ওয়েবসাইট বা ব্লগে পিডিএফ [PDF] ডকুমেন্ট ইম্বেড করুন

আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
বিজয়ের শুভেচ্ছা সকলকে।

আজ একটা মজার ট্রিক আপনাদের শিখিয়ে দেবো।
ওয়েবসাইট বা ব্লগে পিডিএফ [PDF] ডকুমেন্ট ইম্বেড করবেন।

খুবই সোজা।

আপনার পিডিএফ কোন হোস্টিং সাইটে হোস্ট করে নিন। যেমন গুগল ড্রাইভ, GE.TT ইত্যাদি।

গুগল ড্রাইভে হোস্ট করবেন কিভাবে তা এখান থেকে জেনে নিন।

এখন হোস্ট লিঙ্ক নিচের কোডের "HoSt" লেখায় পেস্ট করে দিন। height বদলিয়ে ইচ্ছেমত দিতে পারেন।

<iframe height="500p" src="HoSt" width="100%">
First Setup Adobe Reader
</iframe>

যেমন, 
<iframe height="500p" src="https://googledrive.com/host/0Bz8X6FgnifH3ZWxzb2YtVHRKN2s" width="100%"></iframe>

ডেমো,



সিম্পল। আশা করি পারবেন। সমস্যায় কমেন্ট করবেন।



খোদা হাফেজ।

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত