অনলাইন সিসমোগ্রাফ

অনলাইন সিসমোগ্রাফ।

এটা কোন তথ্য সংরক্ষন করতে পারে না।
কিন্তু এটা আপনার অ্যান্ডরয়েদের সিসমিক একটিভিটি সেন্স করতে পারে।

এটা ব্যাবহার করার জন্য আপনার লাগবে
  • Android এ গুগোল ক্রোম ব্রাউজার।
  • অথবা অ্যাপল ম্যাকবুক ।
Android এ গুগোল ক্রোম চালু করে নিচের লিঙ্কে জান, তবেই অ্যাপ টি পেয়ে যাবেন।
ইচ্ছা করলে পেজটি সেভ করে অফলাইন ইউস করতে পারেন।

কোন সমান ও স্থির জায়গায় এটা রাখলে এটা স্থির সবুজ দাগ দেখাবে।
যদি সামান্য নরে যায়, তবে সবুজ দাগও নরে যাবে।
http://www.grplusbd.cf/2015/05/online-sismograph-detects-earthquaks.html
http://app.appsgeyser.com/GRPlus%20Seismograph%20Offline


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত