কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন?

আসসালামু আলাইকুম,

আজ আমি আপনাদের সাথে অনেক
অনেক ছোট একটি টিপস শেয়ার করবো ।
 wink ইমোটিকন
আসুন যেনে নিই কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।

আমরা অনেকেই পুরাতন কম্পিউটার, নেটবুক , ল্যাপটপ কিনি বা অনেকেই মনে মনে ভাবছেন পুরাতন কম্পিউটার, ল্যাপটপ,নেটবুক কিনব কিন্তু একটু সমস্যা হল এটা কতদিনের পুরাতন টা জানাটা একটু দরকার ।তাই যারা এগুলোর বয়স জানাটা একটু জরুরি মনে করেন তার জন্যই এই পোস্ট । কারন যে বিক্রি করবে সে সঠিক তারিখ নাও বলতে পারে । তাই আজ থেকে যেনে নিন কিভাবে একটি কম্পিউটার এর বয়স বের করা যাই তবে যারা যানেন তাদের জন্য আজকের পোস্ট নয়।

জানলে ভালো, না জানলে যেনে নিন ।







নিচের ধাপ গুলো পর্যায়ক্রমে অনুসরন করুনঃ



  • ১. প্রথমে স্টার্ট মেনু তে যান ।

  • ২. সার্চ অপশন থেকে cmd টাইপ করুন এবং ফাইল টিকে run as administration হিসেবে চালু করুন অথবা cmd চালু করুন ।

  • ৩. সেখানে টাইপ করুন নিচের কোডটি অর্থাৎ DEBUG টাইপ করে এন্টার দিন ।

  • ৪. তারপর সেখানে টাইপ করুন DF000:FFF5 এবং এন্টার দিন ।

  • ৫. তারপর দেখেনিন আপনার কম্পিউটারের বয়স।


সার্চ ট্যাগঃ CMD Tricks, My Computer Age, How Old Is My Computer, Windows


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত