কিভাবে বায়স (BIOS) আপডেট করবেন ?



অনেকেই ভালো হার্ডওয়্যার ব্যবহার করেও ভালো পারফরমেন্স পান না।
অনেকেই আবার ড্রাইভার আপগ্রেড করেন।

কিন্তু জানেন কি,

  যে বায়াসও আপগ্রেড করা যায়!

প্রথমে,

মাদারবোর্ডের বায়াস প্রোটেকশন জাম্পার (যদি থাকে) এর সেটিংস্‌ "Allow BIOS flasing" করে দিন।
অথবা, যদি মাদারবোর্ডের "Firmware write protect" সুবিধা থাকে,তবে টা Disable করে দিন।যা BIOS কে Remove বা Overwright হওয়া থেকে রক্ষা করে।
একটি Bootable Drive বা CD তৈরি করুন। (Windows এর ওয়েবসাইট থেকে সাহায্য নিন।)
একটি কার্যকরী (Official site থেকে নামালে ভালো হয়ে) Flash Utility Softwere এবং Motherboard এর সাইট থেকে BIOS এর ফাইল ডাউনলোড করুন।
যা কিছু ডাউনলোড করেছেন টা Bootable Drive এ রাখুন।
বর্তমান BIOS থেকে "Boot Priority item" change করে যে ড্রাইভ বা সিডিতে আছে তাতে সেট করে নিন।
এখন ড্রাইভ বা সিডিটি ইনসার্ট করে পিসি রিবুট করুন।

এখানে মনে রাখবেন,

BIOS setup file কোনও .exe ফাইল নয়।

বরং এটি .rom file

যেমনঃ 55482nd44E.rom


এখন যদি বুট আপ এর সময় কোনও কম্যান্ড অপশন আসে তবে,
১ম কাজ,
প্রথমে Flash Utility programe এর নাম তারপর বায়াস এর Setup file এর নাম লিখুন।
এবং এন্টার চাপুন।

যখন ইন্সটল হয়ে যাবে,Bootable Drive খুলে ফেলুন এবং রিস্টার্ট করুন।
যদি Flash BIOS Jumper থাকে,তুবে তা আগের অবস্থানে নিয়ে যান।

পিসি নিজেই রিস্টার্ট করবে।

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত