ফায়ার অ্যালার্ম

ফায়ার অ্যালার্ম




আসসালামু আলাইকুম,

কেমন আছো তোমরা সকলে?


তোমরা যেমন বসে আছো, আমিও তেমন বসে আছি এই ছুটিতে।

তো আর বসে থাকার দরকার নেই, আসো কার্যকরী একটা ফায়ার অ্যালার্ম বানিয়ে ফেলি!

ফায়ার অ্যালার্ম এখন সব বড় বড় স্থাপনায় ব্যাবহার হচ্ছে। ডাটাসার্ভার, অফিস, ব্যাংক এমনকি বাসা বাড়িতেও।
এটি আগুন লাগার আগেই ধোঁয়া সেন্স করে অ্যালার্ম চালু করে আশে পাশের মানুষকে সতরক করে দেয় যাতে তারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে পারে। তবে অনেক ফায়ার সেন্সরে পাম্প যুক্ত থাকে যাতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট যায়গায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা যায়।

এটি যে কেবল সম্পদ রক্ষা করে টা নয়, অনেক ক্ষেত্রে প্রাণও রক্ষা করে।

আমরা আজকে সিম্পল একটা ফায়ার অ্যালার্ম বানাবো যা মূলত থারমিস্টর বা থার্মাল রিসিস্টর এবং আইসি এনই ৫৫৫ ই [NE555E] বা ৫৫৫ টাইমার আইসি দিয়ে তৈইরি। এটা থারমিস্টর দিয়ে আসে পাশের তাপমাত্রার তুলনা করে একটা অ্যালার্ম বাজাতে পারে।
এই সারকিটে মুল পার্টস হল থারমিস্টর। থারমিস্টর হল একটি তাপমাত্রা সেনসিটিভ রিসিস্টর। সে তাপের ওপর ভিত্তি করে রিসিস্টেন্স বারায় বা কমায়।

এখানে ৫৫৫ টাইমারকে এস্টেবল মোডে সেট করা থাকবে, তাই সে একটা অ্যালার্ম টোনের মতো আওয়াজ করবে।
আমরা আর১ [R1] এর মান বদলে আওয়াজ বদলাতে পারি কিংবা আমরা ভেরিএবল রিসিস্টর বা পট ব্যাবহার করতে পারি যার মান হতে হবে ১ কিলো ওহম।

যা যা লাগবে,
  • 555 Timer IC
  • NPN Transistor BC547
  • Thermistor (10K)
  • Resistors (1K, 100K, 4.7K)
  • Variable resistor (1M)
  • Capacitor (10uF)
  • Buzzer and Battery (9v)





তুমি নিশ্চয়ই উপরে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। যখন থারমিস্টরের কাছে কোন আগুন থাকে না তখন তার রোধ থাকে ১০০০০ ওহম বা ১০ কিলো ওহম। আর ট্রাঞ্জিস্টর তখন অন অবস্থায় থাকে কারন সেখানে পর্যাপ্ত নিগেতিভ ভোল্টেজ নেই, এবং এতে রিসেট পিনে চার্জও নিগেতিভ থাকবে। তখন আর ৫৫৫ আইসি কাজ করবে না।

যখন থারমিস্টর কে তাপ দেওয়া হবে, এর রোধ কমতে থাকবে, এবং যখন কমতে থাকে তখন একসময় সেই ভোল্টেজ এতো কমে যে ট্রাঞ্জিস্টরের অপারেটিং ভোল্টেজের নিচে চলে যায়।তখন ট্রাঞ্জিস্টর বন্ধ হয়ে যায়। এবং যখন বন্ধ হয়ে যায় তখন রিসেট পিন R3 দিয়ে পজিটিভ ভোল্ট পায় এবং ৫৫৫ চালু হয় এবং বাযার আওয়াজ করে।

সেন্সিতিভিটি কন্ট্রোল করতে আমরা ভেরিএবলটি ব্যাবহার করবো।

আবার আমরা DR25 জার্মেনিয়াম ডায়োড দিয়েও হিট সেন্সর বানাতে পারি। যখন DR25 জার্মেনিয়াম ডায়োড রিভার্স বায়াসে কানেক্ট করা হয়, তখন এর প্রচুর রিভার্স রিসিস্টেন্স থাকে এবং এটি কেবল ৭০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কন্ডাক্ট করে।


আরও পড়ুন

অডিও অ্যামপ্লিফায়ার :: IC LM386 পকেট সাইজ

অডিও অ্যামপ্লিফায়ার :: IC LM386 পকেট সাইজ
আসসালামু আলাইকুম,আপনারা কেমন আছেন?

আজকে আপনাদের ৫ থেকে ১২ ভোল্টের মাঝে কিভাবে ১ ওয়াটের মিনি অ্যামপ্লিফায়ার বানাতে হয় তা শিখিয়ে দিবো।


এখানে ব্যাসিক ইলেকট্রনিকস পেজ থেকে একটি ভিডিও টিউটোরিয়াল দেয়া হল। তবে বাংলা ব্যাখ্যা ও ডায়াগ্রাম তো থাকবেই। আর এই আইসি একটা এম্প আইসি বললেও এটিও একটি অপারেশনাল এমপ্লিফায়ার। এর আউটপুটের ক্ষমতা অনেক বেশি।
একে আপনি পকেটে ভরে ঘুরে বেড়াতে পারবেন।
এর কিছু সুবিধা আছে। যেমন,







  • মোবাইলের ৫ ভোল্ট ব্যাটারি দিয়ে চলে।
  • পাওয়ার ব্যাংক দিয়ে চলে।
  • মোবাইলের চার্জার আডপ্টার দিয়ে চলে।
  • ৯ভোল্টের এল্কালিন ব্যাটারি দিয়ে চলে।
  • USB পাওয়ার দিয়ে চলে।হেডফোন অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • এটি সাইজে খুব ছোট বলে আপনি মোবাইলের মত এটাকেও সাথে নিয়ে ঘুরতে পারবেন।
  • সার্কিটটিতে তেমন কোন নয়েজ হয়না।


  • TTC Tunes



    বানাতে লাগবে,                                                                              [কালেক্টেড ফ্রম রুবেল টিটিসি]







  • একটি 0.1uF ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 104।
  • একটি 100uF 25v পোলারিস্ট ক্যাপাসিটর।
  • একটি 10 ওহম রেজিস্ট্যান্স যার কালার কোড বাদামী কালো কালো সোনালী
  • একটি LM386 নাম্বারের আইসি।(KA386 হলেও হবে)
  • যেকোন রেডিও'র স্পিকার বা ছোট সাইজের যেকোন স্পিকার একটি।


  • এবার নিচের মত করে সংযোগ দিন।



    আইসি'র পিনের নাম্বার দেখুন।
    TTC Tunes




    একটু লক্ষ্য করবেনঃ

    • চার্জার দিয়ে বা USB পাওয়ার দিয়ে চালানোর সময় যদি কোন নয়েজ হয় তাহলে সার্কিটের ব্যাটারির লাইনের দু' প্রান্তের বায়াসের সাথে 1uF থেকে 1000uF এর ভিতরে যেকোন মানের, যেকোন ভোল্টেজের পোলারিস্ট ক্যাপাসিটর লাগিয়ে দিবেন।
    • আপনি চাইলে audio input এ 10k মানের ভলিউম বা ভেরিয়েবল লাগিয়ে সাউন্ড কমবেশি করতে পারবেন।


    বেস বুস্টার দিতে চাইলে,




    আরও পড়ুন

    নন-চ্যাটার রিলে সার্কিট

    নন-চ্যাটার রিলে সার্কিট


    মাঝে মাঝে আমরা রিলে চ্যাটার এর মত সমস্যায় পড়ি, তখন দুটি ক্যাপাসিটর দ্বারা এই সমস্যা সমাধা করা যায়।

    এই সার্কিট একটি পিএনপি ট্রানজিস্টার বেস করে বানানো হয়েছে।

    পিএনপি ট্রানজিস্টার নেগেটিভ কারেন্ট কালেক্ট করে এমিট করে। একে সুইচ করতে পজিটিভ কারেন্ট দরকার হয়।

    তাই এখানে এলডিআর কে পজিটিভ বায়াস ও ভেরিয়াবল রিসিস্টর বা পট কে নিগেতিভ বায়াসে দেওয়া হয়েছে। যখন এলডিআরে আলো পরে তখন রোধ কমে গিয়ে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যায় ও নিগেতিভ কারেন্ট ওভাররাইড হয়ে ট্রানজিস্টার সুইচ হয়ে যায়।


    আর রিলে চ্যাটার বন্ধ করার জন্য দুই বায়াসে ক্যাপাসিটর গুলি কেবল ভোল্টেজ গেইন করে এবং সাথে সাথে এমিট করে দেয়। তাই চ্যাটার হওয়ার মত অসংলগ্ন বায়াস থাকে না।


    এতে এটি নাইট সেন্সর হিসেবে কাজ করে। এবার যদি এলডিআর নিগেতিভ ও পট পজিটিভ বায়াসে দেওয়া হয় তবে এটি লাইট সেন্সর বা ডে সেন্সর হিসেবে কাজ করবে।











    যে যে কম্পোনেন্ট ব্যাবহার হয়েছে,

    • এলইডি
    • ১০০কে পট
    • এলডিআর
    • বিসি৫৪৭ ট্রাঞ্জিস্টর
    • ৬ ভোল্ট সাপ্লাই
    • ১০০০ মাইক্রো ফ্যারাড দুইটি ক্যাপাসিটর
    • ৬ ভোল্ট রিলে সুইচ
    • 4007 পিএন ডায়োড

    আরও পড়ুন

    অটোম্যাটিক নাইট লাইট :: Transistor BC547 PNP

    অটোম্যাটিক নাইট লাইট :: Transistor BC547 PNP



    এই সার্কিট একটি পিএনপি ট্রানজিস্টার বেস করে বানানো হয়েছে।
    পিএনপি ট্রানজিস্টার নেগেটিভ কারেন্ট কালেক্ট করে এমিট করে। একে সুইচ করতে পজিটিভ কারেন্ট দরকার হয়।
    তাই এখানে এলডিআর কে পজিটিভ বায়াস ও ভেরিয়াবল রিসিস্টর বা পট কে নিগেতিভ বায়াসে দেওয়া হয়েছে। যখন এলডিআরে আলো পরে তখন রোধ কমে গিয়ে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যায় ও নিগেতিভ কারেন্ট ওভাররাইড হয়ে ট্রানজিস্টার সুইচ হয়ে যায়।

    এতে এটি নাইট সেন্সর হিসেবে কাজ করে। এবার যদি এলডিআর নিগেতিভ ও পট পজিটিভ বায়াসে দেওয়া হয় তবে এটি লাইট সেন্সর বা ডে সেন্সর হিসেবে কাজ করবে।









    যে যে কম্পোনেন্ট ব্যাবহার হয়েছে,

    • এলইডি
    • ১০কে পট
    • এলডিআর
    • বিসি৫৪৭ ট্রাঞ্জিস্টর
    • ৬ ভোল্ট সাপ্লাই

    আরও পড়ুন

    অটোম্যাটিক নাইট লাইট :: Operational Amplifier CA3140

    অটোম্যাটিক নাইট লাইট :: Operational Amplifier CA3140


    পুরো সার্কিটটা একটা অপ এম্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 
    এবং এলডিআর (লাইট ডিপেন্ডেন্ট রিসিস্টর) হল এমন একটি রিসিস্টর যা আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতে রোধ বাড়ায় বা কমায়।

    এই সার্কিটে, আমরা মূলত একটি অপারেশনাল অ্যামপ্লিফায়ার যা আইসি CA3140 ব্যাবহার হয়েছে।
    পিন 2 এবং 3 ভোল্টেজ ডিফার করে এবং পার্থক্য বুঝে আউটপুট দেয়। আইসি এখানে LDR ও VR1 এবং R1 ও R2এর মাঝে ভোল্টেজ ডিফার করে।

    আলোর অভাব দেখা দিলে LDR এর রোধ বেড়ে যায়। তাই তখন অপ আম্প পার্থক্য ধরতে পেরে বিদ্যুৎ প্রবাহ চালু করে দ্যায়। সেই প্রবাহ একটি ট্রানজিস্টারের বেসে যায়, এবং ট্রান্সিস্টার চালু হয়ে যায়। এতে রিলে সুইচও অন হয়ে যায়। এভাবেই নাইট লাইট কাজ করে।

    পিন ২ এর ইনভারটিং ইনপুট পিন ৩ এর নন-ইনভারটিং ইনপুট থেকে বেশি ভোল্টের হয়। কমে গেলেই অপ এম্প বিদ্যুৎ প্রবাহ চালু করে।






    যে যে কম্পোনেন্ট ব্যাবহার হয়েছে,

    1. IC CA3140 – 1
    2. Resistor
    3. R1 (100k) – 1
    4. R2 (560E) – 1
    5. R3 (1K) – 1
    6. R4, R5 (100K) – 2
    7. VR1 (100K) – 1
    8. C1 (10uF) – 1
    9. LDR – 1
    10. T1 (BC548) – 1


      

    From Electronics HUB
    আরও পড়ুন

    "গেমার" ক্রিয়েটিভ রেস্পন্সিভ ব্লগার টেম্পলেট

    "গেমার" ক্রিয়েটিভ রেস্পন্সিভ ব্লগার টেম্পলেট
    আসসালামু আলাইকুম,
    কেমন আছেন? নতুন একটা টেমপ্লেট আমার খুবই ভালো লাগলো, তাই আপনাদের জন্য নিয়ে এলাম।
    এর নাম গেমার।
    মূলত গেমিং ব্লগ চালানর জন্য এর সৃষ্টি, তবে নিউজ সাইট, রিভিউ সাইটের, এমনকি ম্যাগাজিন সাইটের জন্য এটি আদর্শ।

    এক নজরে দেখে নেই এর ফিচার গুলি,
    1. এসইও অপ্টিমাইজড
    2. স্মুথ ফন্ট স্টাইল
    3. ড্রপ ডাউন মেনু
    4. ফিচারড পোস্ট স্লাইডার
    5. মাস্কুলিন গেইম বেসড ডিজাইন
    6. সোশ্যাল বার
    7. রেস্পন্সিভ ডিজাইন
    একে তৈরি করেছে Vee Themes LTD

    Demo | Download
    Gamer - creative gaming theme
    আরও পড়ুন

    ব্লগার দিয়ে গান স্ট্রিমিং ও ডাউনলোড সাইট বানান (মেগা অ্যান্ড ইউনিক পোস্ট)

    ব্লগার দিয়ে গান স্ট্রিমিং ও ডাউনলোড সাইট বানান (মেগা অ্যান্ড ইউনিক পোস্ট)
    আসসালামু আলাইকুম,
    কেমন আছেন? ডিসেম্বরের ছুটিতে আছেন বোধহয়।

    music site via blogger


    আচ্ছা গানের সাইট বানাতে চান?


    প্রচুর খরচ! হোস্টিং কিনো, ডোমেইন কিনো, হেন করো, তেন করো।
    রাখেন ভাই, গুগোল এতো সুবিধা দেয়, নাকের সামনে থাকলেও তো দেখেন না।
    মানে?
    গুগোল ড্রাইভ, গুগোল সাইট, গুগোল হোস্ট, ব্লগস্পট
    কিভাবে ইউজ করে বানাবো? এগুলিতো ব্লগ বানানোর জন্য।
    বুদ্ধি খাটিয়ে গানের সাইটও বানানো যায়।


    প্রথমে পছন্দের নামের ব্লগস্পট ব্লগ খুলুন। একটি গুগোল একাউন্ট এজন্য মাস্ট লাগবে।
    গানের সাইট, তাই সুরেলা নাম দিতে পারেন(!)
    ব্লগস্পট সাইট খুলতে চাইলে কিঞ্চিত এইচটিএমএল কোড ও সিএসএস জানা প্রয়োজন।
    এজন্য w3schools.com এর সাহায্য নিতে পারেন। সেখানে সব ব্যাখ্যা করা আছে ও প্র্যাকটিস প্যাড আছে।




    টেম্পলেট


    এখন একটা সুরেলা টেম্পলেট দরকার।
    যেকোনো টেম্পলেট লাগাতে পারেন। গানের সাইটের টেম্পলেট লাইট বা কম ডাটা খরচ হয়, এমন হওয়াই ভালো।
    আমি সাজেস্ট করবো Le Tour টেম্পলেট টি। এটি ডাউনলোড করতে আপনাকে ফেসবুকে লগড ইন থাকতে হবে, কারন এটি ফেসবুকে হোস্ট করা। এটির সিএসএস অসাধারণ।
    ডাউনলোড করে নিন


    এছাড়া অন্যান্য সাইট থেকেও পছন্দ মতো টেম্পলেট ডাউনলোড করে ইন্সটল করতে পারেন।
    এখানে সাইটের তালিকা ও রিভিউ দেয়া আছে 


    http://designscrazed.org/
    এই সাইট টি থেকে আপনারা ২০১৫ সালের সেরা ৫৮ টি ব্লগার থিম ডাউনলোড করতে পারবেন।এগুলো ভালো মানের ও সুন্দর।থিমে আছে অ্যাড এর জন্য আলাদা জায়গা।


    http://www.mybloggerthemes.com/
    এই সাইট এ আপনারা ১-৪ কলামের ব্লগার থিম পাবেন।SEO উপযোগি মাগাজিন,পত্রিকা, ইত্যাদি ভালো মানের থিম পাবেন।


    http://btemplates.com/
    এই সাইটে ব্লগিং উপযোগি থিম পাবেন।কিন্তু এগুলো SEO উপযোগি এবং অ্যাড এর জন্য আছে আলাদা জায়গা। এখানে পাবেন ব্লগিং,গান,অনলাইন শপ,ফটোগ্রাফ্‌, ফ্যাশন, ডিজাইন ,মাগাজি্‌ন,ইত্যাদি থিম। আছে আলাদা কলামের থিম।


    http://www.soratemplates.com/
    এই সাইটে পাবেন ভালো খেলাধুলা, সিনেমা বিষয়ক থিম।এছাড়া অন্য সব তো আছেই।


    http://www.freshdesignweb.com
    এই সাইটে ব্লগিং উপযোগি থিম পাবেন। এগুলো অনেকটা ওয়ার্ডপ্রেস থিম এর মত। এখানে আছে ৬০ টি থিম।


    http://www.bloggertemplatestore.com/
    থিম এর জন্য এটি অনেক ভালো সাইট।



    কিছু ফ্রি থিম বা টেম্পলেটের সাইট,



    টেম্পলেট ইন্সটল করতে না পারলে এই পোস্টে তাহমিদের ডিরেকশন দেখুন।




    হোস্ট

    এখন ঠিক মতো যদি টেম্পলেট ব্লগে সেটআপ দিতে পারেন তবে আমরা কাজের দ্বিতীয় ধাপে আসি,

    গান কোথায় ও কিভাবে হোস্ট করবেন।
    মিউজিক ভিডিও হলে ভিমিও, ইউটিউব ইত্যাদি সাইটে হোস্ট করতে পারেন।

    তবে এমপি৩ ফাইল গুগোল ড্রাইভে, জিই ডট টিটি সাইটে হোস্ট করতে পারেন।

    গুগোল ড্রাইভে ফাইল হোস্ট করার নিয়ম এখানে ছবি সহ পাবেন, আর নিচে তো বলেই দিচ্ছি।


    1. প্রথমে আপনার কাঙ্ক্ষিত ফাইলে রাইট ক্লিক করুন। এবং Share ক্লিক করুন।Advance ক্লিক করুন
    2. Change ক্লিক করুন এবং পাবলিক সিলেক্ট করুন
    3. Public করে দিন এবং সেভ করে দিন
    4. এখন লিঙ্ক কপি করে নিন।

    এখন,


    এই লিঙ্ক গুলো হয় অনেকটা এরকম,
    https://drive.google.com/file/d/0Bz8X6FgnifH3cDBwVFNFZlpqbTg/view?usp=sharing


    এটাকে বানাতে হবে এরকম,
    http://googledrive.com/host/0Bz8X6FgnifH3TF9HWFpDZTlSSWs/


    মানে মাঝের হাবিজাবি লিঙ্কের অংশটা http://googledrive.com/host/xxxxx এই xxxxx এর জায়গায় বসিয়ে দিতে হবে।


    আর জিই.`টিটি সাইটে হোস্ট করতে পারেন।
    কিভাবে করবেন তা আমি এই পোস্টে আগেই ব্যাখ্যা করে রেখেছি।

    তাছারা এখানে দেখুন,

    দাঁড়ান! আগে একটা লিঙ্কের নমুনা দেই । আর কিভাবে লিংক বের করবেন তা বলে দেই !

    http://ge.tt/api/1/files/8E8IZRH2/0/blob?download



    HighLight করা লিঙ্কটি কপি করে নিন। তাহলেই ডাইরেক্ট লিঙ্ক পাবেন।
    ২ জিবি শেষ হলে ?
    নতুন ইমেইল দিয়ে নতুন আইডি খুলে নিন।


    তো MP3 ফাইলের ডাউনলোড লিঙ্ক তো পেলেন, Live Stream ও Download Bar বানাবেন কিভাবে ?
    এক উত্তর, অডিও ট্যাগ ।
    চেনেন না ? ভাববেন না টিউন শেষ।
    বলে দিচ্ছি।



    ইম্বেডিং ট্র্যাকস


    অডিও ট্যাগ পারেন?
    আপনি যদি অভিজ্ঞ (মানে অনেকটাই জানেন ডিজাইনিং সম্পর্কে) তবে ইউনিক জেপি প্লেয়ার ইউজ করতে পারেন। অথবা অডিও ডট জেএস।

    কিন্তু অনাভিজ্ঞ হলে অডিও ট্যাগই ভরসা।
    অডিও ট্যাগ হল সরাসরি এইচটিএমএল কোড দিয়ে কোন প্রকার গ্রাফিকেল কাজ ছাড়াই ওয়েব পেজে অডিও প্লেয়ার আনার ব্যাবস্থা।

    নমুনা দেখুন,
    <audio controls>
    <source src="host link" type="audio/mp3">
    </audio>

    এখানে কন্ট্রোলস (Controls) ট্যাগ দিয়ে পুরো কন্ট্রোল বার ভিসিবল বা দৃশ্যমান করা হয়েছে।

    সোর্স (Source) ট্যাগে src="host link" এর স্থানে আপনার গানের হোস্টেড লিঙ্ক দিয়ে দিন। আপনার এইচটিএমএল প্লেয়ার তৈরি।


    ফলাফল আসবে এরকম,


    উপরে যে কোড লিখলাম, তার সোর্সে আপনার গানের ডাইরেক্ট লিঙ্ক পেস্ট করে দিন ।
    এবার কোডটি এইচটিএমএলে পেস্ট করে দিন।

    দেখুন, সুন্দর একটি সাউন্ড প্লে বার আসে পড়েছে।
    গান যতবার বাজান হবে, ততবার ডাউনলোড বাড়বে।

    প্লেবারে ইচ্ছা মতো স্টাইল যোগ করতে পারেন, মানে সিএসএস আপ্লাই করতে পারেন। ডেমো

    CSS Code,




    audio {
    background:#ff0000;
    box-shadow: 0px 2px 2px #ffffff;
    border:#488A13 1px solid;
    opacity: .75;
    }
    audio:hover{
    background:#002200;
    opacity: .9;
    }


    অথবা,

    audio {background:linear-gradient(lime, #ff0000);

    box-shadow: 0px 2px 2px #ffffff;
    border:#488A13 1px solid;
    opacity: .75;
    }
    audio:hover{
    background:#002200;
    opacity: .9;
    }

    আর জাভা স্ক্রিপ্ট ইউজ করতেই পারেন, মানে জাভা স্ক্রিপ্ট অডিও প্লেয়ার।
    এখানে পাবেন ডিটেল। এই পোস্টেও বলছি সমস্যা নেই।


    অডিও ডট জেএস [audio.js]

    যদি আপনার ব্লগস্পট সাইট হয়, তবে Templete>Edit HTML দিয়ে <head> ও </head> এর মাঝে নিচের কোড পেস্ট করে দিন।

    <script src="http://kolber.github.io/audiojs/audiojs/audio.min.js"></script>
    <script>
    audiojs.events.ready(function() {
    audiojs.createAll();
    });
    </script>

    এখন আপনার কাজ শেষ!    ডেমো      
    কেবল নিচের মতো করে অডিও ইম্বেড করতে হবে আপনাকে,

    <audio
    src="http://ge.tt/api/1/files/6VtKUPO2/2/blob?download"
    preload="auto">
    </audio>

    MP3 Player

    <object type="application/x-shockwave-flash" data="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" width="200" height="20">    <param name="movie" value="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" />    <param name="bgcolor" value="#ffffff" />    <param name="FlashVars" value="mp3=http%3A//flash-mp3-player.net/medias/another_world.mp3" /></object>
    কমলা হাইলাইট করা স্থানে এমপি৩ লিঙ্ক বসিয়ে দিন।


    ডাউনলোড বাটন বানানো


    এখন আসি গানের ডাউনলোড বাটন বানানোর কথায়। অনেকে ছবি দিয়ে ডাউনলোড বাটন বানান, সেগুলো আকর্ষণীয় কিন্তু রেস্পন্সিভ নয়।
    তাই আমি কিছু সিএসএস ডাউনলোড বাটন দিচ্ছি আপনাদের।

    আগে ডেমো দেখে নিন
    এখন কোড নিন এবং এটাকে ব্লগের সিএসএস বা <b:skin> ট্যাগের নিচে পেস্ট করে দিন,

    a.download{
    display: block;
    font-size: 2.4vw;
    font-weight: bold;
    text-transform: uppercase;
    padding: 10px 15px;
    margin: 20px auto;
    color: white;
    border-radius: 30px 30px 30px 30px;
    background: linear-gradient(#dadad7, white);
    text-shadow: 0 -1.5px 0 #000;
    box-shadow: 2px 2px 2px black;
    cursor: pointer;
    font-family: siyam rupali;
    text-align: center;
    width: 60%;
    text-decoration: none;
    }
    a:hover.download{
    background: linear-gradient(yellow, red);
    color: black;
    }
    এখন কেবল আপনাকে ডাউনলোড লিঙ্কের এঙ্কর ট্যাগে একটা class="download" যোগ করতে হবে।
    যেমন,

    <a href="গানের ডাউনলোড লিঙ্ক" class="download">Download The Song!</a>

    এখন একটা পরিপূর্ণ গানের পেজের ডেমো দেখুন,

    আরও পড়ুন

    বোর্ড পরীক্ষার রেজাল্ট গেজেট যুক্ত করে নিন

    বোর্ড পরীক্ষার রেজাল্ট গেজেট যুক্ত করে নিন




    Powered by Education Board
    Created by Tawsif Torabi, Adminstrator, GR+


    <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
    <iframe height="800" scrolling="no" src="http://www.educationboardresults.gov.bd/lite/index.php" width="680"></iframe><br />
    <br />
    Powered by Education Board<br />
    Created by Tawsif Torabi, <a href="http://grplusbd.cf/" target="_blank">Adminstrator, GR+</a></div>

    আরও পড়ুন

    ওয়েবসাইট বা ব্লগে পিডিএফ [PDF] ডকুমেন্ট ইম্বেড করুন

    ওয়েবসাইট বা ব্লগে পিডিএফ [PDF] ডকুমেন্ট ইম্বেড করুন
    আসসালামু আলাইকুম,
    কেমন আছেন?
    বিজয়ের শুভেচ্ছা সকলকে।

    আজ একটা মজার ট্রিক আপনাদের শিখিয়ে দেবো।
    ওয়েবসাইট বা ব্লগে পিডিএফ [PDF] ডকুমেন্ট ইম্বেড করবেন।

    খুবই সোজা।

    আপনার পিডিএফ কোন হোস্টিং সাইটে হোস্ট করে নিন। যেমন গুগল ড্রাইভ, GE.TT ইত্যাদি।

    গুগল ড্রাইভে হোস্ট করবেন কিভাবে তা এখান থেকে জেনে নিন।

    এখন হোস্ট লিঙ্ক নিচের কোডের "HoSt" লেখায় পেস্ট করে দিন। height বদলিয়ে ইচ্ছেমত দিতে পারেন।

    <iframe height="500p" src="HoSt" width="100%">
    First Setup Adobe Reader
    </iframe>

    যেমন, 
    <iframe height="500p" src="https://googledrive.com/host/0Bz8X6FgnifH3ZWxzb2YtVHRKN2s" width="100%"></iframe>

    ডেমো,



    সিম্পল। আশা করি পারবেন। সমস্যায় কমেন্ট করবেন।



    খোদা হাফেজ।
    আরও পড়ুন

    555 Timer IC: প্রোজেক্ট:: ৭ :: অ্যাম্বুলেন্স লাইট

    555 Timer IC: প্রোজেক্ট:: ৭ :: অ্যাম্বুলেন্স লাইট
    আসসালামু আলাইকুম,
    কেমন আছো সকলে? আমি ভাল আছি তো নেই। 

    কথা বলতে ভালো লাগে না। তাই কাজের কথাই বলি।

    অনেকেই মডেল প্রোজেক্ট বানাও তাই না? সেই প্রোজেক্টে কি পুলিশ স্টেশন দাও? অথবা হাসপাতালের গাড়ি? 
    দিলে তা আরও আকর্ষণীয় করে তুলতে নিচের সার্কিটের তুলনা নেই। 













    এটা বানানোর জন্য তোমাদের লাগবে,


    • ৫৫৫ টাইমার আইসি
    • ৫ ভোল্ট সাপ্লাই
    • ক্যাপাসিটর 1uF
    • 68k Resistor
    • LED লাল ও নীল
    • রিসিস্টর ৪০০ ওহম ২টা

    এখানে আমরা 1uF বদলে যত কম বা বেশি মানের ক্যাপাসিটর ইউজ করবো, লাইটের স্পীড তারে ওপর ডিপেন্ড করবে।

    ডায়াগ্রাম


    আরও পড়ুন

    মোট পাতাদর্শিত