আসসালামু আলাইকুম,
অনেকদিন বড় পোস্ট করি না।ভাববেন না যে আর করবো না, আসলে ক্লাস টেনের ভার সামলাতে একটু কষ্ট হচ্ছে।
যাই হোক, আজ আরেকটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
এটা হল ডি ল্যান (D Lan)
এটা একটা মজার সফটওয়্যার, প্রয়োজনীয় বটে!
এর মাধ্যমে দুইটা কম্পিউটার যদি ল্যান পোর্ট ক্যাবল বা রাউটার কানেক্টেড থাকলে ৫০ এমবিপিএস বা আরও দ্রুত ফাইল ট্র্যান্সফার ও চ্যাট করা যায়।
এছাড়া পুরো পৃথিবীর অন্য প্রোগ্রামের সাথে চ্যাটের সুবিধা আছে।
এবং ওপেন সোর্স!!!
কোনও গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছাড়া চলতে পারে, এবং দুই রকম গুই আছে এতে।
এটি পুরোপুরি ফ্রি!
ডাউনলোড করুন
অনেকদিন বড় পোস্ট করি না।ভাববেন না যে আর করবো না, আসলে ক্লাস টেনের ভার সামলাতে একটু কষ্ট হচ্ছে।
যাই হোক, আজ আরেকটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
এটা হল ডি ল্যান (D Lan)
এটা একটা মজার সফটওয়্যার, প্রয়োজনীয় বটে!
এর মাধ্যমে দুইটা কম্পিউটার যদি ল্যান পোর্ট ক্যাবল বা রাউটার কানেক্টেড থাকলে ৫০ এমবিপিএস বা আরও দ্রুত ফাইল ট্র্যান্সফার ও চ্যাট করা যায়।
এছাড়া পুরো পৃথিবীর অন্য প্রোগ্রামের সাথে চ্যাটের সুবিধা আছে।
এবং ওপেন সোর্স!!!
কোনও গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছাড়া চলতে পারে, এবং দুই রকম গুই আছে এতে।
এটি পুরোপুরি ফ্রি!
ডাউনলোড করুন