আসসালামু আলাইকুম,
এই পোষ্টের পাঠকদের অনেকেই হয়তো কোনো সম্মানিত ব্লগের অ্যাডমিন বা সম্পাদক। অনেকেই আমরা হয়তো খেয়াল করেছি, ইদানিং প্লেইজারিজম বা পাইরেসির ঘটনা বেশি ঘটছে। তার বেশিরভাগ ঘটছে ব্লগে। মানে কিছু চুনোপুঁটি টাইপের মানুষ জনপ্রিয় ব্লগগুলোর লেখাগুলো কপি করে নিজের নামে অন্য ব্লগ গুলোয় চাপিয়ে দিচ্ছে। এতে যেমন মুল লেখকের মনঃক্ষুণ্ণ হয়, তেমনি তার লেখার সম্মানও এ নিজে পায় না। আমরা কেউই এটা আশা করি না।
জিআর+ বাংলাদেশের সকল লেখক এবং সম্মানিত সদেস্যরা নিজেদের লেখা নিজ দায়িত্তে প্রকাশ করেন, তাদের প্রকাশিত লেখার নিরাপত্তা অ্যাডমিন টিম দিয়ে থাকে। এজন্যে লেখার ক্রেডিট আমরা অবশ্যই পোষ্টের নিচে উল্লেখিত রাখি।
তো প্রসঙ্গে আসি,
ব্লগের বা ওয়েবপেজের রাইট ক্লিক কিভাবে ডিজেবল করবেন?
এখানে আমরা একটা ছোট জাভা স্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ব্যাবহার করবো।
প্রথমে ব্লগের টেমপ্লেটে গিয়ে <body খুঁজে বের করুন।
পেলে সেখানে বডি ট্যাগের মাঝে oncontextmenu='return false' বসিয়ে দিন।
এবার <head খুঁজে বের করুন।
হেড ট্যাগের পরেই নিচের জাভাস্ক্রিপ্ট কোড বসিয়ে দিন।
<script language='javascript'>
document.onmousedown=disableclick;
status=&quot;Right Button Disabled&quot;;
function disableclick(event)
{
if(event.button==2)
{
alert(status);
return false;
}
}
</script>
ব্যাস! কাজ শেষ! এবার টেমপ্লেট সেভ করে নিন, বা সোর্স ফাইল ফেভ করে নিন। দেখবেন সাইট বা ব্লগে রাইট বাটন কাজ করছে না।