স্কেটার বয় - Skater Boy

আসসালামু আলাইকুম,
আমিও তাহমিদের মতো ছোটখাট গেইমে আসক্ত। তাই আমাকেও এখন থেকে মাঝে মাঝে এই সিরিজে পাবেন।
নিজের ডিভাইজ নেই, তাও মায়ের মোবাইলে গেইম খেলি।



সেদিন একটা গেইম ডাউনলোড দিলাম, নাম স্কেটার বয়। মাত্র ১৭ এমবির গেইম। ভাব লাম কি আর থাকবে।
তবে ২ডি হলেও গেইমটি বেশ মজার।


এখানে একজন স্কেটারকে নিয়ে খেলতে হবে। তাকে নিয়ে নানা প্রতিকূলতা পার করে একের পর এক লেভেল খেলতে হবে আপনাকে। প্রতিকূলতা বলতে যা আছে, তা হল ক্যাম্প ফায়ার, বোল্ডার (বড় পাথর), শুকর, রেলিং এবং বাড়ি ঘর।
মজার ব্যাপার হল এই গেইম সব এন্ড্রয়েড ভার্সন সাপোর্ট করে।
একে তৈরি করেছে রানার গেইমস।




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত