আপনার হার্ডডিস্ক রাখুন স্বাস্থ্যবানঃ Wise Disk Cleaner

আসসালামু আলাইকুম,কেমন আছেন?
আপনাদের যাদের পিসি স্লো হয় তবে এটা একটা সমাধান হতে পারে।



ওয়াইজ ক্লিনার গ্রুপ তাদের রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যারটি কিছুদিন আগে আপডেট করেছে।
আমি যখন ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনারের রিভিউ লিখছিলাম তখন এর ৮তম সংস্করণ চলছিলো।

কিছুদিন আগে এর ৯ম সংস্করণ রিলিজ পেয়েছে।

এখন আপনাদের পরিচয় করিয়ে দেবো ওয়াইজ ডিস্ক ক্লিনারের সাথে।

এই সফটওয়্যারটি সহজেই আপনার হার্ড ডিস্ক থেকে জাঙ্ক ফাইল, টেম্প ফাইল, ক্যাশে ডাটা, আন ইউজড ডাটা ইত্যাদি খুঁজে বের করে আপনাকে নটিফাই করে এবং রিমুভ করে দেয়।

এছাড়া এটি আপনার ডিস্ক ক্লিনাপ আর ডি - ফ্রাগ্মেন্টের কাজ করে।

ডি ফ্রাগ্মেন্ট করলে আপনার হার্ড ডিস্কের ফাইলগুলো একটা সহজ অ্যালগরিদমে সাজানো থাকে, এতে হার্ড ড্রাইভ হ্যাং করে কম এবং পিসি চলে আরও গতিতে।

ডাউনলোড করে নিন 

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত