555 Timer IC: প্রোজেক্ট:: ৭ :: অ্যাম্বুলেন্স লাইট

আসসালামু আলাইকুম,
কেমন আছো সকলে? আমি ভাল আছি তো নেই। 

কথা বলতে ভালো লাগে না। তাই কাজের কথাই বলি।

অনেকেই মডেল প্রোজেক্ট বানাও তাই না? সেই প্রোজেক্টে কি পুলিশ স্টেশন দাও? অথবা হাসপাতালের গাড়ি? 
দিলে তা আরও আকর্ষণীয় করে তুলতে নিচের সার্কিটের তুলনা নেই। 













এটা বানানোর জন্য তোমাদের লাগবে,


  • ৫৫৫ টাইমার আইসি
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • ক্যাপাসিটর 1uF
  • 68k Resistor
  • LED লাল ও নীল
  • রিসিস্টর ৪০০ ওহম ২টা

এখানে আমরা 1uF বদলে যত কম বা বেশি মানের ক্যাপাসিটর ইউজ করবো, লাইটের স্পীড তারে ওপর ডিপেন্ড করবে।

ডায়াগ্রাম



Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত