্ট কনভার্টার আছে।



    VSDC Editor


    এটি দিয়ে ইউটিউব থেকে ভিডিও সরাসরি MP3  অথবা অন্যান্য ফরমেটে নিতে পারবেন।

    এতে মুভিকে সিন (Scene) বলে।

    এছারা এতে আছে, একটি স্ক্রিন ক্যাপচার টুল, ওয়েবক্যাম ক্যাপচার টুল,
    ডিস্ক বারনার।


    ওপেন সোর্সের দৌলতে এটি পূর্ণ ফ্রি।

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত