অটোম্যাটিক নাইট লাইট :: Operational Amplifier CA3140



পুরো সার্কিটটা একটা অপ এম্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 
এবং এলডিআর (লাইট ডিপেন্ডেন্ট রিসিস্টর) হল এমন একটি রিসিস্টর যা আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতে রোধ বাড়ায় বা কমায়।

এই সার্কিটে, আমরা মূলত একটি অপারেশনাল অ্যামপ্লিফায়ার যা আইসি CA3140 ব্যাবহার হয়েছে।
পিন 2 এবং 3 ভোল্টেজ ডিফার করে এবং পার্থক্য বুঝে আউটপুট দেয়। আইসি এখানে LDR ও VR1 এবং R1 ও R2এর মাঝে ভোল্টেজ ডিফার করে।

আলোর অভাব দেখা দিলে LDR এর রোধ বেড়ে যায়। তাই তখন অপ আম্প পার্থক্য ধরতে পেরে বিদ্যুৎ প্রবাহ চালু করে দ্যায়। সেই প্রবাহ একটি ট্রানজিস্টারের বেসে যায়, এবং ট্রান্সিস্টার চালু হয়ে যায়। এতে রিলে সুইচও অন হয়ে যায়। এভাবেই নাইট লাইট কাজ করে।

পিন ২ এর ইনভারটিং ইনপুট পিন ৩ এর নন-ইনভারটিং ইনপুট থেকে বেশি ভোল্টের হয়। কমে গেলেই অপ এম্প বিদ্যুৎ প্রবাহ চালু করে।






যে যে কম্পোনেন্ট ব্যাবহার হয়েছে,

  1. IC CA3140 – 1
  2. Resistor
  3. R1 (100k) – 1
  4. R2 (560E) – 1
  5. R3 (1K) – 1
  6. R4, R5 (100K) – 2
  7. VR1 (100K) – 1
  8. C1 (10uF) – 1
  9. LDR – 1
  10. T1 (BC548) – 1


  

From Electronics HUB

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত