মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস "আমি তপু"
এখানে পিতাহারা এক কিশোরের কথা বলা হয়েছে। তার ক্লাস ফাইভে থাকার সময় বারা দুর্ঘটনায় মারা যায়, কিন্তু সে ভাগ্যক্রমে বেঁচে যায়।
তার মা এই ঘটনার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পরেন।
কিন্তু তপু, সে ছিল একটি লুকানো তারা। সে গনিত ভালোবাসতো।
এমন কোন গনিত ছিল না যা সে পারে না।
তার স্কুলে কোন আগ্রহ ছিল না।
স্কুলে দেখা হয় একটি মেয়ের সাথে, নাম তার প্রিয়াঙ্কা।
এই মেয়েটি যেন আবিস্কার করে তপুকে !
ঘটনাক্রমে তপু দেশসেরা গনিতবিদ হয় ৮ম শ্রেণীতে থাকতেই।
কিন্তু তার জীবনে নেমে আসে দুঃখের বৃষ্টি !