ফটোশপ সিএস৫ এবং ৬ -এ অভ্র কীবোর্ড দিয়ে অনায়সে লিখুন ANSI বাংলা ফন্টে!

আসসালামু আলাইকুম,কেমন আছেন?

অনেকদিন পর পর ফটোশপ নিয়ে পোস্ট করি।
তো বাবা ফটোশপ, তুমি কি রাগ করেছো? :ভি

আচ্ছা, আপনারা যারা ফটোশপ ব্যাবহার করেন তারা নিশ্চয়ই বর্তমানে সিএস৫ বা ৬ ভার্সনে আছেন। আসলে মডার্ন পোলাপান এই দুইটাই এখন চালায়, বেশিরভাগ বুড়োরাই পুরনো ভার্সন গুলো চালান। আর কিছু বলবো না, হাজার হোক তাদের নাড়ির টান :P



ফটোশপে আমাদের যে জিনিসটায় এখন সবচেয়ে বেশি ঝামেলায় পরতে হয় তা হল বাংলা লেখা। সেখানে সব লেখা অভ্র দিয়ে ইউনিকোডে লিখতে ফন্ট ভেঙ্গে যায়।

ভাঙ্গা বাংলা ইউনিকোড

এখন আগে আপনাকে অভ্র কীবোর্ড সেটআপ করতে হবে।
এখান থেকে ডাউনলোড করে নিন, অফিসিয়াল সাইট

এবং আপনার কিছু বিজয় ফন্ট লাগবে। সেটা গুগলে পেতে পারেন আমি এই টিউটোরিয়ালে chandrabotiMJ ব্যাবহার করেছি। এই ফন্ট এখানে পাবেন।
Jump To Tutorial Video
এছাড়া সিয়াম রূপালী ও কালপুরুষ ফন্টের এএনএসআই ভার্সন অভ্র কীবোর্ডের সাথেই আছে। মানে সেটআপের সাথেই পাবেন।

এখন ফটোশপ খুলুন।


এবং যেকোনো ইমেজ খুলুন বা নতুন তৈরি করুন। এবং সেখানে টেক্সট টুল সিলেক্ট করে একটি টেক্সট এরিয়া তৈরি করুন।




এখন স্টার্ট মেনুর ডান পাশের নোটিফিকেশন আইকন এরিয়া থেকে অভ্র কীবোর্ডে রাইট ক্লিক করে Tools তারপর Unicode to Bijoy Text Converter সিলেক্ট করুন। এরপরের কাজ কি বুঝতেই পারছেন! আপনার পছন্দের লেখা অভ্র দিয়ে লিখে বিজয়ে কনভার্ট করুন।



এখন আপনার বিজয়ে কনভার্ট করা লেখা কপি করে নিন Ctrl + C চেপে।





এবং সেই কনভার্ট করা লেখা ফটোশপের মাঝে খোলা টেক্সট এরিয়ায় পেস্ট করে দিন। ঠিকমতো ফন্ট সিলেক্ট না করা থাকলে হিজিবিজি কোড দেখাবে।





এখন কোনও বিজয় ফন্ট সিলেক্ট করে দিলেই হবে, তবে তার আগে পুরো টেক্সটটা সিলেক্ট করে রাখবেন। নাহলে কাজ হবে না!




এখন ইচ্ছে মতো স্টাইল দিন বা মডিফাই করুন!



দেখুন ভিডিও টিউটোরিয়াল!




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত