অডিও অ্যামপ্লিফায়ার :: IC TDA2822 ডুয়েল চ্যানেল

আসসালামু আলাইকুম,
TTC Tunes

কেমন আছেন সকলে?
আরেকটি অডিও অ্যামপ্লিফায়ার সার্কিট নিয়ে এলাম। তবে এটি মনো চ্যানেল না, স্টেরিও। মানে ডুয়েল চ্যানেল।
আমরা বাজারে যে পোর্টেবল স্পীকার ল্যাপটপের জন্য কিনি, এটা সেটাই।
এটি অন্যান্য অডিও অ্যাম্পিলিফায়ার থেকে একটু আলাদা। কারণ, এটার জন্য কোন আলাদা পাওয়ারের দরকার হয় না। USB Port থেকে যেই পাঁচ ভোল্ট পাওয়া যায়, এটির মাধ্যমেই এই অডিও অ্যাম্পিলিফায়ারটি চলতে পারে। এটি তৈরী করতে চাইলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন।
  • ১. দুটি ৪৭ কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হলুদ বেগুনী কমলা সোনালী।
  • ২. একটি ১ ওহমের রেজিস্ট্যান্স যার কালার বাদামী কালো সোনালী সোনালী।
  • ৩. একটি ৬৮০ ওহমের রেজিস্ট্যান্স যার কালার নীল ধুসর বাদামী সোনালী।
  • ৪. দুইটি ৪.৭ ওহমের রেজিস্ট্যান্স যার কালার হলুদ বেগুনী সোনালী সোনালী।
  • ৫. পাঁচটি 100n মানের নোনপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 104।
  • ৬. চারটি 100uF 25v এর পোলারিস্ট ক্যাপাসিটর।
  • ৭. একটি 100uF 10v এর পোলারিস্ট ক্যাপাসিটর।
  • ৮. একটি TDA2822 মানের আইসি।
  • ৯. একটি 47k এর ছয় পিনের ভলিওম।এই মান যদি না পান তাহলে 100k লাগাতে পারবেন।
  • ১০. একটি সুইচ।
  • ১১. একটি লাল কালারের LED ।
  • ১২. দুইটি ৪ ওহম এক ওয়াটের মাইক। যদি না পান তাহলে যে কোন রেডিও এর মাইক লাগাতে পারবেন।
  • ১৩. একটি USB ক্যাবল।
  • ১৪. একটি স্টিরিও জ্যাক।
TTC Tunes
    TDA2822 আইসির পিনের ছবি দেখুন।
TTC Tunes

USB ক্যাবল কাটলে চারটি তার পাবেন যার ভিতর একটি লাল ও একটি কালো তার আছে। এই লাল কালো তার সার্কিটের সাথে লাগিয়ে USB পোর্টে প্রবেশ করান এবং স্টিরিও জ্যাক পিসি বা ল্যাপটপের অডিও আউটপুটে লাগান। কাজ শেষ। তবে আপনি চাইলে অ্যাম্পিলিফায়ারের মাইকের লাইনে একটি স্টিরিও সকেট লাগাতে পারবেন।





Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত