গেমের মধ্যে স্ক্রিন শট নিতে পারছেন না?
ধরুন ফার ক্রাই ৩ খেলছেন,ফুল কনফিগে...
পাহাড়ের ওপর দাঁড়ালেন,
খুব ভালো লাগলো দৃশ্যটা।
ভাব্লেন,একে ওয়ালপেপার বানালে কেমন হয়?
এজন্ন Fraps!
যদিও এটা ফ্রী নয়,সেজন্য আমরা এতাকে ক্র্যাক করেছি।
গেমের ভেতর,বাহিরে সবখানে একটি হটকি চেপেই স্ক্রিনশট নিতে পারবেন।
এছাড়া এতে আছে Benchmarking tool,Screen Videographer(গেমের মাঝে ভিডিও করতে),FPS tools
ফ্রাপ্স [FRAPS] ,সবচেয়ে বহুল ব্যাবহারকৃত সফটওয়্যার
এখান থেকে ডাউনলোড করুন,
তবে ভিডিও মেকিং করতে এটা না ব্যবহার করতে বলবো।
কেননা এটার একেকটা ভিডিও প্রায় ১০ মিনিট করলেও ২ জিবি হয়ে যায়।
স্ক্রিন শট তবে ভালই নেয়।
৪ টি ফরম্যাট করে স্ক্রিন শট নেয়া যায়।
যেমন, jpg, png, bmp ও tga .
jpg ফরম্যাট করে তুললে ৫০০ কেবি হবে।
bmp ফরম্যাট করে তুললে ১ এমবি।
png ফরম্যাট করে তুললে ২ এমবি হতে পারে।
tga ফরম্যাট করে তুললে ৪ এমবি হতে পারে।
তবে ভিডিও করলে কেবল .avi ফরম্যাট করে তুলতে পারবেন।
তবে ফ্রেম রেট আপনার ইচ্ছা মত দিতে পারবেন।
যেমন ৬০,৭০, ১০০, ৩০ fps ইত্যাদি ইত্যাদি।