Responsive Tester Lite - Open Source - আমাদের টিমের নতুন টুল

আসসালামু আলাইকুম,
অনেক দিন পর আবার আপনাদের জন্য, বলতে গেলে ডেভেলপারদের জন্য একটা টুল নিয়ে এলাম।
এটা একটা রেস্পন্সিভ টেস্টার। আইডিয়াটা কমন হলেও এর ডিজাইন অত্যন্ত লাইট এবং দ্রুত কম ডাটা খরচ করেই ব্যাবহার করতে পারবেন। এটি ওপেন সোর্স এবং বর্তমানে এর ১.০ ভার্সন অনলাইনে ছাড়া হয়েছে। কিছু বাগ আছে, তা ফিক্স করা হবে। চাইলে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। বিশ্বাস করেন বা নাই করেন, কেবল জাভাস্ক্রিপ্ট দিয়েই ডিজাইন করেছি এই অ্যাপটি।
এটা খুবই সিম্পল ডিজাইন ইউজ করেছি, এবং ন্যাটিভ জাভাস্ক্রিপ্ট দিয়ে করেছি। এখানে responsivetest.com এর মতো ড্র্যাগ আন্ড ড্রপ ফিচার নেই, কিন্তু কী-বোর্ড শর্টকাট আছে! এজন্যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজার ডোম ব্যাবহার করেছি।


আইফ্রেমের,
Width বাড়াতে W এবং + একসাথে চাপুন বা চেপে ধরে রাখুন।
আবার কমাতে - চাপুন।
একইভাবে,
Height বাড়াতে H এবং + একসাথে চাপুন বা চেপে ধরে রাখুন। আবার কমাতে - চাপুন।



ব্যাবহার করে দেখতে, 

সোর্স কোড পাবেন, এখানে গিটহাব
  • Current Verson: 1.0.0
  • Platform: Xross Browser
  • Developer: Tawsif Torabi
  • Release: 31 August, 2016
  • Source: Open
ফিচারঃ
  1. Responsive Design
  2. Lite and Clean Design
  3. Easy Proggramming
  4. Native Javascript and CSS
  5. Open Source
  6. Keyboard Shortcuts!
  7. Device Presets
  8. Bottom Notificator
  9. Floating Tools
  10. Toggle Show and Hide Side Tools

Keyboard Shortcuts:

KeysWhat They Does
W + Plus(+)Increases Width
W + Minus(-)Decreases Width
H + Plus(+)Increases Height
H + Minus(-)Decreases Height













Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত