555 Timer IC :: প্রোজেক্ট ৫ :: বাই পোলার এলইডি ড্রাইভার

আসসালামু আলাইকুম,
অনেকদিন অনলাইন হতে পারি না। আম্মার অসুস্থতা একটা বড় কারন এবং তার ওপর পরীক্ষা।
যাইহোক, আমার আম্মার জন্য দোয়া করবেন।


ছবিঃ ২

আজকে আমরা বাই পোলার এলইডি এর ড্রাইভার কিভাবে বানায় তা শিখবো। ৫৫৫ আইসি এর এটা ৬ষ্ঠ প্রোজেক্ট।

বাই পোলার এলইডি কি?

এর জবাব হল,
" এটি এমন একটি এলইডি যেটার দুটি পোলার ব্যাবহার করা যায়। একবার পিএন বায়াস দিলে লাল এবং এনপি বায়াস দিলে হয়তো সবুজ আলো ছড়াবে।"

পিএন = পজিটিভ - নেগেটিভ
এনপি = নেগেটিভ - পজিটিভ

পোস্টের শেষে ভিডিও আছে।
বাইপোলার এলইডি
কিভাবে কাজ করে বাইপোলার এলইডি?







এখন একটা এলইডি এর কনফিগারেশন দেখুন।

এলইডি -এর কনফিগারেশন
LED এর একটা পিন ছোট ও একটা বড়। বড় পিন হল এনোড বা পজিটিভ। ছোটটা হল ক্যাথোড বা নিগেটিভ।
এছাড়া ভালো করে লক্ষ করলে বুঝতে পারবেন, নেগেটিভ পিনের ওপর প্লাস্টিকের আবরণী খানিকটা চাপা। এটাও যাতে বোঝা যায় নেগেটিভ পিন কোনটা সেইজন্যে দেওয়া হয়েছে।







ছবিঃ ১





এই প্রোজেক্ট বানাতে আপনার লাগবে,
  • এলইডি বাই পোলার।
  • বাই পোলার না থাকলে 
  1. এলইডি একটা লাল   
  2. এলইডি একটা সবুজ 

  • ৫৫৫ আইসি
  • ৬৮ কিলো ওহম রিসিস্টর একটা
  • ৫০০ ওহম রিসিস্টর দুইটা
  • ক্যাপাসিটর ১ থেকে ১০ এর ভেতর যেকোনো মানের।
  • তার
  • ৫ ভোল্ট সাপ্লাই

ডায়াগ্রাম

ডায়াগ্রাম





Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত