সেরা কমপ্রেসর সফটওয়্যারঃ 7-Zip

সেভেন জিপ হল বর্তমানে উইনরারের চেয়ে বেশি জনপ্রিয় এবং ফ্রি একটি প্রোগ্রাম।
আমি নিজেই এর কম্প্রেশন মেথড দেখে মুগ্ধ হয়েছি। এতে উইনরারের সকল সুবিধাই পাবেন।
দাম মাত্র ৳০!



হুম! আর এর কম্প্রেশন অত্যন্ত শক্তিশালী! আমি ২ গিগাবাইটের একটি গেইম ফাইল ৯৯৮ মেগাবাইটে নিয়ে এসেছি কেবল
সেভেন জিপ ব্যাবহার করে। সেভেন জিপে আছে সাতটি আর্কাইভ কমপ্রেশন ফরম্যাট!
  • 7z
  • zip
  • xz
  • wim
  • gzip
  • tar
  • bzip2


এদের মধ্যে 7z এবং tar ফরম্যাটের কমপ্রেস সবচেয়ে বেশি শক্তিশালী। এর ফলে ফাইলের সাইজ অনেক কমে আসে এবং ইন্টারনেট ও সিডি শেয়ারে সুবিধা পাওয়া যায়।



রয়েছে দুটি এনক্রিপশন মেথড। এতে আপনি আপনার ফাইলে বা জিপ করা ফাইলে পাসওয়ার্ড দিতে পারবেন।
দুটি মেথড হল ZipCrypto এবং AES-256

এছাড়া আছে ডিকশনারি ও ওয়ার্ড কম্প্রেশন মেথড!

এছাড়া আছে ফাইল স্প্লিটার সুবিধা! মানে আপনার ফাইল আপনি অনেকগুলো আলাদা ফাইলে ভেঙ্গে বিভিন্ন জায়গায় আপলোড করতে পারেন। এবং আবার সেই ফাইল গুলো একই ডিরেক্টরিতে পেস্ট করে আবার একত্র করতে পারবেন।

তবে ডাউনলোড করে নিন! (অফিসিয়াল ওয়েবসাইট)







Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত