স্কিনপ্যাক
ডেক্সটপ কাস্টমাইজেশনের জন্য অন্যতম সফটওয়্যার হল স্কিনপ্যাক ।
এর বেশ কিছু সুবিধা রয়েছে । এর ফলে র্যামের বেশ কিছু অংশ ফাকা থাকে এবং কম্পিউটারের গতি বেশি থাকে।
এটি অপারেটিং সিস্টেমের প্রায় সব বদলে দেয়।
যেমন,
· স্টার্টআপ টোন ।
· ওয়েলকাম স্ক্রিন।
· কার্সর।
· থিম।
· আইকন।
· সিস্টেম রিষ্টর পয়েন্ট।
· বুট স্ক্রিন।
পুরাতন থিম চালাতে চালাতে অনেকে বিরক্ত বা একঘেয়ে হয়ে যান।
তাই আপনারা এটা ব্যাবহার করতে পারেন।
এতে কোনও প্রোগ্রাম রিমুভ হবে না।
নতুন কোন স্কিনপ্যাক ইন্সটল করার আগে আগের স্কিনপ্যাকের ভার্সন আনইন্সটল করে তারপর নতুন স্কিনপ্যাক দিতে হবে।
স্কিনপ্যাক রিমুভ করতে কন্ট্রোল প্যানেল এর আনইন্সটল প্রোগ্রাম থেকে রিমুভ করতে হবে ।
এটি ইন্সটল করার সময় অন্য সকল প্রোগ্রাম বন্ধ করে দিন।