আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
আজকে আপনাদের ফটোশপে ছবিতে One Blur One Real ইফেক্ট দিতে শেখাবো। এটা মূলত অ্যাপ দিয়ে দেয়। তবুই ফটোশপে প্রফেশনালদের মতো করতে অন্য রকম মজা আছে।
তাহলে, এবার ফটোশপ চালু করে ছবি নিয়ে তৈরি হয়ে যান!
নমুনা ফলাফল |
প্রথমে কাঙ্খিত ইমেজ ফটোশপে ওপেন করুন
এবার ব্লার (Blur) টুল সিলেক্ট করে নিন
এবার ইমেজের মাঝে রাইট ক্লিক করুন এবং এডজাস্ট করে নিন,
সাইজঃ 228 পিক্সেল
হার্ডনেসঃ 100%
এবার পুরো ইমেজের ওপর ব্রাশ করে ব্লার করে দিন
এবার উপরের হাইড করা লেয়ারটি ভিজিবল করে দিন এবং রিসাইজ টুল সিলেক্ট করে নিন (ধাপ ১,২) এবং Show Transform Control অস্পশনে টিক দিয়ে
Left Alt + Left Shift চেপে ধরে মাউস দিয়ে ইমেজ রিসাইজ করলে ছবি ছোট বড় হবে। তারপর বুঝতেই পারবেন।
ধাপ ১ |
ধাপ ২ |
এবার Left Shift + S চাপলেই ইমেজ সেভ করতে পারবেন