অ্যাডওয়্যার ক্লিনার adw Cleaner

 আসসালামু আলাইকুম,
সকলকে সালাম জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম।




আপনারা হয়তো অ্যাডওয়্যার এর নাম শুনেছেন?
এটা মূলত বেআইনি ভাবে আপনার কম্পিউটারে অ্যাড প্রদর্শন করে।

এর প্রস্তুতকারকরা এভাবে দেশ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়।

এরা বিরক্তিকরও বটে!
আপনারা সবাই এর দ্বারা কম বেশি আক্রান্ত হয়েছেন।

এরা ভিবিএস স্ক্রিপ্ট হতে পারে, জেএস হতে পারে আবার কোন সার্চ ইঞ্জিন প্লাগিন রূপে থাকতে পারে, যেমন "My Start Search"

এর থেকে বাঁচতে আপনারা এন্টিভাইরাস ইউজ করতে পারেন।
তবে এন্টিভাইরাস কেবল রিয়েল টাইম সুবিধা দেবে। আবার এন্টিভাইরাস কিছু অ্যাডওয়্যার সনাক্ত করতে পারে না।,

এজন্য বর্তমানে অ্যাডওয়্যার ক্লিনার ইউজ হচ্ছে।
অ্যাডওয়্যার ক্লিনার হিসাবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হল "adw Cleaner"
অ্যাডওয়্যার এর শর্টকাট এডিডব্লিউ।



এই ক্লিনার ফ্রি, এবং পোর্টেবল। পুরোপুরি প্লাগ অ্যান্ড প্লে।
এটা নিজের অফলাইন বা সার্ভারের ডাটাবেজ ইউজ করে অ্যাডওয়্যার সনাক্ত করে।

এটা এভিজি এন্টিভাইরাস থেকে শক্তিশালী। (আমার মতে)

তবে আর কথা কেন? ডাউনলোড করে নিন।


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত