আসসালামু আলাইকুম,
আজ আপনাদের একটা চমক দেবো।
এই ট্রিক আমার নিজের বানানো। তবে কাজটা বেশ সোজা।
এখন আপনি ফ্রি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এবার আপনার পছন্দের ফন্টের .ttf ফাইল ge.tt তে আপলোড করে দিন। আমার প্রিয় ফন্ট সিয়াম রুপালি।
c:/windows/Font ফোল্ডারে আপনার ফন্ট পাবেন।
কিংবা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন।
আর হাইলাইট করা Download বাটনের লিঙ্ক হল ডাইরেক্ট লিঙ্ক। এটা আপনার ফন্ট হোস্ট লিঙ্ক। এটা কপি করে নিন।
আজ আপনাদের একটা চমক দেবো।
এই ট্রিক আমার নিজের বানানো। তবে কাজটা বেশ সোজা।
ধাপ ১
প্রথমে আপনাকে ge.tt সাইট থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে তারা আপনাকে ২ জিবি ক্লাউড স্পেস ফ্রি দেবে।এখন আপনি ফ্রি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এবার আপনার পছন্দের ফন্টের .ttf ফাইল ge.tt তে আপলোড করে দিন। আমার প্রিয় ফন্ট সিয়াম রুপালি।
c:/windows/Font ফোল্ডারে আপনার ফন্ট পাবেন।
কিংবা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন।
আর হাইলাইট করা Download বাটনের লিঙ্ক হল ডাইরেক্ট লিঙ্ক। এটা আপনার ফন্ট হোস্ট লিঙ্ক। এটা কপি করে নিন।
ধাপ ১.১ |
ধাপ ১.২ |
ধাপ ২
আপনার ফন্ট একবার ওপেন করে পিসিতে সেটআপ করে দেখে নিন, এর নাম কি?
সিয়াম রুপালির নাম "Siyam Rupali Regular"
নিচের সিএসএস কোডে আপনার ফন্টের নাম, যেটা সিএসএসে ফন্ট-ফ্যামিলিতে বসাবেন সেই নাম দিবেন।
যেমন,
যেমন,
<div style="font-family: Siyam Rupali;"> হ্যালো! </div> |
যদি ফন্ট ইউনিক হয়, তবে ge.tt এর ডিরেক্ট লিঙ্ক বসিয়ে দিন। লিঙ্ক অনেকটা এরকম হবে http://ge.tt/api/1/files/5iVp5WM2/0/blob?download
@font-face { font-family: 'Siyam Rupali'; font-style: normal; font-weight: 400; src: url(http://ge.tt/api/1/files/5iVp5WM2/0/blob?download); } |
এবার আপনার বানানো সিএসএস </b:skin> (blogspot) বা সিএসএসে দিয়ে দিন।
এবার আপনার সিএসএস বা <b:skin> ট্যাগের নিচে যত font-family: আছে, সেখানের ফন্টের নাম কেটে আপনার ফন্টের নাম দিন, যে নাম font-family: 'Font Name'; এখানে দিয়েছিলেন।
ব্যাস! কেল্লা ফতে!
আমার ব্লগ, http://bloggertawsiftorabi.blogspot.com/ www.grplusbd.cf