GE.TT তে ফ্রিতে গান হোস্টিং করুন, ইম্বেড করুন সহজেই

আসসালামু আলাইকুম,    

GE.TT এর নাম শুনেছেন? এটা একটা ক্লাউড ড্রাইভ ।
শুনেন নি হয়তো । অথবা শুনলেও পাত্তা দেবেন না।
কারন এতে একটা একাউন্তে জায়গা থাকে মাত্র ২ জিবি!


হাসির ব্যাপার! তবে কেন মিডিয়াফায়ার ব্যাবহার করেন না ?



GE.TT তে একটা সুবিধা আছে, যা অন্য কেউ দেয় না ।
যেগুলো হল,

·         ডিরেক্ট ফাইল শেয়ারিং।
·         ইজি আপলোড।




          আরেকটি সুবিধা আছে যা অন্য কেউ দেয় না, সেটা হল ডাইরেক্ট লিংক শেয়ারিং !
          এতে কোনও অ্যাড থাকে না !


অনেক ক্ষেত্রে দেখা যায়, অ্যাডের জন্য ডাউনলোড বাটন পাওয়া যায় না



আর ভাবছেন কি? মিডিয়াফায়ার থেকেও তো ডিরেক্ট লিংক বানানো যায় ।

না । যায় না।


যায়, তবে তা ২৪ ঘণ্টা পর এক্সপায়ার হয়ে যাবে। www.youtube-mp3.org একই ভাবে ডিরেক্ট লিংক এক্সপায়ার করে দেয়।

তো GE.TT ব্যাবহার করুন ।



দাঁড়ান! আগে একটা লিঙ্কের নমুনা দেই । আর কিভাবে লিংক বের করবেন তা বলে দেই !

http://ge.tt/api/1/files/8E8IZRH2/0/blob?download





HighLight করা লিঙ্কটি কপি করে নিন। তাহলেই ডাইরেক্ট লিঙ্ক পাবেন।


তো MP3 ফাইলের ডাউনলোড লিঙ্ক তো পেলেন, Live Stream Download Bar বানাবেন কিভাবে ?


এক উত্তর, অডিও ট্যাগ ।


চেনেন না ? ভাববেন না টিউন শেষ।
বলে দিচ্ছি।




ফলাফল আসবে এরকম,



ডেমো



উপরে যে কোড লিখলাম, তার সোর্সে আপনার গানের ডাইরেক্ট লিঙ্ক পেস্ট করে দিন ।
পাশে ডাউনলোড বাটন বসিয়ে দিন।
এবার কোডটি এইচটিএমএলে পেস্ট করে দিন।

দেখুন, সুন্দর একটি সাউন্ড প্লে বার আসে পড়েছে।
গান যতবার বাজান হবে, ততবার ডাউনলোড বাড়বে।

২ জিবি শেষ হলে ?
নতুন ইমেইল দিয়ে নতুন আইডি খুলে নিন।


        



Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত