কিভাবে বুঝবেন আপনার পছন্দের গ্রাফিক্স কার্ড চালানোর জন্য আলাদা কোনও PSU লাগবে কিনা?







আপনার পছন্দের গ্রাফিক্স কার্ডের TDP (Thermal Design Power) কত, তা বের করুন।

এক্ষেত্রে আপনি Google.com এর সাহায্য

নিতে পারেন।

যদি আপনার গ্রাফিক্স কার্ডের TDP 75

Watt বা তার চেয়ে কম হয়, তবে আপনার

আলাদা কোনো ব্রান্ডেড PSU লাগবে না, যদি আপনার একটি ভাল মানের Non Branded PSU থাকে। কিভাবে বুঝবেন আপনার Non Branded PSU/Branded PSU এর মান ভালো কি না?
আপনার PSU এর গায়ের লেবেল এর দিকে লক্ষ্য করুন। তারপর দেখুন +12 Volt Rail এ কত Ampere আছে?
তার মানে, দেখুন +12V কোথাও লেখা আছে কিনা। থাকলে এর নিচে দেখুন কত Ampere লেখা।
এটা হতে পারে 14A, 16A, 20A, 30A।
কখনও দেখবেন +12V
দুটো বা তিনটে রেইল আছে।
তবে আপাতত একটি +12V নিয়েই আলোচনা করি। 

যত Ampere লেখা আছে,
তাকে 12 দ্বারা গুণ করুন। যত পাবেন,
তা হল +12V Rail এ মোট সর্বোচ্চ কত ওয়াট পাওয়ার আপনার PSU সাপ্লাই দিতে পারে।

যেমন, যদি +12V Rail এ 14A লেখা থাকে, তবে আপনার PSU +12V Rail
এ সর্বোচ্চ 14x12=168W কারেন্ট সাপ্লাই দিতে পারে।
এই +12V Rail হচ্ছে PSU এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতার মাপকাঠি। কত ওয়াটের PSU,
সেটা না দেখে, +12V Rail এ কত Ampere আছে, তা দেখে PSU কেনা উচিৎ। গ্রাফিক্স কার্ড এই +12V Rail থেকে কারেন্ট নেয়। 
এতে যত বেশি Ampere থাকবে, তত বেশি পাওারের গ্রাফিক্স কার্ড চালানো সম্ভব।

তবে এখানে কিছু কথা আছে। +12V Rail থেকে শুধুমাত্র গ্রাফিক্স কার্ডই কারেন্ট নেয় না, প্রসেসর, কেসিং এর ফ্যানও কারেন্ট নেয়। তাহলে, যদি আপনার পিসিতে +12V Rail এ 14A বিশিষ্ট PSU থাকে, এবং যদি প্রসেসরের TDP 65Watt হয়, এবং আনুষাঙ্গিঙ্ক বিভিন্ন উপকরণে 25Watt খরচ হয়, তবে আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড বাদে +12V Rail এ মোট খরচ হয় 65W+25W=90W তাহলে, আপনার +12V Rail এ বাকি রইল 168W-90W=78W। তাহলে, আপনি এই PSU তে 78W এর একটি External গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন (যদি আপনার PSU 100% Efficient হয়, তবে তা কোনও মতেই সম্ভব নয়, সবচেয়ে ভালো PSU তেও) ফলে, ধরে নেই আপনার গ্রাফিক্স কার্ডের জন্য বাকি থাকে Around 50W-55W তার মানে, এই Non Branded PSU তে, 50W থেকে 55W TDP বিশিষ্ট গ্রাফিক্স কার্ড চালাতে পারবেন। মনে করি, আপনার পছন্দের গ্রাফিক্স কার্ডের TDP হচ্ছে 125W তাহলে প্রথমেই যে জিনিসটা মাথায় আনবেন, তা হচ্ছে, আপনার PSU তে অন্তত একটি 6 PIN পাওয়ার কানেক্টর থাকতে হবে (ভালো Non Branded এবং Branded PSU তে পাওয়া যায়) তারপর দেখবেন, আপনার প্রসেসর, গ্রাফিক্স কার্ড এবং আনুষাঙ্গিক খরচ হিসেব করে আপনার পিসির মোট কারেন্ট খরচ কত আসে। যা পাবেন, তা 12 দিয়ে ভাগ করে আপনার PSU এর +12V Rail এ Minimum কত Ampere থাকতে হবে, তা জানতে পারবেন।





collected

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত