ব্লগস্পট পোস্টে কি কোড ইনপুট দিতে পারছেন না? এখন পারবেন HTML Encoder দিয়ে!

আসসালামু আলাইকুম,
কেমন আছেন?

আমরা ব্লগস্পট ব্লগিং প্ল্যাটফর্ম ইউজারেরা যখন পোস্ট লিখি কিংবা পোস্টের মাঝে কোন রকম কোড দিতে চাই তা দেওয়া যায়। কারন আমরা চাই সেই কোড এক্সিকিউট হয়। কিন্তু আমরা যখন কোন কোড ভিজিটরদের জন্য দেই তখন কিভাবে দেব। ভিজিটরদের কোড কিভাবে দেব? দিতে গেলেই তো এক্সিকিউট হয়ে যাবে।


তাই আমাদের এই কোড এনকোড করে নিতে হবে।

এনকোড করলে ব্রাউজার এই কোড ডিকোড করবে, কিন্তু এক্সিকিউট করবে না। এই এইচটিএমএল এনকোডার নিয়ে আমি, তাওসিফ তুরাবি একটা ছোটো ওয়েব অ্যাপ বানিয়েছি। আপনি যদি ব্লগস্পট ব্লগার হন, তবে আপনার এটি কাজে আসবে বলে আমি বিশ্বাস করি।





এতে এটি এইচটিএমএল ট্যাগের লেস দ্যান, গ্রেটার দ্যান এবং & চিহ্নকে এনকোড করে এবং এএনএসআই থেকে ইউনিকোডে দিয়ে আউটপুট দেয়। এটি কোন সার্ভার সাইড অ্যাপ নয়, এটি ক্লায়েন্ট সাইড অ্যাপ তাই আপনি সহজে একবার পেইজ লোড করেই অনেক কোড এনকোড করতে পারবেন।  

ডাউনলোড করে ইউজ করতে পারবেন কিংবা অনলাইনে ইউজ করতে পারবেন। বেশ সিম্পল ডিজাইন, তাই ডাটা এফিশিয়েন্ট!


এখান থেকে ইউজ করুন বা ডাউনলোড করুন,

আমাদের আরও অ্যাপ দেখতে ভিজিট করুন,

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত