ক্যালকুলাসের কাণ্ড

ক্যালকুলাসের কাণ্ড।

হার্জ, তার টিনটিন কমিক সিরিজের আরকটি বৈজ্ঞানিক কল্পকাহিনী।

হার্জের বইের আর্ট এবং কাহিনী, দুটিই বেশ সুন্দর করে ফুটে ওঠে।

টিনটিনের বিজ্ঞানী বন্ধু ক্যালকুলাস, আবিস্কার করেন এমন অস্ত্র, যা উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ দিয়ে কোনোও বস্তুকে বিলীন করে দিতে পারে।
সরল বিজ্ঞানী ক্যালকুলাস সেটা জানেন না শত্রুরা একে পৃথিবী ধ্বংসের কাজে লাগাবে!

বিদেশী রাষ্ট্র গুলো উঠে পড়ে লাগে সেই অস্ত্রের ব্লুপ্রিন্ট হাতাতে।

কিন্তু রুখে দাড়ায় টিনটিন। মাঝে ক্যালকুলাস কিডন্যাপ হয়ে যান। তাকেও খুজে বের করবে টিনটিন।
অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে বইটি পড়ে দেখুন।



Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত