ফটোশপে নিজের স্কেচ নিজেই বানান

আসসালামু আলাইকুম,

কেমন আছেন? আজ আপনাদের সিম্পল একটি ফটোশপ টিউটোরিয়াল দেবো।

আজ আপনাদের শিখিয়ে দেবো কিভাবে ফটোশপ দিয়ে ছবিকে স্কেচ বানিয়ে ফেলবেন।




দরকারি ছবি ওপেন করুন।



Ctrl+J চাপুন ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট করতে,



তারপর Ctrl+ Shift+U চেপে কালার রিমুভ করে দিন, এতে ছবি সাদা কালো হবে।



আবার Ctrl+J চাপুন এবং আরেকটি লেয়ার বানান, তারপর Ctrl+I দিয়ে কালার উল্টে দিন বা ইনভারট করে দিন।



ব্লেন্ড মোড বদলে Color Dodge করে দিন।




এই অপশন সিলেক্ট করে দিন Filter>Blur> Gaussian Blur এবং Radius 8px করে ওকে ক্লিক করুন।





Ctrl+Shift+Alt+E দিয়ে নতুন একটি লেয়ার মারজ করুন, এবং Ctrl+J দিয়ে কপি করুন।

 ব্লেন্ড মোড মাল্টিপ্লাই করে দিন,এখন Ctrl + J দিয়ে লেয়ার বারবার কপি করতে পারেন স্কেচের লাইন স্ট্রং করতে।

 সবচেয়ে উপরের লেয়ার হাইলাইট করুন, Shift চেপে ধরে background লেয়ারের আগের লেয়ারে ক্লিক করে সব লেয়ার সিলেক্ট করুন এবং Ctrl+E দিয়ে মারজ করে নিন। 


এখন Shift+Ctrl+S চেপে ইমেজ সেভ করে দিন






Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত