আসসালামু আলাইকুম,
আসলে, যারা নতুন ব্লগার, ব্লগিং লাইনে বেশিদিন নেই, তারা ফ্রি টেম্পলেটের স্থলে প্রিমিয়াম টেম্পলেট ইউজ করতে যায়। এবং অনেকে কোনো কারন ছাড়াই ফুটার ক্রেডিট রিমুভ করে দেয়। এটা অনৈতিক। কিন্তু ব্লগের ভেতরে কমেন্টে ডেভেলপারের নাম রেখে ফুটার রিমুভ করা যেতে পারে।
কিভাবে রিমুভ করবেন?
আসলে, এই লিঙ্কগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রাম করা থাকে। জাভাস্ক্রিপ্ট চেক করে দেখে তার কাছে দেওয়া ভেরিয়েবল নেইম এবং ইউআরএল এর সাথে ফুটার ক্রেডিটের মিল আছে নাকি। না থাকলে সে রিডাইরেক্ট করে দেয়।
জাভাস্ক্রিপ্টাকে খুজে বের করে রিমুভ করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ এবং অনেক ক্ষেত্রে অসম্ভব। কারন হয়তো জাভাস্ক্রিপ্টগুলো এনকোড করা থাকে, এতে খুজেই পাওয়া যায় না।
কেমন আছেন?
প্রায়ই নানা ব্লগার টেম্পলেটের ওয়েবসাইটে ঘোরার সময় আমার ইউজারদের ফিডব্যাক বা কমেন্ট সেকশনে চখ পড়ে। সেখানে অনেকের প্রশ্নের একটা বড় অংশ হল, টেম্পলেটের নিচের ফুটার রিমুভ করলে নাকি ডেভেলপার পেইজে রিডাইরেক্ট হয়ে যায়। এটা সত্য যে ডেভেলপারদের ক্রেডিট মোছা উচিত নয়। কিন্তু অনেকেই ব্লগের সৌন্দর্যের(!) কথা চিন্তা করে এটা রিমুভ করার চেস্টা করি। আবার অনেকে লিঙ্ক বা নাম বদলে দেই, এতেও রিডাইরেক্ট হতে থাকে।
আসলে, যারা নতুন ব্লগার, ব্লগিং লাইনে বেশিদিন নেই, তারা ফ্রি টেম্পলেটের স্থলে প্রিমিয়াম টেম্পলেট ইউজ করতে যায়। এবং অনেকে কোনো কারন ছাড়াই ফুটার ক্রেডিট রিমুভ করে দেয়। এটা অনৈতিক। কিন্তু ব্লগের ভেতরে কমেন্টে ডেভেলপারের নাম রেখে ফুটার রিমুভ করা যেতে পারে।
আসলে, এই লিঙ্কগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রাম করা থাকে। জাভাস্ক্রিপ্ট চেক করে দেখে তার কাছে দেওয়া ভেরিয়েবল নেইম এবং ইউআরএল এর সাথে ফুটার ক্রেডিটের মিল আছে নাকি। না থাকলে সে রিডাইরেক্ট করে দেয়।
জাভাস্ক্রিপ্টাকে খুজে বের করে রিমুভ করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ এবং অনেক ক্ষেত্রে অসম্ভব। কারন হয়তো জাভাস্ক্রিপ্টগুলো এনকোড করা থাকে, এতে খুজেই পাওয়া যায় না।
কিন্তু আমরা একটা সিএসএস এপ্লাই করে ২ মিনিটেই এটা রিমুভ করতে পারি।
- প্রথমে ব্লগার ডট কমে যান।
- ব্লগার প্রোফাইলে গিয়ে কাঙ্ক্ষিত ব্লগে যান।
- এবার Dashboard > Template > Edit HTML.এ যান।
- এবার credit/footer link খুজে বের করুন। আপনি Copyright, credit or designed এজাতীয় লেখা খুজে পেতে পারেন। (নিচে নমুনা)
- নিচের কোড ছবির মত করে এন্ট্রি করে দিন
style=”display: none”
- এবার টেম্পলেট সেইভ করে নিন