ইউএসবি নাইট এলইডি ল্যাম্প (হ্যান্ড মেড)

আমরা হয়তো দোকানে "ইউএসবি নাইট এলইডি ল্যাম্প" বলে একটা জিনিশ দেখেছি।
আজ আপনাদের এটা বাড়িতে বানানো শিখিয়ে দেবো।

প্রথমে আপনার ক'টি জিনিশ লাগবে।
যেমন,
  • পুরাতন ভালো ইউএসবি তার।(পুরাতন কীবোর্ড বা মাউসেরটা খুলে নেন)
  • স্পাইরাল খাতা বা নোটপ্যাডের ষ্টীলের শক্ত তার। (দাম লাগবে? বাসায় মনে হয় আছে)
  • কিছু সাদা এলইডি। (২ থেকে ৩ টাকা পিস)
  • একটা সবুজ,নীল,সোনালি,সোনালি এই কালার কোডের অথবা ৫.৬ ওহমের রোধ বা রেজিস্ট্যান্স। (৮ থেকে ১০ টাকা পিস)
  • স্কচটেপ।
১ম ধাপঃ
এখন,
 ইউএসবি তারের বিপরীত মাথা কেটে লাল ও কালো তার বের করুন। পজিটিভ নেগেটিভ আরকি?
১ম ধাপ
২য় ধাপঃ
পুরাতন চার্জার লাইট বা টর্চ থাকলে সেটার লাইট বোর্ড তার সহ খুলে নিন।

২য় ধাপঃ ১
২য় ধাপঃ ২

















৩য় ধাপঃ
পজিটিভ ও নেগেটিভ প্রান্ত যোগ করে দিন।


চতুর্থ ধাপঃ

ভিত্তি মজবুত করার জন্য ষ্টীলের তার গায়ে জরিয়ে দিন।


কাজ শেষ হলে আমারটা দেখতে এরকম হয়েছিলো।




আপনারটার ছবির লিঙ্ক আমাকে দেবেন।


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত