আমরা বর্তমানে অনেক রকম সেন্সর ব্যাবহার করি এবং ব্যাবহার করতে দেখি। নানা রকম সেন্সর এখন হাতের নাগালের দামেই বাজারে পাওয়া যায়। তেমনি একটি সেন্সর হল শ্যাডো সেন্সর।
কোনও নির্দিষ্ট যায়গায় কোনও মানুষের বা প্রাণীর নড়াচড়া সনাক্ত করতে শ্যাডো সেন্সর ব্যাবহার করা হয়। অনেকেই কেবল এলডিআর একটি দিয়ে শ্যাডো সেন্সর বানান। তবে এটা পুরোপুরি শ্যাডো সেন্সর নয়।
শ্যাডো সেন্সর প্রোজেক্ট ডায়াগ্রাম
আইসি ৭৪১ ডাটাশিট
এখানে একটি সাধারণ কিন্তু এক কথায় অসাধারণ একটি শ্যাডো সেন্সরের কথা বলা হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে। এটি আলো উপস্থিতি ও অনুপস্থিতি আলাদা করতে পারে।
একটি এলডিআর আলোর মাত্রা ডিফার করে এবং আরেকটি এলডিআর ছায়া ডিটেক্ট করে।
এখানে দুটি ৫ মিলিমিটার সাইযের এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রিসিস্টর ব্যাবহার করা হয়েছে একটি সিমিলার অপ আম্প এলএম ৭৪১ এর সাথে।
নোটঃ
- এলডিআর ১ ও ২ কমপক্ষে ১ ইঞ্ছি দূরে রাখতে হবে (LDR1 —— 1 inch —— LDR2)
- ডায়োড ডি২ অপশনাল। কেবল পোলারিটি প্রোটেকশন দেওয়ার জন্য এটি।
- অ্যালার্মের জায়গায় আমরা রিলে দিয়ে অন্যান্য বড় অ্যালার্ম চালাতে পারি।