আসসালামু আলাইকুম,কেমন আছেন?
অনেকদিন পর পর ফটোশপ নিয়ে পোস্ট করি।
তো বাবা ফটোশপ, তুমি কি রাগ করেছো? :ভি
আচ্ছা, আপনারা যারা ফটোশপ ব্যাবহার করেন তারা নিশ্চয়ই বর্তমানে সিএস৫ বা ৬ ভার্সনে আছেন। আসলে মডার্ন পোলাপান এই দুইটাই এখন চালায়, বেশিরভাগ বুড়োরাই পুরনো ভার্সন গুলো চালান। আর কিছু বলবো না, হাজার হোক তাদের নাড়ির টান :P
ফটোশপে আমাদের যে জিনিসটায় এখন সবচেয়ে বেশি ঝামেলায় পরতে হয় তা হল বাংলা লেখা। সেখানে সব লেখা অভ্র দিয়ে ইউনিকোডে লিখতে ফন্ট ভেঙ্গে যায়।
এখন আগে আপনাকে অভ্র কীবোর্ড সেটআপ করতে হবে।
এখান থেকে ডাউনলোড করে নিন, অফিসিয়াল সাইট
এবং আপনার কিছু বিজয় ফন্ট লাগবে। সেটা গুগলে পেতে পারেন আমি এই টিউটোরিয়ালে chandrabotiMJ ব্যাবহার করেছি। এই ফন্ট এখানে পাবেন।
Jump To Tutorial Video
এছাড়া সিয়াম রূপালী ও কালপুরুষ ফন্টের এএনএসআই ভার্সন অভ্র কীবোর্ডের সাথেই আছে। মানে সেটআপের সাথেই পাবেন।
অনেকদিন পর পর ফটোশপ নিয়ে পোস্ট করি।
তো বাবা ফটোশপ, তুমি কি রাগ করেছো? :ভি
আচ্ছা, আপনারা যারা ফটোশপ ব্যাবহার করেন তারা নিশ্চয়ই বর্তমানে সিএস৫ বা ৬ ভার্সনে আছেন। আসলে মডার্ন পোলাপান এই দুইটাই এখন চালায়, বেশিরভাগ বুড়োরাই পুরনো ভার্সন গুলো চালান। আর কিছু বলবো না, হাজার হোক তাদের নাড়ির টান :P
ফটোশপে আমাদের যে জিনিসটায় এখন সবচেয়ে বেশি ঝামেলায় পরতে হয় তা হল বাংলা লেখা। সেখানে সব লেখা অভ্র দিয়ে ইউনিকোডে লিখতে ফন্ট ভেঙ্গে যায়।
ভাঙ্গা বাংলা ইউনিকোড |
এখন আগে আপনাকে অভ্র কীবোর্ড সেটআপ করতে হবে।
এখান থেকে ডাউনলোড করে নিন, অফিসিয়াল সাইট
এবং আপনার কিছু বিজয় ফন্ট লাগবে। সেটা গুগলে পেতে পারেন আমি এই টিউটোরিয়ালে chandrabotiMJ ব্যাবহার করেছি। এই ফন্ট এখানে পাবেন।
Jump To Tutorial Video
এছাড়া সিয়াম রূপালী ও কালপুরুষ ফন্টের এএনএসআই ভার্সন অভ্র কীবোর্ডের সাথেই আছে। মানে সেটআপের সাথেই পাবেন।