আসসালামু আলাইকুম,
না, উইন্ডোজের নোটপ্যাডের মতো এই নোটপ্যাড না।
যথেষ্ট উন্নত এটি।
মজার ব্যাপার হল, এটা দিয়ে প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা যায়। এবং প্রয়োজনে প্লাগিন যোগ করে কম্পাইল করা যায়। এটা বাংলাও সাপোর্ট করে, সাবালাইমের মতো ভেঙ্গে যায় না। ফলে বাঙ্গালী ওয়েবসাইট ডিজাইন করা সহজ হবে।
এছাড়া এতে ইচ্ছামতো থিম পরিবরতন করা যায়। এমনকি ফন্টও পছন্দমতো নেওয়া যায়।
এছাড়া এতে ইচ্ছামতো থিম পরিবরতন করা যায়। এমনকি ফন্টও পছন্দমতো নেওয়া যায়।
এছাড়া বিভিন্ন এনকোডিং থেকে ডিকোডিং করার অপ্সন রয়েছে এতে। এতে আপনি এঙ্ক্রিপ্টেড কোন কোড ভাংতে পারবেন।
কোন ডাটা ভুলে সেভ না করলেও সমস্যা নেই, প্রতি মুহুরতেই এটি অটোসেভ করতে থাকে।
ওয়েবডিজাইন বা প্রোগ্রামারেরা বিশেষ সুবিধা পাবেন যে, কোন ফাংশান বা ট্যাগ লেখার আগেই চলে আসে, টেক্সট সাজেশানের মতো।