কম্পিউটার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কম্পিউটার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কিভাবে বায়স (BIOS) আপডেট করবেন ?

কিভাবে বায়স (BIOS) আপডেট করবেন ?



অনেকেই ভালো হার্ডওয়্যার ব্যবহার করেও ভালো পারফরমেন্স পান না।
অনেকেই আবার ড্রাইভার আপগ্রেড করেন।

কিন্তু জানেন কি,

  যে বায়াসও আপগ্রেড করা যায়!

প্রথমে,

মাদারবোর্ডের বায়াস প্রোটেকশন জাম্পার (যদি থাকে) এর সেটিংস্‌ "Allow BIOS flasing" করে দিন।
অথবা, যদি মাদারবোর্ডের "Firmware write protect" সুবিধা থাকে,তবে টা Disable করে দিন।যা BIOS কে Remove বা Overwright হওয়া থেকে রক্ষা করে।
একটি Bootable Drive বা CD তৈরি করুন। (Windows এর ওয়েবসাইট থেকে সাহায্য নিন।)
একটি কার্যকরী (Official site থেকে নামালে ভালো হয়ে) Flash Utility Softwere এবং Motherboard এর সাইট থেকে BIOS এর ফাইল ডাউনলোড করুন।
যা কিছু ডাউনলোড করেছেন টা Bootable Drive এ রাখুন।
বর্তমান BIOS থেকে "Boot Priority item" change করে যে ড্রাইভ বা সিডিতে আছে তাতে সেট করে নিন।
এখন ড্রাইভ বা সিডিটি ইনসার্ট করে পিসি রিবুট করুন।

এখানে মনে রাখবেন,

BIOS setup file কোনও .exe ফাইল নয়।

বরং এটি .rom file

যেমনঃ 55482nd44E.rom


এখন যদি বুট আপ এর সময় কোনও কম্যান্ড অপশন আসে তবে,
১ম কাজ,
প্রথমে Flash Utility programe এর নাম তারপর বায়াস এর Setup file এর নাম লিখুন।
এবং এন্টার চাপুন।

যখন ইন্সটল হয়ে যাবে,Bootable Drive খুলে ফেলুন এবং রিস্টার্ট করুন।
যদি Flash BIOS Jumper থাকে,তুবে তা আগের অবস্থানে নিয়ে যান।

পিসি নিজেই রিস্টার্ট করবে।
আরও পড়ুন

ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনার

ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনার
আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের একটা পিসি ক্লিনার দিব।

এটাকে পিসি ক্লিনার বলা যায় না, কারন এটা একটা রেজিস্ট্রি ক্লিনার।
এটা সম্পূর্ণ ফ্রি, কোনো ক্র্যাক দরকার নাই।

এর নাম “Wise Registry Cleaner” বা ওআইজ রেজিস্ট্রি ক্লিনার।
তৈরি করেছে Wise Cleaner Group





এতে আছে একটা রেজিস্ট্রি ক্লিনার, একটি রেজিস্ট্রি ডিফ্রাগম্যানটার এবং সিস্টেম টিউনআপ ইউটিলিটি।

রেজিস্ট্রি ডিফ্রাগম্যানটার ব্যাবহার করার পর আপনার পিসি রিবুট করবে, এতে ভয় পাওয়ার কিছু নাই।

আপনি ডাউনলোড করে নিন।





ওয়েবসাইট www.wisecleaner.com
ট্যাগঃ Wise Registry Cleaner
আরও পড়ুন

স্কিনপ্যাক

স্কিনপ্যাক
স্কিনপ্যাক

ডেক্সটপ কাস্টমাইজেশনের জন্য অন্যতম সফটওয়্যার হল স্কিনপ্যাক ।
এর বেশ কিছু সুবিধা রয়েছে । এর ফলে র‍্যামের বেশ কিছু অংশ ফাকা থাকে এবং কম্পিউটারের গতি বেশি থাকে।
এটি অপারেটিং সিস্টেমের প্রায় সব বদলে দেয়।
  
যেমন,
·         স্টার্টআপ টোন ।
·         ওয়েলকাম স্ক্রিন।
·         কার্সর।
·         থিম।
·         আইকন।
·         সিস্টেম রিষ্টর পয়েন্ট।
·         বুট স্ক্রিন।

পুরাতন থিম চালাতে চালাতে অনেকে বিরক্ত বা একঘেয়ে হয়ে যান।
তাই আপনারা এটা ব্যাবহার করতে পারেন।

বিভিন্ন থিমপ্যাকের সম্ভার, www.skinpacks.com

এতে কোনও প্রোগ্রাম রিমুভ হবে না।
নতুন কোন স্কিনপ্যাক ইন্সটল করার আগে আগের স্কিনপ্যাকের ভার্সন আনইন্সটল করে তারপর নতুন স্কিনপ্যাক দিতে হবে।
স্কিনপ্যাক রিমুভ করতে কন্ট্রোল প্যানেল এর আনইন্সটল প্রোগ্রাম থেকে রিমুভ করতে হবে ।




এটি ইন্সটল করার সময় অন্য সকল প্রোগ্রাম বন্ধ করে দিন। 
আরও পড়ুন

ওয়ারলেস ব্লুটুথ লেজার কিবোর্ড

ওয়ারলেস ব্লুটুথ লেজার কিবোর্ড
এই কীবোর্ডের দাম ধরা হয়েছে ৳ ৬৫০০
সহজেই পকেটে বহনযোগ্য এবং ব্লুটুথে যেকোনো স্মার্ট দিভাইসে কাজ করে।

মিনিটে ৪০০ সিপিএস কি-স্ট্রোক নিতে পারে। 

এতে রয়েছে বিটি ২.০ সাথে এইচআইডি প্রোফাইল ভার্সন ১.০
লেজার ডায়োড দিয়ে লাইট সোর্সের কাজ করে।
বিল্ট ইন ব্যাটারি ৭০০০ এমএএইচ পাওয়ারের।



এখানে অনলাইনে কিনতে পারেন




আরও পড়ুন

কিভাবে বুঝবেন আপনার পছন্দের গ্রাফিক্স কার্ড চালানোর জন্য আলাদা কোনও PSU লাগবে কিনা?

কিভাবে বুঝবেন আপনার পছন্দের গ্রাফিক্স কার্ড চালানোর জন্য আলাদা কোনও PSU লাগবে কিনা?






আপনার পছন্দের গ্রাফিক্স কার্ডের TDP (Thermal Design Power) কত, তা বের করুন।

এক্ষেত্রে আপনি Google.com এর সাহায্য

নিতে পারেন।

যদি আপনার গ্রাফিক্স কার্ডের TDP 75

Watt বা তার চেয়ে কম হয়, তবে আপনার

আলাদা কোনো ব্রান্ডেড PSU লাগবে না, যদি আপনার একটি ভাল মানের Non Branded PSU থাকে। কিভাবে বুঝবেন আপনার Non Branded PSU/Branded PSU এর মান ভালো কি না?
আপনার PSU এর গায়ের লেবেল এর দিকে লক্ষ্য করুন। তারপর দেখুন +12 Volt Rail এ কত Ampere আছে?
তার মানে, দেখুন +12V কোথাও লেখা আছে কিনা। থাকলে এর নিচে দেখুন কত Ampere লেখা।
এটা হতে পারে 14A, 16A, 20A, 30A।
কখনও দেখবেন +12V
দুটো বা তিনটে রেইল আছে।
তবে আপাতত একটি +12V নিয়েই আলোচনা করি। 

যত Ampere লেখা আছে,
তাকে 12 দ্বারা গুণ করুন। যত পাবেন,
তা হল +12V Rail এ মোট সর্বোচ্চ কত ওয়াট পাওয়ার আপনার PSU সাপ্লাই দিতে পারে।

যেমন, যদি +12V Rail এ 14A লেখা থাকে, তবে আপনার PSU +12V Rail
এ সর্বোচ্চ 14x12=168W কারেন্ট সাপ্লাই দিতে পারে।
এই +12V Rail হচ্ছে PSU এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতার মাপকাঠি। কত ওয়াটের PSU,
সেটা না দেখে, +12V Rail এ কত Ampere আছে, তা দেখে PSU কেনা উচিৎ। গ্রাফিক্স কার্ড এই +12V Rail থেকে কারেন্ট নেয়। 
এতে যত বেশি Ampere থাকবে, তত বেশি পাওারের গ্রাফিক্স কার্ড চালানো সম্ভব।

তবে এখানে কিছু কথা আছে। +12V Rail থেকে শুধুমাত্র গ্রাফিক্স কার্ডই কারেন্ট নেয় না, প্রসেসর, কেসিং এর ফ্যানও কারেন্ট নেয়। তাহলে, যদি আপনার পিসিতে +12V Rail এ 14A বিশিষ্ট PSU থাকে, এবং যদি প্রসেসরের TDP 65Watt হয়, এবং আনুষাঙ্গিঙ্ক বিভিন্ন উপকরণে 25Watt খরচ হয়, তবে আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড বাদে +12V Rail এ মোট খরচ হয় 65W+25W=90W তাহলে, আপনার +12V Rail এ বাকি রইল 168W-90W=78W। তাহলে, আপনি এই PSU তে 78W এর একটি External গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন (যদি আপনার PSU 100% Efficient হয়, তবে তা কোনও মতেই সম্ভব নয়, সবচেয়ে ভালো PSU তেও) ফলে, ধরে নেই আপনার গ্রাফিক্স কার্ডের জন্য বাকি থাকে Around 50W-55W তার মানে, এই Non Branded PSU তে, 50W থেকে 55W TDP বিশিষ্ট গ্রাফিক্স কার্ড চালাতে পারবেন। মনে করি, আপনার পছন্দের গ্রাফিক্স কার্ডের TDP হচ্ছে 125W তাহলে প্রথমেই যে জিনিসটা মাথায় আনবেন, তা হচ্ছে, আপনার PSU তে অন্তত একটি 6 PIN পাওয়ার কানেক্টর থাকতে হবে (ভালো Non Branded এবং Branded PSU তে পাওয়া যায়) তারপর দেখবেন, আপনার প্রসেসর, গ্রাফিক্স কার্ড এবং আনুষাঙ্গিক খরচ হিসেব করে আপনার পিসির মোট কারেন্ট খরচ কত আসে। যা পাবেন, তা 12 দিয়ে ভাগ করে আপনার PSU এর +12V Rail এ Minimum কত Ampere থাকতে হবে, তা জানতে পারবেন।





collected
আরও পড়ুন

মোট পাতাদর্শিত